সোমবার, ২৭ জুলাই, ২০১৫

আমার কথা শেষ হয়ে যায়



তোমাকে বলার আগেই
যে কথা শেষ হয়ে যায়
সে সব কথা সারাদিন কুড়াই
গুছিয়ে গুছিয়ে লুকিয়ে রাখি
গান শুনিয়ে ঘুম পাড়াই। 

তারপর তোমাকে বলার জন্যে
এক যুগ দুপুর পেরিয়ে বিশৃঙ্খল বিকেল
ভুল করা চায়ের কাপ এবং 
ব্যাকুল সন্ধ্যা মাথায় হুটকরে নেমে যায় রাত......

বিজ্ঞান নয়, নিয়তির অমোঘ অভিশাপে 
কথার চোখ জড়িয়ে আসে ঘুমে 
তারপর স্বপ্নমগ্ন ঘুমে আচ্ছন্ন হয়ে যায়

তোমাকে যতবার বলতে চেয়েছি...
তাঁর আগেই 
আমার কথা শেষ হয়ে যায়...

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

প্রেমিক-৫৭


এই দ্যাখো আমি ফিরে গেছি
ফিরে গেছি ফ্যাকাসে নিল হয়ে
দূর হয়ে গেছি পর হয়ে গেছি 
দ্যাখো এইবার কত অচেনা অচেনা লাগে

এখন আর ব্যাথাতেও নেই
ভুল ভাল কথা গুলো মনে করে দ্যাখো, আমি সেখানেও নেই
দুপুরে বিষন্ন সিঁড়ি বেয়ে উঠে দেখো
সুন্ সান নীরবতা রেখে এসেছি
একা একা সাওয়ারের তলে- তুমি একান্ত নিজের
চিটে পড়া বেসিনের আরশিতে -
চিৎকার করে দ্যাখো- আমি নেই

যৌথ বালিশের জড়ানো বাহুডোরে
মাঝরাতে আভিসার চুম্বনে
ধাবমান স্বপ্নের বুননে এরপর শুভ্র সকালে
দ্যাখো সব ঠিক ঠাক আছে তোমার; আমি নেই
সেখানে আমি একেবারে নেই

ব্যাস্ত দিনের সূচি আর কলিগের উদগ্রীব দৃষ্টি
বিরক্তির দাঁড়কাক হয়ে বসে থাকা ক্লায়েন্ট
ধোয়াটে ফানুস উড়ানো গন্ধহীন কফির কাপের তৃপ্ত চুমুক
ভুল করে কি কি যেনো মনে পরে যাওয়া
ভয় নেই... আমি নেই ...
হঠাৎ ঝড়ে যাওয়া আনাহুত অশ্লীল বিকেলে বৃষ্টিতে
পরকীয়া মাখানো নাটক- আর রগে রগে ছলাকলা
সোশ্যালিস্ট সেজে থাকা তোমার কর্পরেট যাপনে
ভয় নেই... আমি নেই ... আমি ফিরে গেছি কবেই

টগবগে প্রেম নিয়ে বহুবার দরজার সামনে এসে
যেহেতু স্পর্ধা হারিয়ে ফেলেছি; তারপর মেনে নিয়েছি
এই প্রেম তোমার যোগ্য ছিলোনা;
অতঃপর ফিরে গেছি ফ্যাকাসে নিল হয়ে
দূর হয়ে গেছি তোমার চির প্রেমিক হয়ে!

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪

তুমি- ৫১


ধরাছোঁয়ার কাছাকাছি বড় হয়ে যাও
একদিন বেলুনে বাতাস আমিও ফুঁকেছি
আরো যত জন আসে যায়; তারাও ফুঁকছে;
ধরাছোঁয়ার বাইরে বড় হয়ে যাও; তুমি শুধু বড় হয়ে যাও
আমি ছোট, নাগালের বাইরে আরো ছোট;

আমি খুব ছোট হতে হতে ধুলি কনা হয়ে
প্রস্তুত হবো ঝড়ে উড়ে যেতে ;
তুমি যত উড়ে দূরে যাও;
আমি তবু থেকেই যবো ফানুসের নাগালেতে

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

প্রেমিক-৫৬



বহুদুর উড়ে যাওয়া পাখির দ্বিগবেদ্বিগ
আমাদের প্রেম; দিশেহারা সিমানার শেষে
তারপর নির্বোধ দুঃখ বিলাসে
আবিরত ফিরে ফিরে আসা

প্রেম হাতে দাঁড়িয়ে থাকিনি তোমার দরজায়
স্পর্শ করিনি নির্বোধ যাদুকরী
ভিতরের ভিতরটাতে ঋণ আর প্রণদোনা জমে জমে
দেউলিয়া ভালোবাসা

সোমবার, ১৮ আগস্ট, ২০১৪

কালো কবিতা-৭৪



বেঁচে থাকা বোধ টাকে অস্বস্তির ঘুম দিয়ে গিলে ফেলি 
ইদানিং প্রতি রাতে; রাতারাতি মৃত্যুর সুখ পেতে চাই 
কেউ কেউ জেনে গিয়েছিলো কি; আধার যে কত অসহায়?
আরো খুব পরিণত রাত খুঁজে খুঁজে; শৌখিন ঘুম কেটে যায়

সোমবার, ৩০ জুন, ২০১৪

কালো কবিতা- ৭৩



যেহেতু জেগে উঠার স্বপ্ন দেখি 
তার অর্থ আমি ঘুমিয়ে আছি !!!

আমাদের খেয়ে নিচ্ছে প্রাণপণ ক্লান্ত
সজারু কাঁটার বালিশে শান্ত শান্ত 
অনুভূতিহীন জেগে উঠা তারপর আত্ম চিৎকার ...

তার অর্থ আমরা গভীর ঘুমে ঘুমিয়ে আছি!

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

কালো কবিতা-৭২



স্বপ্নের নিচে তালপাখা লাগিয়ে দিয়েছি 
এইবার আরামছে ঘুমাও!!!

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

কালো কবিতা-৭১



স্বপ্নের মারপ্যাঁচে জঞ্জাল; তুমি যাদুকর 
যাদু করো 
আর যাদু করে করে জঞ্জালে মারপ্যাঁচে 
আরো আরো অভিভূত কর

আমি দিনকে দিনকে রাতের ছায়ায়
আমি পরে থাকি স্যাতস্যাতে বিছানায়
আর জঞ্জাল শ্যাওলায়
বিছানো মায়াজাল; তুমি মায়াবতী

আমাদের অনুদান দিয়েছো কালো সময়
মায়াবতী যাদুকর; নিদারুণ স্বপ্নময়!

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

কালো কবিতা-৬৯



আমার পরিচয় দিতে গিয়ে আমি কেমন জানি ধাক্কা খাই বারবার
আমি ঠিক যা যা বলি
কেনো জানি মনে হয় সব শেখানো বুলি 
তারপর এতি উতি খুঁজি; 
এতি উতি কি জানি খুঁজি 


একদিন আমি আমার আত্মার সাথে দেখা করতে যাবো
এক দিন আমি আমার খোজ নেবো; ভালো মন্দ কুশল জেনে নেবো

শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

কালো কবিতা- ৬৮



আরো একটা কলংক হয়ে গেলো 
নির্বোধ সকালে; তুমি জেগে ওঠার আগেই

বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩

জোনাকির বাসা



নষ্ট আলোর নেশায়
পথ হারানো জোনাকির দল 
এক খণ্ড চাঁদ খুঁজে পেয়েছিলো 

একরাত বিদিশায়
দিশেহারা পরাজয় গুলো জেনে গেলো
নির্লিপ্ত আলো থেকে কালো-ই ভালো

আজকাল বিষণ্ণ অন্ধকার ঘেরা থাকে
জোনাকির বাসা গুলো

জোঁক





যদি পাপ হয় হোক 
আমি হয়ে যাবো জোঁক.....
চুমুকে চুমুকে খেয়ে যাবো তোমায়
জাপ্টে জড়িয়ে আমৃত্যু
ছুঁয়ে যাবো তোমায়.....

শনিবার, ২ নভেম্বর, ২০১৩

তুমি- ৫০



যেখানেই আমি যাই 
তুমি বিছিয়ে রেখেছো পুড়ে যাওয়া রোদের ছাই

প্রেমিক-৫৫


এমন প্রখর দিব্যদৃষ্টি দিয়ে তুমি সব কিছু দেখে ফেলো 
তোমাকে নির্বোধ অনুসরণ ছাড়া আমি অন্ধ হয়ে যাই 
তোমাকে ঈশ্বরী সাজাই এই ভেবে ইশ্বর হয়ে যাই 

যাযাবর প্রেমিক সংসারী হয়ে গিয়ে দেখি 
আমার কোথাও যাওয়ার নাই ......

সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

সমঝোতা





প্রকাশ হয়ে যাবে অন্ধকার.....
চলো তার আগেই লুকিয়ে ফেলি বিশুদ্ধ পাপ

পরিপাটি নগ্নতা আমাদের গ্রাস করে নেবে
তার আগেই ভালোবেসে ফেলা ভালো
 
চলো তার আগেই ভালোবেসে ফেলি.....

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

বিপ্লবী- ৪৬



যখন সে জেনে গেছে আমি মৃত্যুকে জড়িয়ে ধরে ঘুমাই 
আমার যাপনকে ঘিরে চক্রান্ত করছে ইশ্বর
আর আমি কেবল স্বপ্ন দেখি একটার পর একটা 
রঙচঙা, বেগুনি, গোলাপী! 

ইশ্বর কেবল-ই আমাকে স্বপ্ন ক্লান্ত করে দেয় 
আর আমি বিপ্লবী হতে গিয়ে বারবার পথ ভুলে যাই

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

ছায়া



চলো একটা মৃত্যু খুজি 
খুজতে খুজতে এসো চলে যাই অনেক দূরে 
তার পর ভুলে যাই মৃত্যুর কথা

বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

শিউলি ফুল



একদা বৃষ্টির ফোঁটায় 
যে আশ্রু মিশে গিয়েছিলো 
এই সব এলোমেলো ঘোরে 
বিশ্বাসঘাতক বাতাস
যে গন্ধটা ভুলিয়ে দিয়েছিলো

এসো নিঃশ্বাসে খুঁজে নেই
খেয়ালি শিউলি ফুল

সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

তুমি - ৪৯



যখন শব্দের ভেতর তোমাকে খুজি 
প্রতিটা শব্দ-ই সমুদ্র মনে হয় 
আর আমি অক্লান্ত তরলে ডুবন্ত নাবিক

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

কালো কবিতা- ৬৬


অযথা বৃত্ত এঁকেছিলেন ইশ্বর 
সীমানার চারপাশে কাটাতার

অভ্যস্ত হয়ে গেছি অসভ্যতায়
এই দ্যখো মানুষ হয়ে গেছি !