রি হোসাইনের কবিতা
রি হোসাইন, বাংলাদেশের কবি ও লেখক
পৃষ্ঠাসমূহ
প্রচ্ছদ
ছোট গল্প
কালো গল্প (চলিত)
অনুবাদ কবিতা
যোগাযোগ
শুক্রবার, ৩০ মার্চ, ২০১২
প্রমিক-১৪
আশা নিয়ে আসবো আসবো করি
আমার আশার আসা হয় না
তাই হয়ত বাসা হয় না
ভালো থেকো
ভালোর মত থেকো
আমার পথের উড়াল বাতাস যত্ন করে রেখো
মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২
২৬এ মার্চ
দিনটি শুধু জিয়াউর রহমানের
দিনটি শুধু "আমরা বিদ্রোহ করছি" বলার....
বিপ্লবী -৬
এই বার রাত্র হবে
গভীর রাত্র আসবে তোমাকে ছুয়ে ছুয়ে
আমি ঠিক স্বপ্নের মত ঘুমাবো
তারপর ভোর হবে
তারপর ভোর হবেই
আমি ঠিক ভোর নিয়ে যাবো ভালবাসা নিবেদনে
আমাকে ভালবাসিও সেই বিমোহিত ফাগুনের দিনে
বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২
প্রেমিক-৪৯
তুমি শুন্যতা উড়িয়ে খুঁজে ফিরো ফাগুন বাতাস
ডাকাতের মতো প্রেম কেড়ে নিয়ে প্রেমিক সেজেছি
একবার ঝড় হয়ে গিয়েছিলো আমার হুতাশ
কালো কবিতা-১৮
এখনতো পরিচয় ই হলো না
এরই মাঝে সন্ধ্যা হলো
যতদুর চেনা জানা ছিল ঠিক অচেনা হলো
এরই মাঝে রাত হলো
আচ্ছা ঠিক, আছে প্রেম শুরু করো
সকাল হলে না হয় পরিচয় সেরে নেবো
সকাল সকালে কোথার কোন প্রেম জানি
পাপ ঝেড়ে ফেলে পালিয়ে গেলো
শুধু প্রেম দিও
সূর্যের গায়ে ছোপ ছোপ দাগ পরে গেছে
তুমি চাদ হলে বিমোহিত হবো
ভাঙ্গাচোরা সূর্যের প্রেম নিয়ে আরো কিছু পূর্নিমা দিও
কিছু কাল অমানিশা দিয়ে দিলে সূর্যের শুশ্রুষা হতে পারে, তবু শুধু প্রেম দিও
শুধু প্রেম-ই দিও
শুক্রবার, ৯ মার্চ, ২০১২
গন্তব্য
এখন পাখিরাও এলোমেলো ডাকে
ভুল ডালে বসে বসন্ত গীত গায়
কৃষকের হাসি থেমে গেলে
জুড়ে বসা পাখির দল উড়ে যাবে কোথাকার ঝরে
তুমি-১৬
এখন আমি তুমি থেকে আপনি
একবার খবর নিও খুব বেশিদূর মনে হলে
তুমি তুমিই আছো
মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২
যুগল
কিছু কি রেখে গেলো সে
শুন্যতার ভিতরে কি যেন গুটিশুটি বসে আছে
খুব খুব দোকলা লাগে
কি জানি ব্যথাতুর ঘুরে আসেপাশে
ভুল মানুষ
কষ্টের ছাই উড়ে যায় ফানুস হয়ে
কত কিছু চাই
কোনো সুখ নাই
দূর ছাই মানুষ হয়ে
একদিন জানবেই
একদিন জানবেই
আমি তোমার ভেতরেই ঠিক আমার মত থাকি
আমি তোমার ভিতরেই সবচেয়ে সুখে থাকি
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
হোম
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)