শুক্রবার, ২০ জুলাই, ২০১২

প্রেমিক-২৫


কবে আর ফেরা হবে  আমাদের
আমাদের চোখ গুলো এখনো বিভোর ছিলো
দিশাহীন ফাগুনের অশ্রু ছিটিয়ে

শেষ পথ ও আমি ভুল করে বসে আছি
খসে পরা তারাদের দায় কাধে নিয়ে

সংসার

ঘর পুড়ছে, মন পুড়ছে, পুড়ছে নদীর জল
অশ্রু জমে কাতর হলো আকাশ ছল ছল

শোক


নিরবতার একটা বিষন্ন রোগ আছে
সেটা সংক্রামক আর শুধু ছড়িয়ে-ই যাচ্ছে
আমি হাত পা গুটিয়ে রাখি
সংযত ঠোটে জল পান করি
এখন আর উদ্দাম নেই শরাবের রাতে

ছড়িয়ে ছিটিয়ে থাকা চিত্কার গুলো
নিস্প্রভ-ই থেকে গেল পূর্নিমা রাতে

মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২

বিপ্লবী-২০

বিশ্বাস রেখো এখনো সবুজের বুকে
তুমি যত টুকু ঝর দেখাবে ..সবটুকু নেবে শুষে
আমাদের মুঠো ভরা স্বপ্নের ডাকে
চল হয়ে যাক সেই বিপ্লব গুলো

সবুজের ক্ষোভ গুলো জমিয়েছি এতকাল আগুনের তুষে

রবিবার, ৮ জুলাই, ২০১২

তুমি- ২৭


এখন বৃষ্টির পরে পরেই রোদ
দিনকাল চলে যায় বিরহ বিলাসে
নতজানু চোখের কোটরে সাদা কালো ছায়া খোজা খুজি
খুঁজে পেলে দেখে নেব রক্ত জবা কতটা মলিন
কত আর ঘ্রাণ বাকি আছে শুকনো গোলাপে
তোমাকে জানাতেই হবে ..... খুঁজে পেলে

রংধনু থেকে প্রেম চুরি করার সাহস আমার ও ছিল

শনিবার, ৭ জুলাই, ২০১২

প্রেমিক-২৪



ভাঙ্গা দরকার কিছু হিমায়িত স্বপ্নের আকাশ
মেঘ বৃষ্টি ঝরে গেলে অশ্রু অসীম হোক
কত খানি বিভোর ছিল আমার নির্বোধ চোখ 
শরতের ফুল  আমি ভুল চোখে
ভুল রং গুলো মেখে মেখে
একেছি পার্বন শুনেছি উত্সবের গান

অথচ বৃষ্টির দায়
কিছু থেকেই যায় হিমায়িত প্রেমের গায়

প্রেমিক- ২৩



কবি তার অশ্রুকে সমৃদ্ধ করে প্রেমিক হয়েছিল
কিছু কিছু আগুন জ্বেলেছিল বুক পেতে রেখে
সব কিছু মিলিয়ে
একটা ব্যথা ভরা কবিতা-ই শুধু পেয়েছিল

বিসর্জিত কবিতারা এতকাল পরে
হুতাশের অশ্রু ফেলে
কবিতারা সব কিছু মেনে নেয়, কবির প্রেমিক হওয়া অথবা প্রেমিকের কবি

অথচ প্রেমের আগুনে পুরে কবিতা গুলো জ্বলেগিয়েছিল