মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা -৪৮

দূষিত আবর্জনা খেয়ে শহুরে কাকের মৃত্যু
গত রাতে বিষাক্ত খোলস ছেড়েছো তুমি?
তাহলে কি গত রাতে চাঁদ একটু বেশি-ই নগ্ন ছিলো?
অথবা, নিষিদ্ধ সূর্য উঠেছিলো সকাল হয়ে?

এতকাল আমাদের মগ্নতা খেয়ে ভালো-ই তো ছিলো

অসুখ


আমার একটা অসুখ হয়েছে
আজ কাল বুকের উপর মৃত্যু ভর করে এবং কাণ্ডজ্ঞানহীন সময়ে আসময়ে
আমার তিব্র অসুখ হয়েছে
আজ কাল ঘুম থেকে জেগে উঠার সাহস হয় না; মনে হয় জেগে উঠলেই মারা যাবো

ঘুমুতে যাবার সময় মনে হয় স্বপ্ন দেখতে দেখতে মারা যাবো
কিন্তু জানবো-ই না যে মারা গেছি

কালো কবিতা-৪৭



একবার একটা সিঁড়ি পেয়েছিলাম আকাশের উপর উঠে যাওয়ার
আর আমার দ্বিধা গুলো প্রতারিত হতে চায় নি বলে ইশ্বরহীন থেকে গিয়াছিলো
চোখ খুলে ঝলমলে আলো আমাকে বিভ্রান্ত করতে পারেনি
তুমি বিশ্বাস করো সেই সিঁড়িতে আমার কোনো পদচিহ্ন নেই
এক মাত্র তুমি ছাড়া আমার কোনো ইশ্বর নেই

আমার কালো পায়ের চিহ্ন আমি এঁকে যাই নরম মাটির ঈশ্বরের বুকে

শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩

ভালো আছি বলে কথা



ভালো আছি বলে কথা
কয়জন পুরুষ পারে কালোজিরা বেটে নিতে
থ্যতলানো ভাতে ভর করা বিস্বাদ আমার
সার্থক মুসুরের ডালে
এখনো তোমার হিংসে-ই হবে; ভালো আছি বলে কথা

আমার কলারে এখনো কালশিটে পরে
তার পরও নিজ হাতে ইস্ত্রি করি কেতাদুরস্ত কবিতা
মাঝে সাঝে ভুলে যাওয়া কাফলিন কটকটে সোনালী
তবু দৃষ্টি ফেরাই সোনালুর ডালে; ভালো আছি বলে কথা

সেখানে বসন্তের বাসা, সোনালুর কালো কালো লেজ
আমার দুঃখ মাখা তোমার অদ্ভুত সুখ
সব কিছু গোছগাছ করে রাখি,
তেমন আর এলোমেলো হই না; ভালো আছি বলে কথা

শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

প্রেমিক-৪৮


আমার তৃষ্ণা পেলেই আমি পান করি না
আমি একটা সংক্রামক রোগের মতো সেটা ছড়িয়ে দেই
কিন্তু সবাই তো আর এমন শুষ্ক হতে জানে না

গিলে ফেলা পিপাসার পরে তৃপ্তির উপসর্গ ভাসিয়ে দিলেই
সব শেষ হয়ে যায়, সেই ভাবে তুমিও ভেসে গেছো
তারপর শেষ হয়ে গেছো

আকন্ঠ শুষ্কতা নিয়ে 
আমি উষ্ণতা পুষে রাখি চিরকাল

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা -৪৬



প্রয়োজনহীন কবিতা গুলো
ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছে যন্ত্রনাতে
প্রয়োজনহীন মানুষ গুলো কবির মত-ই এলো মেলো
প্রয়োজনহীন মিছিল গুলো অন্ধ স্লোগান বয়ে যাচ্ছে যেনো একটা মরা নদী

আজ কোনো বিপ্লব নেই; আজ কোনো প্রয়োজন নেই কবিতা লেখার

বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা-৪৫



শুনেছি তুমি নাকি সভ্য মানুষ; কুকুর পোষো বেড়াল পোষো
তুমি নাকি সাদা মানুষ; কালো জামায় দুঃখ মুছো

তুমি- ৪০





যত দূর গেলে আর পেছনে ফেরা যায় না
তার চেয়ে বেশি দূরে
ঐ খানে আমার চিৎকার পৌছেনা

কালোকবিতা- ৪৪



কবিতার সংগ্রাম থেমে গেছে বহুকাল আগে
এখন কবিতারা মৃত

সোমবার, ২১ জানুয়ারী, ২০১৩

কালো কবিত- ৪৩



ঈশ্বরের চোখ ফাকি দিয়ে বুঝলাম ঈশ্বরেরও চোখ আছে
তুমি বললে ঈশ্বর কে ফাকি দেয়া যায় না এবং দৃঢ় ভাবে
তার পর আমি আবিস্কার করি চোখ হীন ঈশ্বর

রবিবার, ২০ জানুয়ারী, ২০১৩

প্রেমিক-৪৭



প্রেম হাতে দাঁড়িয়ে থাকিনি তোমার দরজায়, স্পর্শ করিনি কোনোদিন

কপালের কাটা দাগে ভিন্ন কথা-ই বলে
সওদাগর ভুলেছিলো বাজারে পথ
একদিন বিশ্বাস বিকায়নি

তুমি-৩৯



তোমাকে আবিস্কার করাবো বলে
নিজেকে-ই হারিয়ে ফেলেছি তোমার ভেতরে
তারপর তোমার জৌলুসে পুড়ে পুড়ে প্রেম শিখে শিখে প্রেমিক হয়েছি
তারপর তোমাকে-ই খুঁড়ে খুঁড়ে অনুসন্ধান করেছি তোমাকেই

তুমি-৩৮



তুমি একটা জটিল কবিতা
বহুবার পড়ে ফেলার পড়েও প্রতিবার নতুন
প্রতিবার আবিস্কার করি ভিন্ন ভিন্ন অর্থ আর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা
প্রতিবার ভিন্ন ভিন্ন আনন্দ আর দুঃখ

প্রতিবার-ই তুমি আমার নতুন সাধনা

সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা -৪২



মানুষ গুলো মানুষ খেকো
হায় রে কবি
মানুষ খেয়ে-ই কবিতা লেখো?

কবি ও তো মানুষ কিংবা মানুষের-ই খাদ্য

রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৩

আম ফুল



বসন্তে পৌছুতে চাইলে
আম ফুল থেকে মধু খেয়ে নিও, ভ্রমরা

কালো কবিতা-৪১



আমার..................
কবিতা লেখার প্রয়োজন কি ?
আমি তো আর একমাত্র নই, যে কিছুটা অন্য কিছু ভাবে
সকলেই লিখে থাকেন, ভেবে থাকেন একের ভেতরে আর দশটা
তাদের দাড়ি কমায় দারুন জ্ঞ্যানও আছে, আছে বিশুদ্ধ শব্দের সমুদ্র
বসন্তের ভিতরে প্রেম থাকে আর শীতের ভীতরে কাম প্রয়োজন এটা সকলেই জানে
তাহলে শব্দের বোঝা বাড়িয়ে কি লাভ?

প্রশ্নবোধক চিহ্ন ব্যাতিত আমি আর কোনো যতি চিহ্নের ব্যাবহার জানিনা।

শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৩

প্রেমিক-৪৬



আরো কিছু দুঃসাহসী হলে তোমাকে ছোঁয়া যেতো এরকম ভেবে এখনো সুখী হই
এখোনো আবিশ্বাস করতে শিখিনি নিজকে, বিশ্বাস করি প্রেমিক ছিলাম
এখোনো তুমি একটা সবুজ রঙের সুখ গহীন গোপনে

এই প্রেম বসন্ত মানে না, রদ্দুর মানে না, একলা রাত মানে না
তীব্র সুখে বিব্রত হয়ে যায় ব্যাথা আর ক্ষুধা

বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা- ৪০



আমি বিব্রত হয়ে ছিলাম একবার ভেতরে ভেতরে, মগজের ভেতরে
তার পরও নগ্ন হয়েছি, আমি অজানাকে ভয় করি, মৃত্যু কে
এখোনো বুকের পাঁজর কেঁপে কেঁপে উঠে, ভয় করি অন্ধকার
আর তাই নগ্ন-ই থেকে যাই, কদাচিৎ বিব্রত বটে

আমি তো আর একলা নই ঈশ্বরের সিঁড়ি বেয়ে নিচে নেমে যাই
এরকম মিছিল দেখে ভয় কেটে যায়,
কালো কালো আলো দেখে ভয় কেটে যায়

দ্বিধা আর বিব্রতবোধ ঝেড়ে ফেলি এক ঝটকায়

বুধবার, ৯ জানুয়ারী, ২০১৩

নতুন কথা

এসো এবার নতুন কথা বলি
তীব্র ক্ষুধা ভুলিয়ে দেবো কথায় কথায় , নতুন কথায়
আর প্রেম নয়, স্বাধীনতা নয়, বিক্ষোভ নয়
বন্দি হবো, বসন্ত নয় বর্ষাও নয় নতুন ঋতু
যৌবন আর জড়ার খবর আর নেবো না
নতুন কিছু, এসো এবার নতুন একটা স্বপ্ন দেখি, নতুন কথায়

কথায় কথায় ব্যাথা ভুলে ভুল পৃথিবী
তুমি আমি ভুলের মানুষ ভুলেই যাবো, নতুন কথায়

মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৩

ক্ষুধা-২


একটা লেজকাটা টিকটিকি সারাদিন আমার ঘরে ছিলো
আমার সাথে, আমার বিছানায় শুয়ে
আমি সারাদিন একটা লেজ খুজে গেছি
বিষণ্ণ আর আনমনে, এমন কি নিজের-ই পশ্চাত্যে

একটা টিকটিকি ক্ষুধার্ত-ই ছিলো নিজের লেজ খেয়ে ফেলেও
চলে যাবার সময় বলে গেলো; বেচে থেকো, নিজেকে খেয়ে হলেও

তাহলে কি আমিও ক্ষুধার্ত ছিলাম
আমার ও কি লেজ ছিলো

ক্ষুধা



এক দুপুর বেলায় খাবারের গন্ধ পেয়েছিলাম
সেই দিন কোনো বিকেল ছিলো না মা
একটা হিংস্র দুপুর আমাকে খেয়ে নেবার পর
ধুপ করে সন্ধ্যা নেমেছিলো

এরমকম দুপুর গুলো ইদানিং প্রায়-ই ফিরে আসে মা
আমার ভয়ার্ত বুকের ভিতর ভেসে উঠে তোমার ঝাপসা চেহারা

তুমি-৩৬



আমার কিছু কথা ছিলো,
আর কথার অহংকার গুলো
বিব্রত বসন্ত গুলো কিংবা অবধারিত বিস্ময় গুলো

যে কথা কোন দিন বলবো না
সে আগুন পোড়াবেই শুধু আজ কাল আমাকেই
এক দিন তোমাকেই

সোমবার, ৭ জানুয়ারী, ২০১৩

তুমি- ৪১



এরকম বিস্ময় দেখোনি তুমি আগে কখনোই
এই দ্যাখো আমি একটুও বিস্মিত নয়
এরকম ভুলে যেটুকু পৃথিবী দুলে
সব কিছু সওয়া আছে, তুমি আর কতো টুকু রেখেছো মনে

তবুও উন্মাদ বিস্ময় গুলো আশ্রয় খুঁজে
আমার কাছে অথবা তোমার কাছেই

রবিবার, ৬ জানুয়ারী, ২০১৩

প্রেমিক -৪৫



ভালো থাকার জন্যে তো আর ভালবাসি নাই
ভালোবাসার সম্পুরকে ভালো থাকা নাই
অকালের চাঁদ পূর্ণিমাতেও কালোই থাকে
বিষণ্ণ রোদ, বিক্ষুব্ধ স্রোত একটা কিছু
ভালোবাসার জন্যে শুধু পিপাসিত

ভালোবাসার সম্পুরকে ভালো থাকা নাই
এইতো আছি প্রেমিক হয়েই উচ্ছাসিত

শনিবার, ৫ জানুয়ারী, ২০১৩

তুমি- ৩৫



ক্রমশঃ নদী হয়ে গেছো তুমি
আর এখন শীত কাল
মৌন মেঘেরা বয়ে চলে দ্বিধা গ্রস্থ ফাল্গুন
সেখানেও বৃষ্টি থাকবে না

এখন অশ্রু লুকাবো কোথায়?


শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৩

অর্ধেক কবিতা


অর্ধেক উচ্চতার একটা দেয়াল ছিলো আমাদের মাঝখানে
অর্ধেক বসন্ত আর অর্ধেক প্রেম
অর্ধেক ফানুস উড়িয়েছি এক যোগে

অর্ধেক মৃত্যু দিয়ে দেয়াল ভেঙ্গেছি যখন
তুমিও অর্ধেক মৃত পরে ছিলে

বাকি অর্ধেকে প্রেম কিংবা বসন্ত ছিলো না

প্রেমিক-৪৪



আর কতকাল প্রেমিক হবো
এবার শূন্যতা তোমার ভেতরে ঢুকিয়ে দেবো
অতঃপর শূন্য হয়ে যাবো

জেনে গেছে সবাই



বিপ্লব পোড়াতে কত টুকু ডিজেল লাগে
এখন আর সামর্থ্য নেই কিনে জ্বালিয়ে দেবো
কত টুকু দাম বাড়ালে সার্থক হয় জেনে গেছে সবাই
জেনে গেছে সবাই এই সব স্লোগানের দৌড়
হরতাল, যুদ্ধাপরাধ আর জয় বাংলা

মাসের শেষে দিন গুলো অফিস করা দুর্বিষহ
এখন দুটাকার বাস ভাড়া পাঁচটাকা কাল থেকে ছয় নাকি সাত?
মারামারি, পোড়া মবিলের দাগভরা জামা
শুধু বেড়েই যাচ্ছে পায়ে হাটা দূর,স্বপ্নের পোর্টফলিও
বড় শহর আরো বড় মেগা সিটি , পি এফ আই লংকা বাংলা
কালো জুতা আর সাদা সাদা ধুলা,
ডিটারজেন্ট ফেনায় ভাসে সুস্মিতার পরচুলা, জেনে গেছে সবাই
হরতাল, যুদ্ধাপরাধ আর জয় বাংলা

জেনে গেছে সবাই, শুধু বোকাচোদা আমি কিছু জানি নাই
আর বাদ বাকি সব সালা খানকিরপোলা

বুধবার, ২ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা-৩৯



জোনাকির আগুনেও পুড়ে যেতো শীতকাল
উন্মাদ ভ্রমর গুলো বেছে নিতো সূর্য হলুদ গাঁদায়
ইদানিং প্রেম আর বিপ্লব বড় আসহায়

আমার লোমকূপ গুলো অলস হয়ে গেছে

কালো কবিতা-৩৮



খুব রাত্রে কিছু শিশির ফিরে এসেছিলো
আবার কুয়াশা হতে চায়
ঘাস গুলো নাকি সর্বভুক ছিলো ...
যা খুশি তাই খায়

সকালে সূর্য ঘাস ফুল হয়ে-ই জন্মেছিলো
শিশিরের শীতকাল এ পর্যন্তই
এলোমেলো বসন্ত তো আর বিপ্লব নয়

মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা-৩৭



কালো কালো আলো গুলো অদ্ভুত
বিরুদ্ধ বসন্ত চেপে ধরে নির্বোধ রাতের পাজর
লজ্জিত সূর্যের ছায়া আর অর্ধেক পূর্ণিমা

বিষণ্ণ মৃত্যুর চেয়েও কুৎসিত আর নির্লজ্জ উন্মাদনা
মানুষের মানচিত্র ভেঙ্গেচুরে

আসহায় আধার কি প্রতিবাদ জানে