রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

কালো কবিতা - ৭৮


তোমার জন্যে কবিতাগুলো লিখতে গিয়েও লেখা হয়নি !
সে এক অসমাপ্ত সরল প্রেম, দুঃখ আর বেদনার নামে
যে চোখ মেলেছিলো পাখির মত ডানা ... একদা বুজেছিলো ঘুমের মতন!
আশে পাশের তোমার ছায়া গুলো ... দুঃস্বপ্নের মতন ...
আমি কেবল পালিয়ে বেড়াই ... কবিতার যন্ত্রনায়
সে এক অসমাপ্ত প্রেমের জ্বালায়;
দুঃখ আর বেদনার নামে যে কবিতাগুলো তোমার জন্যে
যে কবিতাগুলো লিখতে গিয়েও লেখা হয়নি!

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫

কালো কবিতা- ৭৬


দেখেছো; ছাই হয়ে গেছি
ঝলসানো যাপনের কিছু কিছু ফানুস ঐ দেখো উড়ছে বিলাসী বাতাসে
জ্বলন্ত শুন্যের চোখ যত খানি পেড়েছে খেয়ে নিয়েছে আমাকে 
এই দেখো এঁটো হয়ে গেছি ...
তবুও হায় ... কি দুর্বার বেঁচে বর্তে আছি!!!

কালো কবিতা- ৭৫

একবার হাত ধরে আমাকে উপলব্ধি করো
একবার চোখের দিকে তাকিয়ে; বিবর্নতায় 
যতটা সবুজ প্রান্তর দূর থেকে মনে হয়; কাছে এলে ধুসর
তারচেয়েও বেশী; সাদামাটা কষ্টের দায় এখোনো হয়নি শোধ!
শুধু এই খানেই আমাদের বিরোধ!!!

সোমবার, ২৭ জুলাই, ২০১৫

যে কথা গুলো তোমাকে বলার আগেই শেষ হয়ে যায়...

যে কথা গুলো তোমাকে বলার আগেই শেষ হয়ে যায়...
সারাদিন সেগুলো গুছিয়ে গুছিয়ে লুকিয়ে রাখি
তাঁরপর সেগুলো তোমাকে বলার জন্যে ...
একযুগ দুপুর পেরিয়ে, বিশৃঙ্খল বিকেল; ভুল করা চায়ের কাপ এবং 
ব্যাকুল সন্ধ্যা মাথায় হুটকরে নেমে যায় রাত্র, প্রতিদিন আরো আরো গভীর
যতবার বলতে গিয়েছি ... তাঁর আগেই
সে কথা গুলো শেষ হয়ে যায়...