সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

বনী ইসরাইল



হিব্রু ভাষাতেও কবিতা লেখা হয়েছিল
হিব্রু ভাষাতেও মানুষ এর প্রতিশব্দ ছিল
হিব্রু ভাষাতেও পিতার স্নেহের প্রকাশ ছিল মায়ের মমতা
এবং প্রেম আর দুরন্ত যৌবনের গান

হিব্রু কবিতা এখন খুন করে নির্দ্বিধায়
হিব্রুতে মানুষের সংজ্ঞা এখন অচেনা পশুর মত

রবিবার, ১৮ নভেম্বর, ২০১২

তুমি- ৩২

আমার জল পাত্রে বিষণ্ণ অশ্রু ঢেলে 
এক উদাস বর্ষা সজিয়ে দিলে
এখন বৃষ্টির জল কোথায় রাখি 


এ হৃদয় অনন্ত পাথার কতকাল থেকেই

শনিবার, ১৭ নভেম্বর, ২০১২

প্যালেস্টাইন

আমার দুঃখ হয় না তোমাদের গল্প শুনে
তুমি চিৎকার করে বল এটা কোন গল্প নয়
তবু আমি তো শুনছি গল্পের মত করেই
অথচ ইস্রাইলের প্রতি আমার কিছু ঘৃণা আছে উত্তরাধীকারিক
আমার সবুজ পাসপোর্টেও সেটা লেখা আছে
এখানে তোমাদের মৃত্যু আমার দুমুঠো ভাতের সমান্তরাল নয়





শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১২

কালো কবিতা ৩০

উত্তর গুলো অপেক্ষাকৃত সহজ প্রশ্ন গুলোর থেকে
ঠিক যেমনটা তুমি চেয়েছিলে
সার্কাসের সং দের মত হতেই চেয়েছি
কিংবা নদীর কিনারায় স্যাঁতস্যাঁতে বালিয়াড়ি
কি নিপুন সমাধান চাঁদ আর প্রেমে 

ইদানিং সহজ সহজ প্রশ্ন গুলো
দ্বিধাগ্রস্থ ভগ্নাংশের উত্তরে বিদ্ধস্ত আমাদের জীবন জাপন গুলো

সোমবার, ১২ নভেম্বর, ২০১২

কালো কবিতা-২৯



আদতে এই অন্ধকারও মশগুল হয়ে আছে
যেমনটা আসক্ত মাতালের চোখ ও তার বিবিধ ঘোর
দুঃখ ছিল কতেক রাতারাতি ভোর
আমাদের দৃষ্টির ধাধা কেবল আটকে গেছে
অপ্রস্তত নীলিমায়
আদতে এই অন্ধকারও মশগুল হয়ে আছে

আমাদের নেশা গ্রস্থ চোখ
দিগন্তে তাকানো ভুলে গেছে
সেখানে
প্রতিদিন অযথাই সূর্য উঠে

বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২

তুমি - ৩১

তোমার অস্বস্তির পেছনের কারন খুঁজে পাচ্ছোনা 
এবং এটা অমাবস্যার রাতও নয়
অথবা আকাশ বিশ্বাসঘাতক হয়নি মেঘের উৎসাহে
এটা আলোকিত এবং তোমার-ই উপযুক্ত
এখানে চুম্বনে বাধা নেই কিংবা নগ্ন হতে
কাম সুত্রের সমস্ত বিশেষণ এখানে সাবলিল
এবং প্রত্যাশিত পৌরুষ তোমার সহচর
আর প্রতিবার তোমার তৃপ্ত স্নানে মশগুল মধু সরোবর

অথচ
তুমি অসহায় হৃদয় নিয়ে জ্বলে যাচ্ছো অবিরত
আথবা হয়তো আমার কাছেই তোমার সমুদ্র ছিল

প্রেমিক- ৩৩



আর কোন রিদয় দেখবোনা খুলে
প্রেম থাকলে থাকুক ঝুলে কিংবা উদাস চুলে
আর কোন বিশেষন নেই ফুলে
যেই বেদনা জ্বালিয়ে গেলো রিদয়  
বাস করে যাই সেই বেদনার ভুলে

আহা
প্রেম যে আমার আধারের অনুকুলে



(একটু প্রাচীন ধাঁচে লেখার চেষ্টা/ আধুনিক আর উত্তরাধুনিক তো কম হচ্ছে না কি বলেন সবাই ?)

মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১২

কালো কবিতা -২৮



যে কবিতা গুলো শেষ হয়ে গেছে
আমি বার বার সেগুলই লেখি
যে ফুলের গন্ধ শুকিয়ে গেছে
আমি সেই ফুল দিয়ে অযথাই মালা গাথি

বিষণ্ণ বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে গেছে
অথবা সূর্যটাই কালো হয়ে গেছে

শুক্রবার, ২ নভেম্বর, ২০১২

কালো কবিতা -২৭


সতের বছর দেখতে দেখতে কেটে যাবে
আমার বিগত ২০ বছর কেটেই তো গেল,
আমি জানি তার থেকে ভালোই হবে শীতাতপ যন্ত্রের ভিতর একটা শীত ঘুম।
আমার নরকে গুমোট অন্ধকারের ভিতর এখনও সূর্যের নিষ্ঠুর অভিমান।
তার চেয়ে অনেক সহজ ...  সতের বছর দেখতে দেখতেই কেটে যাবে
যেহেতু তোমার কিছু ভুল ছিল সাজার ওজনে
আথচ আমি নিষ্পাপ


অভিশাপ গুলো নিষ্পাপীদের জন্যে
বিপ্লব গুলো আজ অপরাধীর শয্যা সঙ্গিনী
বিপ্লবিরা পরিত্যাক্ত বীর্যের মত পাপ হয়ে ঘুরে ফেরে ডাস্টবিনে ফেলে দেয়া কনডমে কনডমে