সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২

কালো কবিতা-৩৬


কাকতারুয়া হতে পেরে আমি অনন্দিত
খুব কালো কালো সকাল দেখে ক্লান্ত হইনা
আমি যাযাবর নই
বিস্তর স্থির আমি ইশ্বরের মত
আমি আনন্দিত, আহা আনন্দ .........

একটা রুগ্ন অন্ধকার
দাড়িয়ে থাকবে সবুজ বিপ্লবে
তার পর কোন দিন রাত আসবে না

শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১২

কালো কবিতা- ৩৫



আমার শুন্যতা ভালো আছে
আমার পূর্ণতা উড়ে গেছে বিকেল হয়ে
একটা সাদা বক তার ধারালো ঠোট চুম্বন বিলাপে
একটা সাদা বক সাদাই থেকেছিলো আকাশে উড়েও

কোন এক একলা বিকেলে
ঝরে যাবে আমার ভালো থাকা কালো মেঘ থেকে বেড়িয়ে

শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১২

কালো কবিতা-৩৪

আগুন পুড়ে গেছে আর জল গেছে ভিজে
সেই ব্যথা নিয়ে বিলুপ্ত ঘাসের শিশির
আজকাল জমাট বাতাসে বরফের ছাই

বিমূর্ত চাঁদ হাহুতশ করে
কোত্থাও কি একটু কুয়াশা নাই

শীতার্ত পূর্ণিমা কালো হয়ে গেছে

তুমি-৩৪



এখোনো আসোনি তুমি
এই ভেবে দুয়ার খুলে রেখেছি এতো কাল
কত শীত
এসেছিল ঝড়ের সঙ্গী হয়ে
ফাগুন আর বৃষ্টিতে এলোমেলো ঋতুকাল

আচেনা বর্ষণ গুলো ফিরে গেছো তুমি হয়ে
কে জানে ফিরে গেছো তুমি কতকাল ধরে

প্রেমিক-৩৯



এখন কথা নয়
এখন শুধু প্রেমান্ধের মতো বেচে থাকবো
এখন কোনো ফুলের গন্ধ নয়
এখন শুধু চিৎকার করে তোমার গন্ধ শুকবো

প্রেমিক-৪৩



এরকম প্রতিক্ষার পরে
আর যত টুকু মনে পড়ে
এরকম আশ্রু
এরকম সময়ের ভুল
অবিরাম নষ্ট বকুল

কেউ আসবে না
ফিরে যাবে সে ও প্রেমিকের মত
অথবা প্রেমিক হয়ে

প্রেমিক-৪২



ঢেউ ছাড়া সমুদ্র হয় না কে বলেছে
এই দেখো একটুও ঢেউ নেই
দেখো , হাত দিয়ে ছুঁয়ে দেখো হৃদয়

একটা শীতার্ত প্রেম জমে জমে সমুদ্র হয়েছে

বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১২

কালো কবিতা - ৩৩



প্রেমের আকারের কিছু স্ফুলিঙ্গ ছিটিয়ে ছিটিয়ে কবেই ক্লান্ত হয়ে গেছো
ভুলে গেছো যে শুন্যতা ছড়িয়েছিলে
সেখানে আগুন লেগেছে
প্রেম পোড়া বাতাসে

উত্তপ্ত নিঃশ্বাস গুলো আদতে ছাই ছিলো
 

তুমি- ৩৩



এখোনো কিছু কথা রেখেই দিয়েছি তোমার জন্যে
তবু শুনতে হবে না
এই ভাবে জমে থাক হৃদয়ের বরফ
কিছু উত্তাপ ধার করে নেবো বেদনার কাছ থেকে

কিছু কথা থেকে-ই যাবে চিরকাল তোমার জন্যে

প্রেমিক-৪১



আমার ব্যথা গুল-ই তোমার জন্যে প্রেম
সর্বনাশ হয়ে যাবে অশ্রু গুলো
আমি তো আর সব কিছু লুকোতে জানিনা

সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১২

পুরুষ



একদা মানুষ ছিলো সে
এখনো সেই গন্ধ আমি খুঁজি উদ্ভ্রান্ত পোশাকে
চুম্বন তুলে দিয়েছি বিমর্ষ থাবায়
আরো খুঁজে খুঁজে গেছি লোমশ গ্রিবায়
কখোনো কি মানুষ ছিলো সে?


শুনেছি মানুষ ছিলো সে

রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১২

প্রেমিক-৪০



তোমার পুরুষ গুলো এখন মিথ্যা আবর্তে ঘুরপাক খায়
এখনো তোমার বয়ঃস্বন্ধি কালের স্রোত
এইবার যৌবন খুলে বিষাক্ত ফাল্গুন মেলো ধরো
আমিও প্রেমিক হয়ে মিথ্যে হয়ে যাবো ...

শনিবার, ২২ ডিসেম্বর, ২০১২

ভুল কাব্য



আমার ভুল তোমার ভুলের মতো নয়
আমার ভুলে কোনো পাপ পুণ্য নেই
আমার ভুলের হাহুতাশ গুলো প্রেম
তোমার ভুলের ব্যথায় ব্যথায় জমে ...............

আমার ভুলে চক্ষু অন্ধকার
তোমার ভুলের বিজয় সুনিশ্চিত
আমি কেবল ভুলের ঘোরে ভাসি
একাকার ওই তোমার ভুলের হাসি

ভুলের মায়া ভুল ব্যথাতে ভুলুক
তোমার আমার ভুল বাতাসের দুঃখ

শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১২

প্রেমিক- ৩৮



আশাহত রোদ্দুর দেখছি
দেখেছি আহত সমুদ্দুর
হাতের আঙ্গুল ছুঁয়েছিল শুকনো পাতার আগুন
কোথাও কবিতারা ভেসে গেছে কাগজের নৌকা হয়ে
বিষণ্ণ বৃষ্টি আর তোমাদের জলাধারে

তারপর ও পাল তুলে উড়ি
বিজিত নাবিক হয়ে

ব্যাথা - ২

একটা দ্রুতগামি স্বপ্নের সাথে ধাক্কা খেয়েছি
এখন ঘুমতে গেলেই শরীর ব্যাথা করে

বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১২

প্রেমিক-৩৭



কিছু গুছিয়ে বলার মত প্রেমিক ছিলাম না কেবল
রাত ভরা স্বপ্নঘোর গুলো নিঃস্বার্থ মতন
জানালার কাঁচে শিশির জমেছে ওই পাশে
বিষণ্ণ শীতকাল  ডাক দিয়ে যায় আজন্ম বিরহ সকাল

আজ কিছু এলোমেলো কথা ছিল তোমার জন্যে
কাচের ওই পাশে শিশির আস্তর পেরিয়ে আমাদের অচেনা আগামী কাল

রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

বিপ্লবি-৩৮



যে কোন ভাষায় কবিতা হতে পারে
রক্তের লাল রঙ সকল ভাষাতেই সমান রঙ্গিন
আগুনের উষ্ণতা মেপে যাও যে ভাষাতেই
আমি সেই ভাষাতেও বিদ্রহো লিখতে জানি
আমার মিছিলের মৌন সহযাত্রীরা
দুর্বোধ্য করে দেবে উত্তাপ
এবং তোমার প্রতিক্ষায় থেকে যাবে আরো কিছু অভিশাপ

সদ্য জন্ম নেয়া নবজাতকের কান্নার ভাষায়
খিল খিল করে হেসে উঠে বিপ্লব 

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

বিপ্লবি-৩৭


একটা অশ্রুবিন্দু অনেক কিছু জানে
এরা সত্যের ভিতর প্রবাহিত হয়েছিল
যখন দৃষ্টি নিয়েছিল মিথ্যের আশ্রয়
বিপ্লবি অশ্রু ঝরে গিয়েছিল

মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২

প্রেমিক-৩৬

জ্বলে উঠা যৌবন লেলিয়ে দিয়েছি তোমার ঠোঁটে
এবং পৌরুষ মেলেছি উত্তাল দৃষ্টিতে
পৃথিবীর সমস্ত প্রেম দিয়ে তোমাকে সজিয়ে দেবো
পৃথিবীর এক মাত্র প্রেমিক হয়ে

প্রেমিক -৩৫




এরকম বিশ্বাস থেকে বিশ্বাসে খেলিনি আর
এরকম দূরবর্তী চুম্বনে তোমাকে জ্বালিয়ে দিয়ে
নিকটবর্তী করবো প্রেম
এরকম শীতকাল শুধু একান্তে একাকার হলে
পরাজয় গুলো আপন ধর্ম ভুলে যাবে

এই নাও সেই গর্বিত পরাজয় তোমায় দিলাম

প্রেমিক- ৩৪


এই ভাবে আমি এলোমেলো হয়ে যাবো
স্বপ্ন বোনার পর্যাপ্ত সুতা নেই
বিষণ্ণ আকাশে  উড়ে গেছে কার্পাস তুলা
এখন বৃষ্টির ঘ্রান ছড়ানো বসন্ত বাতাসে

পরাজিত প্রেম ঘুরে ফিরে অগোছালো স্বপ্নের হুতাশে

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

কালো কবিতা - ৩২



দেখবো বলে অন্ধকারের শেষ
অন্ধ হয়ে অবাক হয়েছি
মৃত্যু কে-ই কালো ভেবে বসে থাকো বেশ

অথচ
মৃত্যুর চেয়েও বেশি কালো আমাদের যাপন
আর অহেতুক জীবন

শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১২

কালো কবিতা ৩১

দিক ভুলে গেছি আমি
কেবল মৌনতা চাই এখন
থেমে যাওয়া ঝরের মতন
প্রশ্রয় পেয়ে যাওয়া উত্তাপ গুলো এইবার জমে যাক
প্রেম থেমে যাক

আমি বিস্ময় নিয়ে তাকিয়ে থাকবো
প্রাচীন দেবদারুর পাতা গলে বেরিয়ে আসা সূর্যের চোখে


বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১২

বিপ্লবি-৩৬


একটা নিঃশ্বাস আমি আটকে রেখেছি
এবং বুকের যন্ত্রনার মতই বয়ে বেরাচ্ছি
একটা শব্দ উঃচ্চারন করিনি এখনো
মরুভূমির ক্যাকটাসের মত লালন করছি
একটা স্বপ্ন বিস্ফোরণ দেখবো বলে
বহুকাল থেকে আমি ঘুমাইনা