মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

কালো কবিতা- ৬৬


অযথা বৃত্ত এঁকেছিলেন ইশ্বর 
সীমানার চারপাশে কাটাতার

অভ্যস্ত হয়ে গেছি অসভ্যতায়
এই দ্যখো মানুষ হয়ে গেছি !

সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৩

প্রেমিক-৫৪



এই কাল বসন্ত নয়; ভুল করে মাতাল হয়েছেযে হাওয়া 
প্রেমান্ধ প্রেমিক প্রেম শিখেনি 
তাড়িয়ে তাড়িয়ে বেড়ায় বিষাক্ত সূর্যের ধাওয়া

তোমার জন্যে অন্য কোন কবিতা লিখছে অন্য কোনো কবি

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

প্রেমিক-৫৩



কোন এক বিকেলের দিনে 
অন্তত সেদিন, শুধু মাত্র একটা দিন, আচমকা 
পথে চেয়ে থেকো; ভুলে থাকা প্রেমের 
এর পর ভুলে যেও অনন্ত অবধি

যদি প্রেমিক হতে পারি
সেইদিন বিকেলে এই প্রেম 
ধ্রুপদি হবে 

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

অসুখ



কেনো জানি আমার ঘুম আসেনা 
কিন্তু কোন অনুভূতি নেই 
কোন দুঃখ ভাসেনা ডুবন্ত অন্ধকারে 
মৈথুন ক্লান্ত মানুষের মত সুখহীন পরে থাকি
কেনো জানি আমার ঘুম আসেনা

অনেকদিন কপালে হাত রেখে তার পর মৃদু হেসে
বলো না, কই না তো; জ্বর আসেনি তো!

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩

রাজনিতি-২০১৩



আমার একটা বিশুদ্ধ বিকাল আর আরামদায়ক অন্ধকার ছিলো 
আমার একটা তীব্র কবিতা লেখার কথা ছিলো 

নষ্ট সূর্যের গা থেকে বীভৎস সুগন্ধি ভেসে আসে 
আমি ক্লান্ত! আমি ক্লান্ত এই বিব্রত নিঃশ্বাসে!