সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

সমঝোতা



প্রকাশ হয়ে যাবে অন্ধকার 
চলো তার আগেই লুকিয়ে ফেলি বিশুদ্ধ পাপ 
পরিপাটি নগ্নতা আমাদের গ্রাস করে নেবে 
চলো তার আগেই ভালোবেসে ফেলি

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

বিপ্লবী- ৪৬



যখন সে জেনে গেছে আমি মৃত্যুকে জড়িয়ে ধরে ঘুমাই 
আমার যাপনকে ঘিরে চক্রান্ত করছে ইশ্বর
আর আমি কেবল স্বপ্ন দেখি একটার পর একটা 
রঙচঙা, বেগুনি, গোলাপী! 

ইশ্বর কেবল-ই আমাকে স্বপ্ন ক্লান্ত করে দেয় 
আর আমি বিপ্লবী হতে গিয়ে বারবার পথ ভুলে যাই

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

ছায়া



চলো একটা মৃত্যু খুজি 
খুজতে খুজতে এসো চলে যাই অনেক দূরে 
তার পর ভুলে যাই মৃত্যুর কথা

বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

শিউলি ফুল



একদা বৃষ্টির ফোঁটায় 
যে আশ্রু মিশে গিয়েছিলো 
এই সব এলোমেলো ঘোরে 
বিশ্বাসঘাতক বাতাস
যে গন্ধটা ভুলিয়ে দিয়েছিলো

এসো নিঃশ্বাসে খুঁজে নেই
খেয়ালি শিউলি ফুল

সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

তুমি - ৪৯



যখন শব্দের ভেতর তোমাকে খুজি 
প্রতিটা শব্দ-ই সমুদ্র মনে হয় 
আর আমি অক্লান্ত তরলে ডুবন্ত নাবিক