বুধবার, ৩০ মে, ২০১২

প্রাকৃতিক



মনে হতে পারে অসমাপ্ত করে রেখেছি
মনে হতে পারে আরো ফুল আছে ফাল্গুন উন্মুখে
সেরকম কিছু বসন্ত স্রোতে আমি ভেসে ভাসে যাই

অথচ পেছনের সব শেষ করে করেই
সার্থক হোক তোমাদের স্বার্থের বড়াই

কালো কবিতা-১১



জন্মের দোষে আজন্ম লালন করি রক্তের দায়
আমার অভাগা ঈশ্বর শুধু দেখে যায়

মঙ্গলবার, ২৯ মে, ২০১২

তুমি-২২

সর্বশান্ত মেঘ ঝরে পরে 
সেখানে বৃষ্টির দায় কতটুকু 
যেটুকু হৃদয় ছিল অবিক্রিত 
কেড়ে নিয়ে গেল তোমার অভিশাপ টুকু 

ভেসে যাওয়া বসন্তে কোনো অনুদান রাখনি

শুক্রবার, ২৫ মে, ২০১২

কালো কবিতা -১২



রাতারাতি ডুবে যাচ্ছি
ভাসমান বোধশক্তি অকেজো কাঠের নৌকা
সত্যের গন্ধ মাখা মিথ্যার কুঠারে ক্ষত বিক্ষত

আহাজারি করে লাভ হলো না
সত্য বিভ্রান্ত মিথ্যার-ই প্রতিচ্ছবি

খোজ

প্রতিদিন মৃত্যু আমার কাছে আসে
পায়ের কাছে বসে থাকে
প্রতিবার সত্যকে খোজার সময় আমি তাকে অনুভব করি
চিরস্থায়ী সত্য শুধু মৃত্যু-ই জানে

সোমবার, ২১ মে, ২০১২

বিপ্লবী -১৮


কিছু মাথানত মৃত্যুর দায় নিয়ে নিলাম
আহত দোআশে সপে দেব বিপ্লব
পলাতক প্রেম খুঁজে পাবে দোআশের ঘ্রাণে

বিগত প্রেমিক বিপ্লবী এখন দোআশের টানে

রবিবার, ১৩ মে, ২০১২

মা

আমি একটা শ্বব্দ জানি 
একটা ভাষা একটা মাত্র শ্বব্দ দিয়ে 
এক পৃথিবী অল্প-ই খুব সেই শ্বব্দে 
সেই শ্বব্দ খুব যতনে পুষে রাখি

বুকের ভিতের মাগো শুধু তোমায় ডাকি

শনিবার, ১২ মে, ২০১২

কালো কবিতা-১৩



ব্যার্থ সঞ্চালনে হৃত্পিণ্ড ঋণী রক্তের কাছে
তাই দায় হীন পেশীর বিদ্যুতে
বিপ্লব মরে যাচ্ছে মাথা কুটে

শুক্রবার, ১১ মে, ২০১২

প্রেমিক-২১



তুমি দু:খ বলতে যা বুঝো, ওরকম নয়
তার থেকে বেশি কিছু ভালবাসা বুঝি
তবু সব কিছু প্রেম নয়
দু:খ উড়িয়ে উড়িয়ে ভালবাসা খুজি

অথচ প্রতিবার দু:খরা জয়ী হয়

প্রেমিক-২০




উপেক্ষার দ্বিধায় তোমার সরল রেখায়
প্রকাশিত হব,
তবুও প্রেমিক হব

তুমি-২১



তোমাকে ছুলে নি:শ্বাস বন্ধ হয়ে যেত
তুমি বলেছিলে বুকপকেটে বাতাস ভরে রেখো

বহুকাল জামাতে বুকপকেট লাগাইনা
নিকট মৃত্যুর মত প্রেম বড়ই স্পর্শকাতর

বৃহস্পতিবার, ১০ মে, ২০১২

তুমি-২০




উত্সুক রোদ উকি দিলো পাজর পেরিয়ে
এত উত্তাপে তুমি বেসামাল প্রেম দেখা পাবে
তবে কি আমায় ছুবে ..........

প্রেমিক -১৯




ভেতরে আরো কিছু আগুন ছিল
তোমার পিপাসা ফুরিয়ে গেলো
অসমাপ্ত ফাল্গুনে 
প্রেমিক জ্বেলে দিল কৃষ্ণচূড়া

বুধবার, ৯ মে, ২০১২

বিপ্লবী- ১৭



কিছু আলো অপূর্ণ থাকলে জোনাকির অভিমান ভাঙ্গে
রাত্র আর আধারের যুগল বিলাপে
লজ্জিত চাদ ও নত হও জাকালো জোনাকে

জোনাকির সূর্য অস্তিত্ব রাখেনা
জ্বলিয়ে বাচুক জ্বালিয়ে আগুনের পাখনা

কালো কবিতা-১৪



জবাবের খাতায় কিছু নির্বোধ সমুদ্র লিখেছি
তোমার প্রশ্ন গুলো
সারা রাত আধার একে গেলো ... শূন্য দৃশ্যপটে
উদ্ভ্রান্ত মৃত্যুর কাছাকাছি জীবনের দায় নিয়ে .....

মঙ্গলবার, ৮ মে, ২০১২

যে কথা গুলো ভাঙ্গতে হবে


যে কথা গুলো ভাঙ্গতে হবে
সেগুলো একে একে নরম রাবারের মত হয়ে যাচ্ছে থলথলে
পেচিয়ে যাচ্ছে .... আমার সমস্ত শক্তি এখন অর্থহীন
সুযোগের ব্যবহার করে ফেলা তোমার আদতে
আরো কিছু শ্রবণ ... আমি কেবল পেচিয়ে যাচ্ছি
জালে আটকে পরা মাছের মত
এলোমেলো কবিতার শক্তি ফুরোচ্ছে দ্রুত

কথা গুলো আমাদের বিভ্রান্ত করে
কথা গুলো মানুষের কথার মত এবং প্রথমত নিখাদ শক্ত
কথা গুলো অনুরূপ দর্শনে মহান প্রতিম
অথচ সেগুলো মিথ্যে ... সেগুলো মিথ্যে ?
কথা গুলো ভাঙ্গতে হবে ... ভাঙ্গতে হবেই .....

তর্কের খাতিরে আর তর্ক করবো কত
আমার সমস্ত শক্তি এখন অর্থহীন
এলোমেলো কবিতার শক্তি ফুরোচ্ছে দ্রুত

রবিবার, ৬ মে, ২০১২

প্রেমিক-১৮



কত কিছুই তো তোমার জানার বাইরে থাকে
যেমন, খোপার ফুলের রুগ্ন পরাগ
কিংবা দৃষ্টিক্ষুধার বিক্ষোভে ক্লান্ত যুবকের চোখ


শুধু প্রেমিক জানে
বিবর্ণ প্রতিক্ষার বিপ্লব

প্রেমিক ১৭



এখনো দ্বিধাগ্রস্থ পথিক
আর তোমার সড়কের প্রহরীরা এখনো এসব বলাবলি করে
আমি মহাবীর নই, ভালবাসার শেকল আমারই পায়ে

তোমাকে কি বলে দেবে কেউ
ভালবাসার শেকল আমারই পায়ে
যাযাবর প্রেমিক আমি, প্রতারক সময়ের দায়ে

শনিবার, ৫ মে, ২০১২

প্রেমিক-১৬



অনুভুতিটা ভেতরে আছে
থেকে যাবে মৃত্যু অবধি
তুমি থাক আর নাই থাক
প্রেম করে যাব নিরবধি

প্রেমিক প্রেমিক অনুভুতিটা থেকেই যাবে

বিপ্লবী-১৬

তুমি মানুষত্ব বিক্রি করে জীবন কিনেছ দারুন 
আমি মৃত্যুর দাম দিয়ে মানুষ হয়েছি 
তোমার চোখের ফানুসে বিপ্লব রেখে যাবো এখন 

মৃত্যুর চোখ ফাকি দিয়ে আমার জীবনের ইতিহাস মেপে দেখো 
তোমার তো আবার মৃত্যু হয় যখন তখন 

মানুষ বিপ্লব করে 
মানুষের মৃত্যু হয় না 

বুধবার, ২ মে, ২০১২

বিপ্লবী-১৫



তারপর ও বেচে থাকাই কিছু সহজ সমীকরণ
মৃত্যু এখনো জটিল থেকে জটিলতর
সাহসী নাবিক মূলত ঝড়ের ভয়কবলিত নয়
অথচ তারাহীন রাতে অসহায়
এখনো মৃত্যু মানেই আরো কত কিছু

জীবন যেখানে নির্মম
সেখানে মৃত্যু মূল্যহীন, কোনো সমাধান নয়!

আমি তোমাদের বলি, মৃত্যু কোনো অংক নয়
সুতরাং বিপ্লবে কেন ভয় ?

মঙ্গলবার, ১ মে, ২০১২

বিপ্লবী-১৪

কল কব্জা আওয়াজ তুলতে জানে 
মূক শ্রমিকের উত্পাদিত প্রাণে 
রক্তে তাদের দুরন্ত বিপ্লব 
ঘামের বিজয় নিবির উত্পাদনে