মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

সকাল

একটা দীর্ঘ রাত্রী ছিলো অথবা তুমি ঘুমিয়ে ছিলে
আমি একটা অন্ধ সমুদ্র নিয়ে এলোমেলো
কত ঝড় আর জলোচ্ছ্বাস নিয়ে তোলপাড়
অথবা তুমি ঘুমিয়ে ছিলে

তোমাকে ঘুম থেকে জাগানোর পরে
আমার পাখিদেরও ঘুম ভাঙছে
আর আমার চৌকাঠে শীতার্ত সুর্য্যের স্নিগ্ধ উঁকি ঝুঁকি

তোমাকে ঘুম থেকে জাগানোর পরে
আমার সকাল হয়েছে

মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

প্রেমিক- ৫৭

.
সেখানে একটা সমুদ্র ছিলো জানতাম 
এই ভীর, এই কোলাহল,
এই ভুলে যাওয়া পথঘাট
একদিন আমিও চিনতাম
.
যখন আমি একটা সুবর্ণ সকাল ছিলাম
ব্যাস্ত রৌদ্রজ্জ্বল আকাশের নাটাই খানায়
কি সুঠাম নিয়ন্ত্রন ছিলো
একদিন আমিও তোমাকে উড়াতাম
.
আহা, একদিন
এই তো সেদিন
কোন একদিন
আমি তোমার প্রেমিক ছিলাম ...
.
.