মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

আবহমান

তুমিতো জানোই
একদিন সাম্যবাদও পুরনো হয়ে যাবে,
একদিন গোলাপের রঙ হবে বেগুনি
তুমিতো জানোই
একদিন চিরন্তনও শেষ হয়ে যাবে
অথচ তুমি জানোইনা
আমরা একটা অতীথে বসবাস করছি

একদিন তুমি খুজে পাবে প্রেম, অথচ
তুমিতো জানোই তুমি জানো না
তোমার জন্য আমার এই প্রেম সময়ের মত; আবহমান;
এবং তার কোন মহাকাশ নেই
কিংবা এ এক অনন্ত বর্তমান

বিসুখ


আমাকে যে বিষণ্ণতা গ্রাস করে থাকে;
তুমি জানো; কিংবা জানোই;
হয়তোবা জানোনা; কিংবা জানোই না তাকে;

এ কেমন জানি বিসুখের মত
কত কত বার ভুলে গেছি;
যত শতবার পরে মনে; তারপর থেকে
এ এমন এক মনে পরে থাকা ভুলে যাওয়ার মত!

তুমি জানো, কিংবা জানোই;
হয়তোবা জানোনা; কিংবা জানোইনা তাকে!

শুক্রবার, ৯ মার্চ, ২০১৮

উপাগত

.
সব শেষে যখন চোখে ঘুম চলে আসে;
আমার আসলে ঘুম আসে না; 
এক এক করে এরা আসে আর যায়;
কেউ কেউ চেনা কিংবা কেউ কেউ অচেনা;
সবাই কেবল যার যার পরিচয় দিয়ে যায়;
ঠিক ঘুমিয়ে পরার আগে আমি জানতে পারি,
আসলে এরা কেউ আমার পরিচিত নয়।
.
তারপর আমার ঘুম হয়, ভালো; অনেকটা সুখের;
কারন আমি এদের পরিচয় জানি;
আমি জানি, এরা কেউ আমার পরিচিত নয়।
.
তারপর এক একটা নিষ্পাপ সকালে
যখন আমার পবিত্র ঘুম ভেঙে যায়
কোথাকার জেনো পরিচিত কোলাহলে।

বুধবার, ৭ মার্চ, ২০১৮

অবসান


এরপর একদিন অপেক্ষার অবসান হলো
আমাদের দেখা হলো
তুমি জানলেইনা অথবা আমিও জানলাম না 
কিংবা দুজনের কেওই না
.
কিন্তু বারবার মনে হলো; যাক দেখাতো হয়েই গেলো ...
কেউ জানুক আর নাজানুক
এ জেনো একটা নিরাপরাধবোধ অনুভূতি
.
এরপর একদিন দুজনার উচ্ছ্বাসিত হেটেচলা পথে
যখন আর কেউ কারো পথ চেয়ে নেই
দেখা হলো কিনা হয়ে যাবে; কে জানে
.
এখন আর আমরাতো পরিচিত নই

অপেক্ষা


তারপর একদিন দেখা হবে
কিন্তু কেউ কারো কুশল জানতে চাইবোনা,
যেনো প্রতিদিন আমাদের দেখা হয় প্রতিবেশীদের মত
.
কোন উত্তাপ থাকবেনা
হয়তোবা; দেখা হবে কিন্তু কথাও হবে না
দুজনেই চলে যাবো; না দেখার ভান করে
যেমনটা হয় দুজন ইর্ষাকাতর প্রতিদ্বন্দ্বীর ভিতর
.
দুর্বোধ্য অপরাবোধে আমাদের চোখ
চোখাচোখি হতে আসহায় বোধ করে
অথচ দেখা হবে
দেখা না হওয়ার মত করে