ভাষার কাছে একটু অবহেলিত ছিলাম
তুমিও আমাকে দুর্জন ভেবনা
ভাষা সহায় হলে কবিতা হবে
ভাষার কাছে একটা যৌথ স্বপ্ন চেয়েছিলাম
শ্বব্দ বিমুখ ছিল প্রেমের
তোমার জন্যে কলমের অপেক্ষায় ভাষার অভিমান ভাঙবেই
ভাষা সহায় হলে কবিতা হবে
শ্বব্দের সমর্থনে হবে প্রেম আর
যৌথ স্বপ্ন দেখবো তুমি আর আমি
কিছু ঘ্রাণ রেখে এসেছি চৈতালি দুপুরের ঘরে
তারাতারি না করলে পুরে যাবে , প্রেম গুলো উড়ে উড়ে যাবে
ঠিক কৃষ্ণচুড়ার রঙ্গে যেমনে বিরহ পালায়
দু:খ না দেখালে তুমি আর কি বুঝবে প্রেম
তারও অধিক দু:খ ছিল
অনেক সাধনের প্রেম আমার ফাল্গুনে খাবে
তারা তারি যাও প্রিয় তারা তারি যাও
কৃষ্ণচুড়ার ফুল ফুটে যাবে
প্রেমিকের পথ কালবৈশাখী খুঁজে পাবে
কিছু কাল আরো বৃষ্টি বিমুখ থেকো
শুকনো ফুলের বিলাপে এখনো মৌমাছিদের আনাগোনা
এখনো ধুসর বিকেলের ক্লান্তি নিয়ে ঠান্ডা হওয়ার ঝর স্বপ্ন দেখায়
এখনো কিছু বসন্ত আছে বাকি
তারপর প্রেম থেকে দুরে চলে যাবো পথিক হয়ে
তারপর আকাশের কালো মেঘে আমার প্রতিচ্ছবি একো
তারপর মধ্যরাতের চাদে কলংকের ঘ্রাণ যদি পাও
খানিক বৃষ্টিতে ভিজো
প্রেমিকের ভালবাসা বৃষ্টিতে ছড়ানো থাকে
বৃষ্টিতে ভিজে কতেক ভালবাসিও আমাকে
আমার পাপ থেকে সহজেই তোমাকে নিস্তার দিব না প্রেম গায়ে মেখে কলঙ্কের চাদ ডুবে গেলে আমি ভালবাসা দেখাবো খুলে যে ভালবসা পাপ ছিল কোনো কালে আজও সে পাপ-ই আছে আজও কাশ ফুলে জোসনা লুকালে তাকে তুমি আধার বলো আমার প্রেম থেকে সহজে তোমাকে নিস্তার দিব না আজও আমি প্রেমিক তোমার, আমি পাপী
রাতের এখনো কিছু বাকি আরো কিছু গভীর হতে পারে প্রেম শ্বব্দের ছন্নছাড়া মিলনে কবিতা হলে তুমি প্রেম চুরি করে নিও সেই কবিতার সকালে বিপ্লবে যাবো, সেখানে ব্যথা নিয়ে যাবো চোখ লাল করে জেনে রেখো, প্রেমিকেরাও বিপ্লবী হতে পারে
চামড়ার গদির ভাজে কিছু অনুতাপ জমারেখো
কিছু সুগন্ধি মেখো জিহ্বার চকচকে বিষে
দৃষ্টির সুচালো ফালিতে জং ধরে যাবে একদিন
আমাদের অভিমান গুলো বড় বেশি দাম নিয়ে নিবে
মনে রেখো একদিন বিপ্লব হবেই
আরো কিছু জানুক মৌমাছিরা
আরো কিছু পরাগ বিফলে গেলে আমি প্রকাশিত হবো প্রেমিক হয়ে
তারপর প্রেম দেবো মধুর ও অধিক
তারপরও ফাল্গুন ফুলেরই থেকে যায়
প্রেমিক বুঝে নেয় শুধু অযথাই কাঁটার দায়
তবুও আমি তোমাকে সাজাবো
নষ্ট পরাগ নিয়ে চলে যাবো পথিক হয়ে
তুমি সেই প্রেম দিয়ে বসন্ত সাজিয়ে নিও
একদিন তোমাকে দেখতে যাবো
কিছু কাদামাটি গায়ে মেখে একাকার হবো বর্ষা গীতে
একদিন স্বপ্ন গুলো আবার সবুজ হবে
একদিন অশ্রু লুকাবোনা
তোমার কোলে মাথা রেখে চিত্কার করে কেদে যাবো
একদিন মানুষ হবো পথিক থেকে
একদিন তুমি আমার ঠিকানা হবে
না জানলে সুখ
ইস্কাবনের বিবির অসুখ
তোমার খেলায় মনের জুয়া
আমি হারি যেমন তেমন
আগুন ভরা আমার শূন্য বুক
এইতো দেখো দু:খ
যেমন করে প্রেমিক হলাম
মৌমাছিদের আমন্ত্রণে
ফুল ছুয়েছি কাঁটার দায়ে
ফাগুন তখন ফিরিয়ে নিল মুখ