বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

বিপ্লবী- ৪২


বিষাক্ত নিদ্রা গুলো চিনে রাখো
আর আমার চোখের কোটরে কালি
যে সকাল হয়নি দেখা, চেষ্টা করো তাকে চেনার

সূর্যের কাছে প্রতিকার চেওনা
একটা শুদ্ধ স্বপ্ন দেখতে চাও
অথবা
যদি পারো সূর্য হয়ে যাও

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

বিপ্লবী-৪১



একদিন ডাক দিয়ে চলে যাবো
যে কোনো এক দিন
একটা অযথা দুপুর, খা খা করা রোদ্দুর...... এরপর
কয়েকটা বৃষ্টির ফোঁটা ঝড়ে চলে গেলে যেমনটা

তারপর?
সব কিছু আগের মত?
আগের-ই মত?

কোনো দিন জানবেনা কেউ?
একদিন ডাক দিয়ে চলে গেছে কেউ

বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

কালো কবিতা-৫৫



সমস্ত অন্ধকার এমন ভাবে গিলে ফেলোছো যে,
এখন আর ভাবার সুযোগ নেই কোনো অন্ধকার ছিলো

যেহেতু অন্ধকার নেই কিংবা ছিলো না
তাই আলো বলতে কোনো অনুভুতি নেই

মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

প্রেমিক- ৫০

আজ বৃষ্টি হতে চাইলে আমি কোনো বাধা দেবো না
লুকিয়ে ফেলবো শুকনো আকাশ আর দ্বিধাগ্রস্থ মেঘ 
স্বাধীন করে দিলাম বিশুদ্ধ বাতাসের ঝড়
একদা বৃক্ষ হয়ে যাবো তারপর



মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

কালো কবিতা-৫৪



চাঁদ ছোয়া হলোনা
সূর্যের রোগে পেয়ে বসেছে
যাকিছু ছুই
অর্থহীন আকাশ হয়ে যায়

অথচ চাঁদ ছোয়া হলোনা
আজো আমি জোৎসনা বুঝিনা