দেখেছো; ছাই হয়ে গেছি
ঝলসানো যাপনের কিছু কিছু ফানুস ঐ দেখো উড়ছে বিলাসী বাতাসে
জ্বলন্ত শুন্যের চোখ যত খানি পেড়েছে খেয়ে নিয়েছে আমাকে
এই দেখো এঁটো হয়ে গেছি ...
ঝলসানো যাপনের কিছু কিছু ফানুস ঐ দেখো উড়ছে বিলাসী বাতাসে
জ্বলন্ত শুন্যের চোখ যত খানি পেড়েছে খেয়ে নিয়েছে আমাকে
এই দেখো এঁটো হয়ে গেছি ...
তবুও হায় ... কি দুর্বার বেঁচে বর্তে আছি!!!