শনিবার, ৩০ মার্চ, ২০১৩

ঋণ



চিরন্তন ঋণ করে রেখেছি
এক ফোটা স্পর্শ কিংবা এক পশলা বৃষ্টি
চিরন্তন প্রেম এতোটাই মূল্যহীন হবে জানতোনা প্রেমিক

বৃষ্টির গন্ধ পেলে-ই নিজেকে পলাতক মনে হয়
মনে হয় পালিয়ে বেড়াচ্ছি বহুকাল
আরো পালাতে হবে
দূরে পালাতে হবে বৃষ্টির থেকে

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩

তুমি- ৪৪



তোমাকে ভুলতে গিয়ে এতবার নিজেকে ভুলে ভুলে গেছি যে,
তার পর থেকে
নিজেকে জানতে গিয়ে তোমাকে-ই জেনেছি শুধু

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩

সে



শুন্যতা এমন
বার বার হৃদয়ে খোঁচায়
একবার এসেছিলো যে

বহু দূর চলে গেছে
তবুও শুন্যতা রেখে গেছে সে

সোমবার, ১৮ মার্চ, ২০১৩

আকাশ



মাঝে মাঝে একটা খোলা আকাশ দেখে আমি চমকে তাকাই
আর তখন আমার চোখে আকাশ ঢুকে যায় গলিত পারদের মত
একটা বিশুদ্ধ আকাশ যখন আমার দৃষ্টিকে গ্রাস করে ফেলে
একটা নিখাদ শুন্যতা যখন আমার আশ্রুতে রুপান্তরিত হয়
আমি দৃশ্যত শুধু অদৃশ্য আকাশ দেশি
চমকে যাই তারপরও তাকাই
একটা নিখাদ শুন্যতা শুধু আমার আশ্রুতে রুপান্তরিত হয়

প্রেমিক- ৪৯



প্রশ্রয় পেলে আমার চুম্বন বিপ্লব ঘটিয়ে দেবে

বুধবার, ১৩ মার্চ, ২০১৩

বিপ্লবী-৪০



একবার কয়েকটা রাত জেগে থাকবো এক সাথে
এক সাথে অনুভব করবো দীর্ঘ অন্ধকার গুলো
এর পর মাত্র একটা প্রদীপ জ্বালাবো
আমি শক্তির তারতম্য দেখতে চাই

আজকাল আমি বিপ্লবী হতে চাই

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৩

বিপ্লবী- ৩৯



প্রেমিক পুরুষটি বিপ্লবের খোঁজে বহু দূর চলে গেছে
আজ কোনো শিমুল ফুলের উৎসব হবে না
বসন্ত রাজপথে নেমে গেছে

হে প্রেম .........
আমাকে কি একটা বিপ্লব দেবার সাধ্য ছিলো না?

শুক্রবার, ৮ মার্চ, ২০১৩

কালোকবিতা-৫৩



যথার্থ মানুষ বরাবর খুন হয় অথবা খুনি
এর চেয়ে ভালো হয় যাথারিতি অন্ধকার জড়ো করো তুমি
তার পর খুন হয়ে গেলে কেউ দেখবে না

শুক্রবার, ১ মার্চ, ২০১৩

কালো কবিতা-৫২



মানুষের রক্ত লাল !!!
আমি হলুদ রক্তের লাশ গুলো মাড়িয়ে যাচ্ছি
সম্ভ্যবত বিষাক্ত সাপের বিষের রঙ হলুদ হয়

তার আগে কে বা কাহারা আমার চশমার কাঁচে
হলুদ রঙের প্রলেপ মেখে দিয়ে দিয়েছিলো