সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

তুমি-১৯




আমার দুরন্ত বেলাগুলো মৌমাছি হয়েছিল
তুমি কি ফুল ছিলে
মধুর মোড়কে কি ভিশন বিষ দিয়েছিলে

সেই বিষে আজও আমি মরে যাই
মরে যাই
আমাদের চারপাশটা অন্ধকার ফাল্গুনে বোঝাই

রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

বিপ্লবী -১৩



প্রজাপতি পাখাতেও বিপ্লব রচনা করে
অথচ বিপ্লব তোমার অশ্রুতে অশ্রুতে ঝরে
যে বিপ্লব প্রজাপতি জানে
সে বিপ্লব তুমি কেন জানো না

নষ্ট ফুলের পরাগে আমাদের বিপ্লবের ঠিকানা

বিপ্লবী-১২



আমি আমার মৃত্যু নিয়ে বিভ্রান্ত নই
তাই যখন ক্ষুধার্ত হই, মৃত্যুকেই বের করে করে খাই
সুতরাং তুমি পরাজিত হবে
মৃত্যু ও ক্ষুধার যৌথ বিপ্লবে


শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১২

বিপ্লবী ১১

আমদের বিপ্লব এখন গণিকার চোখের ভিতর 
আমি সেই অশ্রুর অপেক্ষায়

বিপ্লবী-১০



জোনাকির মৃত শরীরে ধানের গন্ধ ছিল
এখনো বিপ্লব অবিরত জ্বলে আর নিভে
প্রমানিত হলো
বিপ্লবী জোনাকিরা কৃষক ছিল

এখনো বিপ্লব অবিরত জ্বলে আর নিভে

মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২

বিপ্লবী-৯



পরিচিত হোক রক্তের অনু পরমানু
তিতকুটে লবনের স্বদে কিছু নতজানু গুলো
এই বার কিছু গোলাপের ঘ্রাণ দায় শোধাবে
এই বার বিপ্লব হোক লোহিত লবনে

বিপ্লবী-৮



আকাশ পেয়েছি কিছু উত্তরাধিকারে
কিছু বাতাস জন্মে সেখানে
মাঝে মাঝে সূর্য আর কিছু জোনাকি বেড়াতে আসে

খুব লোভ হলে উকি ঝুকি দিও
বিপ্লব জমা হবে উদাস হুতাশে তারপর
কিছু ঝর কেড়ে নিও বৈশাখ মাসে

বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১২

বিপ্লবী -৭


বিপ্লবী -৭

ভেতরে সে আছে
কিছু সবুজ আর কিছু অমৃত আগুন নিয়ে
ভেতরে ভেতরে

কাছাকাছি স্বপ্নের ঢেউ
দুলিয়ে ভুলিয়ে
কিছু অশ্রুর সাহসে আমি খুব মৃদু
মৃদু থেকে মৃদুতর ডাকি

ভেতরে ভেতরে সারা দিচ্ছে কেউ
আমি জানি

দেখেনিও ঝর হবে অভিমানী

বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

তুমি-১৮



ভেতরে কিছু পুড়ে গেল
সেখানে একটা নদী ছিল আর অযথাই কিছু ঝর বাসা বেধেছিল
সব পুড়ে গেল

পলকের বার্নিশ করা উদ্দাম আগুন
কিছু রাত বাকি ছিল সেও অযথাই
সব খেয়ে নিল
রাক্ষসী সব খেয নিল

ভালবাসা আহত পাখির ডানায়
ভর করে অজানায় চলে যায়

তুমি দারুন সাজতে জানো।।

প্রেমিক ১৫


কিছু তোলপার তোমাকে পুড়িয়েই যাবে
কিছু তোলপার অবশেষে ছাই জড়ো হবে
তেমন কিছু মেরুন রঙের ছাই ছিটিয়ে যাব প্রেম বিলাপে
কিছু সুখ নিয়ে নিতে পারো সেই পরাজিত গোলাপে
সবই তোমার জন্যে শুরু
সবই তোমাকে নিয়েই শুরু

প্রেমিকের তোলপার আজীবন বেচে রবে

মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২

যেহেতু মৃত্যু আছে



আমি এক থোকা কৃষ্ণচূড়া ঘিরে
কিছু কিছু মৃত্যুকে ভোগ করি
খুব বিবর্ণ তুমি আর আমি, খুব রঙ চঙে অশ্রু ঝরাই
শুধু করজোড় আর করতালি করে বেচে থাকে
বিষন্ন সমাজ

যেহেতু মৃত্যু আছে
অযথাই ভুল গুলো বেচে থাকে

শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২

কালো কবিতা-১৫



মুখ ভরে থুতু আসে
ডাক্তার বলেন রোগ হয়েছে ... তুমি অসুস্থ
আমি থুতু গিলে ফেলি ...... বমি বমি আসে তবুও

আমি থুতু গিলে ফেলি ........
আমি প্রমান করি আমি ঠিক আছি ..খুব ঠিক আছি

বাবুল নকরেক কে উত্সর্গ করলাম 

মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

শনিবার, ৭ এপ্রিল, ২০১২

কালো কবিতা-১৭


সূর্যের কথা বলতে গিয়ে বার আধার কেই টেনে অনি
আধার বিলাসের সুখ বন্টন করি চোখ হতে চোখে .....সমস্ত আলো অবধি
তীব্র ক্লান্তির প্রশান্তি নিয়ে ফিরে যাই আবার আধারে

তুমি ভালো থেকো আলোকিত শহরে

শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২

বিব্রত পলাশ



চাকার নিচে পিষে গেলে পলাশ
চালকের ঘাম থেকে দাম নিয়ে নেবো
চোখের পলাশে পলাশে
আজকাল বর্ষারা বাসা বাধে

যুগল যাত্রীর এক মুঠো পলাশ ফুল
ঘামের গন্ধে হা-হুতাশ করে