শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

কালো কবিতা- ৬৮



আরো একটা কলংক হয়ে গেলো 
নির্বোধ সকালে; তুমি জেগে ওঠার আগেই

বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩

জোনাকির বাসা



নষ্ট আলোর নেশায়
পথ হারানো জোনাকির দল 
এক খণ্ড চাঁদ খুঁজে পেয়েছিলো 

একরাত বিদিশায়
দিশেহারা পরাজয় গুলো জেনে গেলো
নির্লিপ্ত আলো থেকে কালো-ই ভালো

আজকাল বিষণ্ণ অন্ধকার ঘেরা থাকে
জোনাকির বাসা গুলো

কালো কবিতা- ৬৭



উত্তাপ হারিয়ে যে আলো টুকু সম্ভ্রান্ত হয়েছিলো
দ্বিধাগ্রস্ত হয়ে এখোনো জ্বলে উঠে 
ভেসে ভেসে হাহুতাস 

বিষণ্ণ জোনাকির বাসায় আমাদের বসবাস

শনিবার, ২ নভেম্বর, ২০১৩

তুমি- ৫০



যেখানেই আমি যাই 
তুমি বিছিয়ে রেখেছো পুড়ে যাওয়া রোদের ছাই

প্রেমিক-৫৫


এমন প্রখর দিব্যদৃষ্টি দিয়ে তুমি সব কিছু দেখে ফেলো 
তোমাকে নির্বোধ অনুসরণ ছাড়া আমি অন্ধ হয়ে যাই 
তোমাকে ঈশ্বরী সাজাই এই ভেবে ইশ্বর হয়ে যাই 

যাযাবর প্রেমিক সংসারী হয়ে গিয়ে দেখি 
আমার কোথাও যাওয়ার নাই ......

সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

সমঝোতা



প্রকাশ হয়ে যাবে অন্ধকার 
চলো তার আগেই লুকিয়ে ফেলি বিশুদ্ধ পাপ 
পরিপাটি নগ্নতা আমাদের গ্রাস করে নেবে 
চলো তার আগেই ভালোবেসে ফেলি

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

বিপ্লবী- ৪৬



যখন সে জেনে গেছে আমি মৃত্যুকে জড়িয়ে ধরে ঘুমাই 
আমার যাপনকে ঘিরে চক্রান্ত করছে ইশ্বর
আর আমি কেবল স্বপ্ন দেখি একটার পর একটা 
রঙচঙা, বেগুনি, গোলাপী! 

ইশ্বর কেবল-ই আমাকে স্বপ্ন ক্লান্ত করে দেয় 
আর আমি বিপ্লবী হতে গিয়ে বারবার পথ ভুলে যাই

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

ছায়া



চলো একটা মৃত্যু খুজি 
খুজতে খুজতে এসো চলে যাই অনেক দূরে 
তার পর ভুলে যাই মৃত্যুর কথা

বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

শিউলি ফুল



একদা বৃষ্টির ফোঁটায় 
যে আশ্রু মিশে গিয়েছিলো 
এই সব এলোমেলো ঘোরে 
বিশ্বাসঘাতক বাতাস
যে গন্ধটা ভুলিয়ে দিয়েছিলো

এসো নিঃশ্বাসে খুঁজে নেই
খেয়ালি শিউলি ফুল

সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

তুমি - ৪৯



যখন শব্দের ভেতর তোমাকে খুজি 
প্রতিটা শব্দ-ই সমুদ্র মনে হয় 
আর আমি অক্লান্ত তরলে ডুবন্ত নাবিক

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

কালো কবিতা- ৬৬


অযথা বৃত্ত এঁকেছিলেন ইশ্বর 
সীমানার চারপাশে কাটাতার

অভ্যস্ত হয়ে গেছি অসভ্যতায়
এই দ্যখো মানুষ হয়ে গেছি !

সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৩

প্রেমিক-৫৪



এই কাল বসন্ত নয়; ভুল করে মাতাল হয়েছেযে হাওয়া 
প্রেমান্ধ প্রেমিক প্রেম শিখেনি 
তাড়িয়ে তাড়িয়ে বেড়ায় বিষাক্ত সূর্যের ধাওয়া

তোমার জন্যে অন্য কোন কবিতা লিখছে অন্য কোনো কবি

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

প্রেমিক-৫৩



কোন এক বিকেলের দিনে 
অন্তত সেদিন, শুধু মাত্র একটা দিন, আচমকা 
পথে চেয়ে থেকো; ভুলে থাকা প্রেমের 
এর পর ভুলে যেও অনন্ত অবধি

যদি প্রেমিক হতে পারি
সেইদিন বিকেলে এই প্রেম 
ধ্রুপদি হবে 

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

অসুখ



কেনো জানি আমার ঘুম আসেনা 
কিন্তু কোন অনুভূতি নেই 
কোন দুঃখ ভাসেনা ডুবন্ত অন্ধকারে 
মৈথুন ক্লান্ত মানুষের মত সুখহীন পরে থাকি
কেনো জানি আমার ঘুম আসেনা

অনেকদিন কপালে হাত রেখে তার পর মৃদু হেসে
বলো না, কই না তো; জ্বর আসেনি তো!

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩

রাজনিতি-২০১৩



আমার একটা বিশুদ্ধ বিকাল আর আরামদায়ক অন্ধকার ছিলো 
আমার একটা তীব্র কবিতা লেখার কথা ছিলো 

নষ্ট সূর্যের গা থেকে বীভৎস সুগন্ধি ভেসে আসে 
আমি ক্লান্ত! আমি ক্লান্ত এই বিব্রত নিঃশ্বাসে!

শনিবার, ২৪ আগস্ট, ২০১৩

কালো কবিতা- ৬৫



মৃত্যু আমার বুকের উপর শুয়ে ছিলো কিছুক্ষণ
তরতাজা রক্তের ঘ্রান বেদনা কাতর
আরো বেশী কাতর সোডিয়াম অন্ধকার

মুক্তি পেয়েছিলো; অচেনা যুবক চোর
আমার চার পাশ ঘিরে ওড়াউড়ি করে
মৃত্যুর চেয়েও কালো; এক মহৎ অন্ধকার

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে।



একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে
আমি সারাদিন খুজেছি 
একবার বৃষ্টিতে ভিজে আবার বিপ্লবী মিছিলে 
সারাদিন খুঁজেছি কদম তলার উজানে 
টিয়া পাখী উড়ে গেছে সেখানেও 
মাছের বাজারে খুঁজেছি, কাচা মাছের গন্ধ এখোনো গায়ে 
কালো পাড়ার চোরা গলি তন্ন তন্ন করে 
বুড়িগঙ্গার ঘোলা জলে দুফোঁটা অশ্রু ফেলেছি 
৩২ তলা সিঁড়ি বেয়ে অফিসের ছাঁদে উঠে
হাপিয়ে হাপিয়ে খুঁজেছি
মধুমতি সিনেমা হলে, ৮নম্বার যাত্রাবাড়ীর লোকালে
খুজে খুজে শহর ছেড়ে গ্রামে; মদিনাদের উঠানে
নওপাড়া পদ্মার পারেও তুমি ছিলে না

একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে
সেদিন আর কোন কবি কবিতা লিখতে পারেনি

বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

প্রেমিক-৫২



এলোমেলো প্রেম ছিটিয়ে প্রতারক সূর্যটা দুপুর ডেকে আনে

আমার আহত ক্ষুধা বিব্রত উত্তাপ খেতে চায়
ফিরে আসা সন্ধ্যার সুখ তোমাতেই পরাজিত হয়
প্রতিবার প্রেয়সী আমার; অন্ধকার বর দিয়ে যায়
যতবার সূর্যটা প্রতারণা করে যায়

প্রেমিক-৫১



এই রাত শেষ রাত বিশুদ্ধ প্রেমের মত!!! 

নষ্ট চাঁদের খোঁজে আজন্ম আঁধার আমার 
দূষিত গোলাপ দিয়ে অভিসার সাজিয়েছো 
সব কিছু শেষ হয়ে গেলো; সূর্যটা লজ্জিত!

সোমবার, ১২ আগস্ট, ২০১৩

চক্রান্তি



সারাদিন সূর্যের বিরুদ্ধে চক্রান্ত করি 
দুপুর গুলো প্রবল প্রতিপক্ষ 
বিকেলের জয় তোমাকে উৎসর্গ করে 
উদযাপন করি সন্ধ্যা বেলা 

অন্ধকারগুলো আমাকে স্বপ্ন দেখায় ! 
সেই স্বপ্ন দেখায় !!!

অভিসার



একটা নির্লজ্জ আকাশ আমার দিকে চেয়ে থাকে 
বীভৎস সূর্যের চোখ গুলো তীব্র দুপুর 
সব কিছু সয়ে গেছে সেই কবে থেকে 
নির্ভীক লাল চোখ 

আর যদি এসেই গেছো অন্ধকার জড়িয়ে 
একমুঠো তারা ছড়িয়ে ছিটিয়ে দেবো ভালোবেসে !
জানি তবু নির্লজ্জের মত সূর্য হয়ে যাবে.........

শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

সব কিছু নেহায়েত ব্যর্থ নয়



যে কাদামাটি পাথর হয়ে গেছে
কোথাও বা পোড়া ইট
অথচ আশ্চর্য শীতল

সব কিছু নেহায়েত ব্যর্থ নয়
রুগ্ন আঙ্গুলের ভাঁজে একটানা উত্তাপ
হয়তোবা স্বপ্নও লিখতে জানে


বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

ঝরা ডাল পালা



ঝরা ডাল পালা শোকের শক্তি খুজে

মেঘ ছুয়ে যাওয়া প্রেম বিসর্জন দিয়ে
উড়ে চলা যুবক এই বার ঝড় হয়ে যাবে

ঝরা ডাল পালা শুধু শোকের শক্তি খুজে!!!
সে কি আর আগুনের ইতিহাস জানে ???

শনিবার, ২০ জুলাই, ২০১৩

বিপ্লবী- ৪৫



আমি খুব বোধগম্য মানুষ
সবাই খুব সহজেই আমাকে বুঝে ফেলে
আমাকে কথাও বলতে হয় না
এমন কি হাতও নাড়ি না
আমার চোখ খুব-ই সাস্থ্যবান কিনা জানি না
সেটাও কোনো প্রভাব ফেলেনা
সবাই সব কিছু বুঝে ফেলে

আর তাই আমি হাটতে পারিনা
আমার পদক্ষেপের আগেই সবাই সরে পরে
কোনো কিছু মাড়িয়ে দিতে পারিনা
সবাই সব কিছু বুঝে ফেলে

ইচ্ছে হয় বিপ্লবী হয়ে যাই
সব কিছু মাড়িয়ে পেছনে চলে যাই

রবিবার, ৭ জুলাই, ২০১৩

কালো কবিতা- ৬৪



আমার খুব সুন্দর একটা অন্ধকার আছে
এবং সম্পূর্ণ গৃহপালিত, এক দম বন্য নয়
জোনাকিরা অভয়ারণ্য মনে করে
সেখানে স্বপ্ন দেখা যায়, চিৎকার করা যায়

আমার সবটুকু স্বাধীনতা ওখানে সঞ্চিত আছে

কালো কবিতা- ৬৩



একটা স্বপ্নকে স্বাধীন করে দেবো
সেটা উড়বে, দৌড়বে আর চিৎকার করবে
কিংবা যা খুশি তা

এক রাত্র অন্ধকার খুজেছি
অথচ
সংঘবদ্ধ জ্যোৎস্নায় আক্রান্ত হয়েগেছি

শুক্রবার, ৫ জুলাই, ২০১৩

বিপ্লবী- ৪৪



আমার ক্রোধ গুলো ভাষাহীন থেকে থেকে
নিঃশব্দে কালো কালো অক্ষরে
তারপর কালো কালো শব্দে রুপান্তরি হয়

ইচ্ছে হয়
শব্দ গুলো মুখের উপর ছুড়ে দিয়ে
সব কিছু লন্ড ভন্ড করে দেই

বুধবার, ৩ জুলাই, ২০১৩

তুমি-৪৮



এরকম বৃষ্টি হলো যে, প্রজাপতির ডানা ভিজে গেলো
সমাচার পৌছুতে দেরী হবে গো দেরী হবে
প্রেম মিশে আছে বৃষ্টির জলে
প্রজাপতির ডানায় মিশে গেলো গো মিশে গেলো

প্রতিক্ষায় থেকো রেশমের ফাল্গুনের
যদি ভালোবাসো গো ভালোবাসো

তুমি- ৪৭



একবার হারিয়ে যাওয়া বৃষ্টির খোঁজে
ঢুকে গিয়েছিলাম তোমার চোখের ভিতর
সেখানো সমুদ্র ছিলো
আমি তুলে নিয়েছিলাম দুরন্ত নোনাজল

আজ বিকেলে বৃষ্টি হয়েছিলো
একদা হৃদয়ে একটা বর্ষা কাল ছিলো তোমার জন্যে

আমার অশ্রুকে কেনো এতো স্বাধীন করেছো তুমি?

শুক্রবার, ২৮ জুন, ২০১৩

ভেজা রাতের হাইকু



১.
ঝরে পড়া রাত
ভাঙ্গা জানালার
ভেজা হাহাকার

২.
তুমি তুমি তুমি
গীতি অশ্রুর
বৃষ্টির সুর

৩.
নির্মম রাত
অচেনা বৃষ্টির শহরে
স্মৃতির উৎপাত

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩

বিপ্লবি-৪৩



একদিন দেখিয়ে দেবো
সব কিছু স্তব্ধ করে
আমিও শব্দ করে হাসতে জানি

সোমবার, ১৭ জুন, ২০১৩

কালো কবিতা-৬২


প্রেম থেকে দীর্ঘ দুপুরের দুরত্ব মেপে যাচ্ছি
দীর্ঘ দুপুরটা ক্ষুধার কাছেও আসহায়
এই ভাবে রৌদ্র গিলতে গিলতে জ্বলন্ত সূর্যটা গিলে ফেলি

এরপর তুমি জানতে চাইছো কেমন আছি
তাহলে বলি
দীর্ঘ মৃত্যুর কাছে আসহায় যাবজ্জীবন

শনিবার, ৮ জুন, ২০১৩

তুমি- ৪৬



গোলাপের বিব্রত বোধ
কাঁটা বিধিয়ে দিলো
তুমি খোপা জুড়ে ভালোবাসা নিও

কালো কবিতা-৬১



যেখানে সমুদ্র থাকার কথা
সেখানে সূর্য এঁকে রাত্রির রুপকথা
সে কেমন বিরহ গাথা

অবাধ চোখের জলের নিঃশব্দ স্বাধীনতা

কালো কবিতা- ৬০



একটা বিত্তহীন ঘোড়ার পিঠে চড়েছিলাম
একজন বিষণ্ণ দৌড়বিদ সেজে

কেউ জানতো না অন্ধ ছিলাম
আমার পথ খোড়া বলে
বিজয় ছিনিয়ে নিলে

অন্যায় ছিলো সবকিছু
তবু কিছু ভুল হয়ে গেলো

কালো কবিতা-৫৯



তোমার কাছে ক্ষীণ থেকে ক্ষীণতর বিন্দুর মত
কিংবা অবহেলিত বিষণ্ণ
আজ অবধি শব্দ গুলো দিশেহারা
আর ছটফটে রাত্রিও পরাজিত হলো না

আমার শোকার্ত আলো
একটা দিশেহারা কবিতার অন্ধকারে হারিয়েছিলো

বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৩

কালো কবিতা- ৫৮



এরকম দুপুর
মৃত্যুর কাছি কাছে থেকে এসেছে
আমি বার বার ভাবি নিরবতা ভেঙ্গে উত্তাপ হয়ে যাই

আমার নিরবতা বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনায়

মঙ্গলবার, ৪ জুন, ২০১৩

হাইকি- শ্রমিকার নুপুর

বিষণ্ণ বাতাসে
শুদ্ধ রক্ত মেশা
শ্রমিকার নুপুর

হাইকি- শুদ্ধ যুদ্ধ খেলা

নিঃশব্দ রক্ত
জামকালো তুফানে
শুদ্ধ যুদ্ধ খেলা

রৌদ্রের হাইকু



একটা রৌদ্দুর
মুঠো মুঠো ভরে
ছড়িয়েছে বহুদুর


ভাঙ্গা কাচেরে ফাকে
দুপুরের বেলা
উত্তাপ ঝাকে ঝাকে


জড়ো কারা তাপ
একাকার রোদে
তোমার-ই অভিশাপ


নুন জলা ঘামে
ক্লান্ত দুপুর
রোদ জমে জমে

শুক্রবার, ৩১ মে, ২০১৩

মৌমাছি ভুলে গেছে মাধু

মৌমাছি ভুলে গেছে মাধু
তার চেয়ে ভালো নেই, এক মুঠো ক্ষুধা নেই
এই ফুল সেই ফুল, ভুলে গেছি ফাল্গুন
পিপাসার ভ্রম নিয়ে মরুভূমি ধুধু

শনিবার, ২৫ মে, ২০১৩

বিভ্রান্ত বেড়াল


একটা বেড়ালের চোখে চোখ পরে গেলো
যে, নিঃশব্দ আমাকে অনুসরন করছিলো
তাই দেখে আমিও শব্দ করে ফেলি বেড়ালের-ই সুরে
কি আশ্চর্য রকম বেড়ালের মতই আমার স্বর

বিভ্রান্ত বেড়াল
আমাকে বিভ্রান্ত করে দীর্ঘক্ষণ
সেই কথপোকথন চালিয়ে গেলো

রবিবার, ১৯ মে, ২০১৩

কালো কবিতা-৫৭



বলেছিলে কবিতার একটা যাদুকরী গুন আছে
এরা রাত্রের স্থায়িত্ব কমিয়ে দেয়
আমি দীর্ঘ রাত গুলো যাদু দেখবার আশায় আশায় কাটিয়ে দিয়েছে

নিষ্পাপ কবিতারা রাত্রির বয়েস চুরি করেনি
স্বর্গের মত অন্ধকারের ভিতর আমাকে ঢুকিয়ে দিয়েছে
তার পর থেকে আমি আর দিন দেখিনি

বুধবার, ১৫ মে, ২০১৩

তুমি-৪৫


তুমি যখন আমার সবুজ ব্যাথাটাকে উস্কে দেও  
ওটা তখন এতো তীব্র লাল হয়ে যায় যে
রক্তজবা তোমার খোপায় বসে লজ্জায় মরে
সেও তখন ঘাস হতে চায় তোমার পায়ের তলের

যতবার তুমি এইভাবে হৃদয় মাড়িয়ে যাও
ততবার আমার সবুজ ব্যাথাটা প্রেম হয়ে যায়

কালো কবিতা-৫৬


ঠিক আছে, আমি আর জন্ম নবো না
তার পরিবর্তে একটা অন্ধকার কবিতা লিখে রাখবেন
হারিয়ে যাওয়া কলমের কালি আর বিষন্ন কাগজ
একটা রাত্রিকে ধারন করুক
যদিও বা কেউ পড়বেনা
যদিও বা কাগজে সূর্য আঁকা থাকবেনা
কালো কবিতা কেউ পড়বে না
ঠিক আছে, আমি আর জন্ম নেবো না

বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

বাচাল



একদিন আমিও কথা বলবো না আর

একটা বাচাল হারিয়ে যাবে অচল সময়ে
সীমাহীন নিস্তব্ধতা তুমি পেয়ে যাবে
আর স্বস্তির নিঃশ্বাস জুড়ে কিছু কি অস্বস্তি .........

তার পর তুমিও চিৎকার করে উঠতে পারো
তারপর ভেঙ্গে যাবে নিরব পাহাড়
তারপর তুমিও বাচাল হবে
একদিন আপনিও বাচাল হবেন

বুধবার, ৮ মে, ২০১৩

পলাতক



আমি যাদের হারিয়ে ফেলেছি
তাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে খুজে পেলে
আমি পলাতক চোখ দেখে ভয়ে পেয়ে গেলে

তারা পলাতক, তারা হারিয়ে গেছে
তারাই আমাকে খুজে ফেরে


অথচ
পালিয়ে বেড়াচ্ছি
সেই কবে থেকে

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

বিপ্লবী- ৪২


বিষাক্ত নিদ্রা গুলো চিনে রাখো
আর আমার চোখের কোটরে কালি
যে সকাল হয়নি দেখা, চেষ্টা করো তাকে চেনার

সূর্যের কাছে প্রতিকার চেওনা
একটা শুদ্ধ স্বপ্ন দেখতে চাও
অথবা
যদি পারো সূর্য হয়ে যাও

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

বিপ্লবী-৪১



একদিন ডাক দিয়ে চলে যাবো
যে কোনো এক দিন
একটা অযথা দুপুর, খা খা করা রোদ্দুর...... এরপর
কয়েকটা বৃষ্টির ফোঁটা ঝড়ে চলে গেলে যেমনটা

তারপর?
সব কিছু আগের মত?
আগের-ই মত?

কোনো দিন জানবেনা কেউ?
একদিন ডাক দিয়ে চলে গেছে কেউ

বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

কালো কবিতা-৫৫



সমস্ত অন্ধকার এমন ভাবে গিলে ফেলোছো যে,
এখন আর ভাবার সুযোগ নেই কোনো অন্ধকার ছিলো

যেহেতু অন্ধকার নেই কিংবা ছিলো না
তাই আলো বলতে কোনো অনুভুতি নেই

মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

প্রেমিক- ৫০

আজ বৃষ্টি হতে চাইলে আমি কোনো বাধা দেবো না
লুকিয়ে ফেলবো শুকনো আকাশ আর দ্বিধাগ্রস্থ মেঘ 
স্বাধীন করে দিলাম বিশুদ্ধ বাতাসের ঝড়
একদা বৃক্ষ হয়ে যাবো তারপর



মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

কালো কবিতা-৫৪



চাঁদ ছোয়া হলোনা
সূর্যের রোগে পেয়ে বসেছে
যাকিছু ছুই
অর্থহীন আকাশ হয়ে যায়

অথচ চাঁদ ছোয়া হলোনা
আজো আমি জোৎসনা বুঝিনা

শনিবার, ৩০ মার্চ, ২০১৩

ঋণ



চিরন্তন ঋণ করে রেখেছি
এক ফোটা স্পর্শ কিংবা এক পশলা বৃষ্টি
চিরন্তন প্রেম এতোটাই মূল্যহীন হবে জানতোনা প্রেমিক

বৃষ্টির গন্ধ পেলে-ই নিজেকে পলাতক মনে হয়
মনে হয় পালিয়ে বেড়াচ্ছি বহুকাল
আরো পালাতে হবে
দূরে পালাতে হবে বৃষ্টির থেকে

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩

তুমি- ৪৪



তোমাকে ভুলতে গিয়ে এতবার নিজেকে ভুলে ভুলে গেছি যে,
তার পর থেকে
নিজেকে জানতে গিয়ে তোমাকে-ই জেনেছি শুধু

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩

সে



শুন্যতা এমন
বার বার হৃদয়ে খোঁচায়
একবার এসেছিলো যে

বহু দূর চলে গেছে
তবুও শুন্যতা রেখে গেছে সে

সোমবার, ১৮ মার্চ, ২০১৩

আকাশ



মাঝে মাঝে একটা খোলা আকাশ দেখে আমি চমকে তাকাই
আর তখন আমার চোখে আকাশ ঢুকে যায় গলিত পারদের মত
একটা বিশুদ্ধ আকাশ যখন আমার দৃষ্টিকে গ্রাস করে ফেলে
একটা নিখাদ শুন্যতা যখন আমার আশ্রুতে রুপান্তরিত হয়
আমি দৃশ্যত শুধু অদৃশ্য আকাশ দেশি
চমকে যাই তারপরও তাকাই
একটা নিখাদ শুন্যতা শুধু আমার আশ্রুতে রুপান্তরিত হয়

প্রেমিক- ৪৯



প্রশ্রয় পেলে আমার চুম্বন বিপ্লব ঘটিয়ে দেবে

বুধবার, ১৩ মার্চ, ২০১৩

বিপ্লবী-৪০



একবার কয়েকটা রাত জেগে থাকবো এক সাথে
এক সাথে অনুভব করবো দীর্ঘ অন্ধকার গুলো
এর পর মাত্র একটা প্রদীপ জ্বালাবো
আমি শক্তির তারতম্য দেখতে চাই

আজকাল আমি বিপ্লবী হতে চাই

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৩

বিপ্লবী- ৩৯



প্রেমিক পুরুষটি বিপ্লবের খোঁজে বহু দূর চলে গেছে
আজ কোনো শিমুল ফুলের উৎসব হবে না
বসন্ত রাজপথে নেমে গেছে

হে প্রেম .........
আমাকে কি একটা বিপ্লব দেবার সাধ্য ছিলো না?

শুক্রবার, ৮ মার্চ, ২০১৩

কালোকবিতা-৫৩



যথার্থ মানুষ বরাবর খুন হয় অথবা খুনি
এর চেয়ে ভালো হয় যাথারিতি অন্ধকার জড়ো করো তুমি
তার পর খুন হয়ে গেলে কেউ দেখবে না

শুক্রবার, ১ মার্চ, ২০১৩

কালো কবিতা-৫২



মানুষের রক্ত লাল !!!
আমি হলুদ রক্তের লাশ গুলো মাড়িয়ে যাচ্ছি
সম্ভ্যবত বিষাক্ত সাপের বিষের রঙ হলুদ হয়

তার আগে কে বা কাহারা আমার চশমার কাঁচে
হলুদ রঙের প্রলেপ মেখে দিয়ে দিয়েছিলো

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৩

কালো কবিতা- ৫১



আরো কিছুটা নির্বোধ হতে চাই
নিজের প্রতি ঘৃণা জন্মাবার আগে পর্যন্ত
যতক্ষন দুঃখ দুঃখ লাগবে আর যতক্ষন ক্রোধ থাকবে রক্তের অণুতে
যতক্ষন জয়ী হতে চাই কিংবা পরাজিত হবার ভয় তাড়া করবে
নিজেকে প্রেমিক ভাবার চেয়ে নির্বোধ হবো সেটাই ভালো
যতক্ষন না বিপ্লব ঘরে ফিরে যাবে আমি কেবল নির্বোধ হবো
আর নির্বোধ হতে থাকবো

একবার সম্পূর্ণ নির্বোধ হয়ে গেলে
একবার অনুভূতিহীন হয়ে গেলে
হয়তো স্বাধীন হবো

সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৩

কালো কবিতা- ৫০



আমার পাপের পরিধি বিস্তৃত হচ্ছে জন্মের সমান্তরালে
কেবল মাত্র মৃত্যু-ই হতে পারে আমার একমাত্র পূন্য
আমি ঠিক বুঝতে পারছি না এতটুকু পূন্য আর কতটুকু আড়াল করতে পারবে
আমার জন্ম গুলো
আর তাই ভয় হচ্ছে মৃত্যুকে

আমি ইশ্বরকে দোষ দিতে-ই পারি দূষিত জন্মের দায়ে

বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৩

শামুক ঝিনুক




সবকিছু খোলসের ভিতর ঢুকে যাচ্ছে
বুকে ভর দিয়ে সহজ হাটা যায় 
সুরক্ষিত পিঠ হেলিয়ে দুলিয়ে
প্রত্যেকটা চেহারা এক একটা চতুর শামুক

হৃদয়ে পুষে রাখা মুক্তার কথা ভুলে গেছে বিব্রত ঝিনুক
 

রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৩

তুমি-৪৩



এরকম বিব্রত দুপুর আর দেখিনি
পলাশ ফুটবার কথা ছিলো বলে কি অস্থির সূর্যোদয়
তার পরও পলাশ ফুটেনি

এরকম বিব্রত ভাবে তাকাইনি কোনো কালে
লাল শাড়ি পরে আসার কথা ছিলো বলে কি ভীষণ ঝড় উঠেছিলো
অথচ ভুল টিপ পড়েছো বিষণ্ণ কপালে

তুমি-৪২



আত্মজীবনী লিখতে গিয়ে দেখি
কাগজ জুড়ে কেবল তোমাকে-ই শুধু লেখি

শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৩

তুমি-৪১



আমার একটা বিদগ্ধ প্রেম আছে
তুমি জিতেছিলে বলে-ই তোমার একটা ইতিহাস আছে
আমি হেরেছিলাম বলে-ই তোমার একজন প্রেমিক আছে
আমার একটা বিদগ্ধ প্রেম আছে তোমার কাছে

শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

কালো কবিতা-৪৯


জন্মের ভেতরে বাস করে মানচিত্রের কংকাল
মাতৃ গর্ভের নাম নাগরিক কারখানা 

এখন আর মানুষ জন্মে না.........

মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা -৪৮

দূষিত আবর্জনা খেয়ে শহুরে কাকের মৃত্যু
গত রাতে বিষাক্ত খোলস ছেড়েছো তুমি?
তাহলে কি গত রাতে চাঁদ একটু বেশি-ই নগ্ন ছিলো?
অথবা, নিষিদ্ধ সূর্য উঠেছিলো সকাল হয়ে?

এতকাল আমাদের মগ্নতা খেয়ে ভালো-ই তো ছিলো

অসুখ


আমার একটা অসুখ হয়েছে
আজ কাল বুকের উপর মৃত্যু ভর করে এবং কাণ্ডজ্ঞানহীন সময়ে আসময়ে
আমার তিব্র অসুখ হয়েছে
আজ কাল ঘুম থেকে জেগে উঠার সাহস হয় না; মনে হয় জেগে উঠলেই মারা যাবো

ঘুমুতে যাবার সময় মনে হয় স্বপ্ন দেখতে দেখতে মারা যাবো
কিন্তু জানবো-ই না যে মারা গেছি

কালো কবিতা-৪৭



একবার একটা সিঁড়ি পেয়েছিলাম আকাশের উপর উঠে যাওয়ার
আর আমার দ্বিধা গুলো প্রতারিত হতে চায় নি বলে ইশ্বরহীন থেকে গিয়াছিলো
চোখ খুলে ঝলমলে আলো আমাকে বিভ্রান্ত করতে পারেনি
তুমি বিশ্বাস করো সেই সিঁড়িতে আমার কোনো পদচিহ্ন নেই
এক মাত্র তুমি ছাড়া আমার কোনো ইশ্বর নেই

আমার কালো পায়ের চিহ্ন আমি এঁকে যাই নরম মাটির ঈশ্বরের বুকে

শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩

ভালো আছি বলে কথা



ভালো আছি বলে কথা
কয়জন পুরুষ পারে কালোজিরা বেটে নিতে
থ্যতলানো ভাতে ভর করা বিস্বাদ আমার
সার্থক মুসুরের ডালে
এখনো তোমার হিংসে-ই হবে; ভালো আছি বলে কথা

আমার কলারে এখনো কালশিটে পরে
তার পরও নিজ হাতে ইস্ত্রি করি কেতাদুরস্ত কবিতা
মাঝে সাঝে ভুলে যাওয়া কাফলিন কটকটে সোনালী
তবু দৃষ্টি ফেরাই সোনালুর ডালে; ভালো আছি বলে কথা

সেখানে বসন্তের বাসা, সোনালুর কালো কালো লেজ
আমার দুঃখ মাখা তোমার অদ্ভুত সুখ
সব কিছু গোছগাছ করে রাখি,
তেমন আর এলোমেলো হই না; ভালো আছি বলে কথা

শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

প্রেমিক-৪৮


আমার তৃষ্ণা পেলেই আমি পান করি না
আমি একটা সংক্রামক রোগের মতো সেটা ছড়িয়ে দেই
কিন্তু সবাই তো আর এমন শুষ্ক হতে জানে না

গিলে ফেলা পিপাসার পরে তৃপ্তির উপসর্গ ভাসিয়ে দিলেই
সব শেষ হয়ে যায়, সেই ভাবে তুমিও ভেসে গেছো
তারপর শেষ হয়ে গেছো

আকন্ঠ শুষ্কতা নিয়ে 
আমি উষ্ণতা পুষে রাখি চিরকাল

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা -৪৬



প্রয়োজনহীন কবিতা গুলো
ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছে যন্ত্রনাতে
প্রয়োজনহীন মানুষ গুলো কবির মত-ই এলো মেলো
প্রয়োজনহীন মিছিল গুলো অন্ধ স্লোগান বয়ে যাচ্ছে যেনো একটা মরা নদী

আজ কোনো বিপ্লব নেই; আজ কোনো প্রয়োজন নেই কবিতা লেখার

বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা-৪৫



শুনেছি তুমি নাকি সভ্য মানুষ; কুকুর পোষো বেড়াল পোষো
তুমি নাকি সাদা মানুষ; কালো জামায় দুঃখ মুছো

তুমি- ৪০





যত দূর গেলে আর পেছনে ফেরা যায় না
তার চেয়ে বেশি দূরে
ঐ খানে আমার চিৎকার পৌছেনা

কালোকবিতা- ৪৪



কবিতার সংগ্রাম থেমে গেছে বহুকাল আগে
এখন কবিতারা মৃত

সোমবার, ২১ জানুয়ারী, ২০১৩

কালো কবিত- ৪৩



ঈশ্বরের চোখ ফাকি দিয়ে বুঝলাম ঈশ্বরেরও চোখ আছে
তুমি বললে ঈশ্বর কে ফাকি দেয়া যায় না এবং দৃঢ় ভাবে
তার পর আমি আবিস্কার করি চোখ হীন ঈশ্বর

রবিবার, ২০ জানুয়ারী, ২০১৩

প্রেমিক-৪৭



প্রেম হাতে দাঁড়িয়ে থাকিনি তোমার দরজায়, স্পর্শ করিনি কোনোদিন

কপালের কাটা দাগে ভিন্ন কথা-ই বলে
সওদাগর ভুলেছিলো বাজারে পথ
একদিন বিশ্বাস বিকায়নি

তুমি-৩৯



তোমাকে আবিস্কার করাবো বলে
নিজেকে-ই হারিয়ে ফেলেছি তোমার ভেতরে
তারপর তোমার জৌলুসে পুড়ে পুড়ে প্রেম শিখে শিখে প্রেমিক হয়েছি
তারপর তোমাকে-ই খুঁড়ে খুঁড়ে অনুসন্ধান করেছি তোমাকেই

তুমি-৩৮



তুমি একটা জটিল কবিতা
বহুবার পড়ে ফেলার পড়েও প্রতিবার নতুন
প্রতিবার আবিস্কার করি ভিন্ন ভিন্ন অর্থ আর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা
প্রতিবার ভিন্ন ভিন্ন আনন্দ আর দুঃখ

প্রতিবার-ই তুমি আমার নতুন সাধনা

সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা -৪২



মানুষ গুলো মানুষ খেকো
হায় রে কবি
মানুষ খেয়ে-ই কবিতা লেখো?

কবি ও তো মানুষ কিংবা মানুষের-ই খাদ্য

রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৩

আম ফুল



বসন্তে পৌছুতে চাইলে
আম ফুল থেকে মধু খেয়ে নিও, ভ্রমরা

কালো কবিতা-৪১



আমার..................
কবিতা লেখার প্রয়োজন কি ?
আমি তো আর একমাত্র নই, যে কিছুটা অন্য কিছু ভাবে
সকলেই লিখে থাকেন, ভেবে থাকেন একের ভেতরে আর দশটা
তাদের দাড়ি কমায় দারুন জ্ঞ্যানও আছে, আছে বিশুদ্ধ শব্দের সমুদ্র
বসন্তের ভিতরে প্রেম থাকে আর শীতের ভীতরে কাম প্রয়োজন এটা সকলেই জানে
তাহলে শব্দের বোঝা বাড়িয়ে কি লাভ?

প্রশ্নবোধক চিহ্ন ব্যাতিত আমি আর কোনো যতি চিহ্নের ব্যাবহার জানিনা।

শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৩

প্রেমিক-৪৬



আরো কিছু দুঃসাহসী হলে তোমাকে ছোঁয়া যেতো এরকম ভেবে এখনো সুখী হই
এখোনো আবিশ্বাস করতে শিখিনি নিজকে, বিশ্বাস করি প্রেমিক ছিলাম
এখোনো তুমি একটা সবুজ রঙের সুখ গহীন গোপনে

এই প্রেম বসন্ত মানে না, রদ্দুর মানে না, একলা রাত মানে না
তীব্র সুখে বিব্রত হয়ে যায় ব্যাথা আর ক্ষুধা

বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা- ৪০



আমি বিব্রত হয়ে ছিলাম একবার ভেতরে ভেতরে, মগজের ভেতরে
তার পরও নগ্ন হয়েছি, আমি অজানাকে ভয় করি, মৃত্যু কে
এখোনো বুকের পাঁজর কেঁপে কেঁপে উঠে, ভয় করি অন্ধকার
আর তাই নগ্ন-ই থেকে যাই, কদাচিৎ বিব্রত বটে

আমি তো আর একলা নই ঈশ্বরের সিঁড়ি বেয়ে নিচে নেমে যাই
এরকম মিছিল দেখে ভয় কেটে যায়,
কালো কালো আলো দেখে ভয় কেটে যায়

দ্বিধা আর বিব্রতবোধ ঝেড়ে ফেলি এক ঝটকায়

বুধবার, ৯ জানুয়ারী, ২০১৩

নতুন কথা

এসো এবার নতুন কথা বলি
তীব্র ক্ষুধা ভুলিয়ে দেবো কথায় কথায় , নতুন কথায়
আর প্রেম নয়, স্বাধীনতা নয়, বিক্ষোভ নয়
বন্দি হবো, বসন্ত নয় বর্ষাও নয় নতুন ঋতু
যৌবন আর জড়ার খবর আর নেবো না
নতুন কিছু, এসো এবার নতুন একটা স্বপ্ন দেখি, নতুন কথায়

কথায় কথায় ব্যাথা ভুলে ভুল পৃথিবী
তুমি আমি ভুলের মানুষ ভুলেই যাবো, নতুন কথায়

মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৩

ক্ষুধা-২


একটা লেজকাটা টিকটিকি সারাদিন আমার ঘরে ছিলো
আমার সাথে, আমার বিছানায় শুয়ে
আমি সারাদিন একটা লেজ খুজে গেছি
বিষণ্ণ আর আনমনে, এমন কি নিজের-ই পশ্চাত্যে

একটা টিকটিকি ক্ষুধার্ত-ই ছিলো নিজের লেজ খেয়ে ফেলেও
চলে যাবার সময় বলে গেলো; বেচে থেকো, নিজেকে খেয়ে হলেও

তাহলে কি আমিও ক্ষুধার্ত ছিলাম
আমার ও কি লেজ ছিলো

ক্ষুধা



এক দুপুর বেলায় খাবারের গন্ধ পেয়েছিলাম
সেই দিন কোনো বিকেল ছিলো না মা
একটা হিংস্র দুপুর আমাকে খেয়ে নেবার পর
ধুপ করে সন্ধ্যা নেমেছিলো

এরমকম দুপুর গুলো ইদানিং প্রায়-ই ফিরে আসে মা
আমার ভয়ার্ত বুকের ভিতর ভেসে উঠে তোমার ঝাপসা চেহারা

তুমি-৩৬



আমার কিছু কথা ছিলো,
আর কথার অহংকার গুলো
বিব্রত বসন্ত গুলো কিংবা অবধারিত বিস্ময় গুলো

যে কথা কোন দিন বলবো না
সে আগুন পোড়াবেই শুধু আজ কাল আমাকেই
এক দিন তোমাকেই

সোমবার, ৭ জানুয়ারী, ২০১৩

তুমি- ৪১



এরকম বিস্ময় দেখোনি তুমি আগে কখনোই
এই দ্যাখো আমি একটুও বিস্মিত নয়
এরকম ভুলে যেটুকু পৃথিবী দুলে
সব কিছু সওয়া আছে, তুমি আর কতো টুকু রেখেছো মনে

তবুও উন্মাদ বিস্ময় গুলো আশ্রয় খুঁজে
আমার কাছে অথবা তোমার কাছেই

রবিবার, ৬ জানুয়ারী, ২০১৩

প্রেমিক -৪৫



ভালো থাকার জন্যে তো আর ভালবাসি নাই
ভালোবাসার সম্পুরকে ভালো থাকা নাই
অকালের চাঁদ পূর্ণিমাতেও কালোই থাকে
বিষণ্ণ রোদ, বিক্ষুব্ধ স্রোত একটা কিছু
ভালোবাসার জন্যে শুধু পিপাসিত

ভালোবাসার সম্পুরকে ভালো থাকা নাই
এইতো আছি প্রেমিক হয়েই উচ্ছাসিত

শনিবার, ৫ জানুয়ারী, ২০১৩

তুমি- ৩৫



ক্রমশঃ নদী হয়ে গেছো তুমি
আর এখন শীত কাল
মৌন মেঘেরা বয়ে চলে দ্বিধা গ্রস্থ ফাল্গুন
সেখানেও বৃষ্টি থাকবে না

এখন অশ্রু লুকাবো কোথায়?


শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৩

অর্ধেক কবিতা


অর্ধেক উচ্চতার একটা দেয়াল ছিলো আমাদের মাঝখানে
অর্ধেক বসন্ত আর অর্ধেক প্রেম
অর্ধেক ফানুস উড়িয়েছি এক যোগে

অর্ধেক মৃত্যু দিয়ে দেয়াল ভেঙ্গেছি যখন
তুমিও অর্ধেক মৃত পরে ছিলে

বাকি অর্ধেকে প্রেম কিংবা বসন্ত ছিলো না

প্রেমিক-৪৪



আর কতকাল প্রেমিক হবো
এবার শূন্যতা তোমার ভেতরে ঢুকিয়ে দেবো
অতঃপর শূন্য হয়ে যাবো

জেনে গেছে সবাই



বিপ্লব পোড়াতে কত টুকু ডিজেল লাগে
এখন আর সামর্থ্য নেই কিনে জ্বালিয়ে দেবো
কত টুকু দাম বাড়ালে সার্থক হয় জেনে গেছে সবাই
জেনে গেছে সবাই এই সব স্লোগানের দৌড়
হরতাল, যুদ্ধাপরাধ আর জয় বাংলা

মাসের শেষে দিন গুলো অফিস করা দুর্বিষহ
এখন দুটাকার বাস ভাড়া পাঁচটাকা কাল থেকে ছয় নাকি সাত?
মারামারি, পোড়া মবিলের দাগভরা জামা
শুধু বেড়েই যাচ্ছে পায়ে হাটা দূর,স্বপ্নের পোর্টফলিও
বড় শহর আরো বড় মেগা সিটি , পি এফ আই লংকা বাংলা
কালো জুতা আর সাদা সাদা ধুলা,
ডিটারজেন্ট ফেনায় ভাসে সুস্মিতার পরচুলা, জেনে গেছে সবাই
হরতাল, যুদ্ধাপরাধ আর জয় বাংলা

জেনে গেছে সবাই, শুধু বোকাচোদা আমি কিছু জানি নাই
আর বাদ বাকি সব সালা খানকিরপোলা

বুধবার, ২ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা-৩৯



জোনাকির আগুনেও পুড়ে যেতো শীতকাল
উন্মাদ ভ্রমর গুলো বেছে নিতো সূর্য হলুদ গাঁদায়
ইদানিং প্রেম আর বিপ্লব বড় আসহায়

আমার লোমকূপ গুলো অলস হয়ে গেছে

কালো কবিতা-৩৮



খুব রাত্রে কিছু শিশির ফিরে এসেছিলো
আবার কুয়াশা হতে চায়
ঘাস গুলো নাকি সর্বভুক ছিলো ...
যা খুশি তাই খায়

সকালে সূর্য ঘাস ফুল হয়ে-ই জন্মেছিলো
শিশিরের শীতকাল এ পর্যন্তই
এলোমেলো বসন্ত তো আর বিপ্লব নয়

মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা-৩৭



কালো কালো আলো গুলো অদ্ভুত
বিরুদ্ধ বসন্ত চেপে ধরে নির্বোধ রাতের পাজর
লজ্জিত সূর্যের ছায়া আর অর্ধেক পূর্ণিমা

বিষণ্ণ মৃত্যুর চেয়েও কুৎসিত আর নির্লজ্জ উন্মাদনা
মানুষের মানচিত্র ভেঙ্গেচুরে

আসহায় আধার কি প্রতিবাদ জানে