বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৩

কালো কবিতা- ৫১



আরো কিছুটা নির্বোধ হতে চাই
নিজের প্রতি ঘৃণা জন্মাবার আগে পর্যন্ত
যতক্ষন দুঃখ দুঃখ লাগবে আর যতক্ষন ক্রোধ থাকবে রক্তের অণুতে
যতক্ষন জয়ী হতে চাই কিংবা পরাজিত হবার ভয় তাড়া করবে
নিজেকে প্রেমিক ভাবার চেয়ে নির্বোধ হবো সেটাই ভালো
যতক্ষন না বিপ্লব ঘরে ফিরে যাবে আমি কেবল নির্বোধ হবো
আর নির্বোধ হতে থাকবো

একবার সম্পূর্ণ নির্বোধ হয়ে গেলে
একবার অনুভূতিহীন হয়ে গেলে
হয়তো স্বাধীন হবো

সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৩

কালো কবিতা- ৫০



আমার পাপের পরিধি বিস্তৃত হচ্ছে জন্মের সমান্তরালে
কেবল মাত্র মৃত্যু-ই হতে পারে আমার একমাত্র পূন্য
আমি ঠিক বুঝতে পারছি না এতটুকু পূন্য আর কতটুকু আড়াল করতে পারবে
আমার জন্ম গুলো
আর তাই ভয় হচ্ছে মৃত্যুকে

আমি ইশ্বরকে দোষ দিতে-ই পারি দূষিত জন্মের দায়ে

বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৩

শামুক ঝিনুক




সবকিছু খোলসের ভিতর ঢুকে যাচ্ছে
বুকে ভর দিয়ে সহজ হাটা যায় 
সুরক্ষিত পিঠ হেলিয়ে দুলিয়ে
প্রত্যেকটা চেহারা এক একটা চতুর শামুক

হৃদয়ে পুষে রাখা মুক্তার কথা ভুলে গেছে বিব্রত ঝিনুক
 

রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৩

তুমি-৪৩



এরকম বিব্রত দুপুর আর দেখিনি
পলাশ ফুটবার কথা ছিলো বলে কি অস্থির সূর্যোদয়
তার পরও পলাশ ফুটেনি

এরকম বিব্রত ভাবে তাকাইনি কোনো কালে
লাল শাড়ি পরে আসার কথা ছিলো বলে কি ভীষণ ঝড় উঠেছিলো
অথচ ভুল টিপ পড়েছো বিষণ্ণ কপালে

তুমি-৪২



আত্মজীবনী লিখতে গিয়ে দেখি
কাগজ জুড়ে কেবল তোমাকে-ই শুধু লেখি

শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৩

তুমি-৪১



আমার একটা বিদগ্ধ প্রেম আছে
তুমি জিতেছিলে বলে-ই তোমার একটা ইতিহাস আছে
আমি হেরেছিলাম বলে-ই তোমার একজন প্রেমিক আছে
আমার একটা বিদগ্ধ প্রেম আছে তোমার কাছে

শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

কালো কবিতা-৪৯


জন্মের ভেতরে বাস করে মানচিত্রের কংকাল
মাতৃ গর্ভের নাম নাগরিক কারখানা 

এখন আর মানুষ জন্মে না.........