বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

ঝরা ডাল পালা



ঝরা ডাল পালা শোকের শক্তি খুজে

মেঘ ছুয়ে যাওয়া প্রেম বিসর্জন দিয়ে
উড়ে চলা যুবক এই বার ঝড় হয়ে যাবে

ঝরা ডাল পালা শুধু শোকের শক্তি খুজে!!!
সে কি আর আগুনের ইতিহাস জানে ???

শনিবার, ২০ জুলাই, ২০১৩

বিপ্লবী- ৪৫



আমি খুব বোধগম্য মানুষ
সবাই খুব সহজেই আমাকে বুঝে ফেলে
আমাকে কথাও বলতে হয় না
এমন কি হাতও নাড়ি না
আমার চোখ খুব-ই সাস্থ্যবান কিনা জানি না
সেটাও কোনো প্রভাব ফেলেনা
সবাই সব কিছু বুঝে ফেলে

আর তাই আমি হাটতে পারিনা
আমার পদক্ষেপের আগেই সবাই সরে পরে
কোনো কিছু মাড়িয়ে দিতে পারিনা
সবাই সব কিছু বুঝে ফেলে

ইচ্ছে হয় বিপ্লবী হয়ে যাই
সব কিছু মাড়িয়ে পেছনে চলে যাই

রবিবার, ৭ জুলাই, ২০১৩

কালো কবিতা- ৬৪



আমার খুব সুন্দর একটা অন্ধকার আছে
এবং সম্পূর্ণ গৃহপালিত, এক দম বন্য নয়
জোনাকিরা অভয়ারণ্য মনে করে
সেখানে স্বপ্ন দেখা যায়, চিৎকার করা যায়

আমার সবটুকু স্বাধীনতা ওখানে সঞ্চিত আছে

কালো কবিতা- ৬৩



একটা স্বপ্নকে স্বাধীন করে দেবো
সেটা উড়বে, দৌড়বে আর চিৎকার করবে
কিংবা যা খুশি তা

এক রাত্র অন্ধকার খুজেছি
অথচ
সংঘবদ্ধ জ্যোৎস্নায় আক্রান্ত হয়েগেছি

শুক্রবার, ৫ জুলাই, ২০১৩

বিপ্লবী- ৪৪



আমার ক্রোধ গুলো ভাষাহীন থেকে থেকে
নিঃশব্দে কালো কালো অক্ষরে
তারপর কালো কালো শব্দে রুপান্তরি হয়

ইচ্ছে হয়
শব্দ গুলো মুখের উপর ছুড়ে দিয়ে
সব কিছু লন্ড ভন্ড করে দেই

বুধবার, ৩ জুলাই, ২০১৩

তুমি-৪৮



এরকম বৃষ্টি হলো যে, প্রজাপতির ডানা ভিজে গেলো
সমাচার পৌছুতে দেরী হবে গো দেরী হবে
প্রেম মিশে আছে বৃষ্টির জলে
প্রজাপতির ডানায় মিশে গেলো গো মিশে গেলো

প্রতিক্ষায় থেকো রেশমের ফাল্গুনের
যদি ভালোবাসো গো ভালোবাসো

তুমি- ৪৭



একবার হারিয়ে যাওয়া বৃষ্টির খোঁজে
ঢুকে গিয়েছিলাম তোমার চোখের ভিতর
সেখানো সমুদ্র ছিলো
আমি তুলে নিয়েছিলাম দুরন্ত নোনাজল

আজ বিকেলে বৃষ্টি হয়েছিলো
একদা হৃদয়ে একটা বর্ষা কাল ছিলো তোমার জন্যে

আমার অশ্রুকে কেনো এতো স্বাধীন করেছো তুমি?