শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২
সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২
বিপ্লবী-২৮
আমি যেদিন নষ্ট হয়েছিলাম
সেদিন কোনো বিপ্লব হয়নি পৃথিবীতে
অথচ এর প্রয়োজন ছিল
অন্তত একটা বিষন্ন বৃষ্টি, অথচ দিতে পারনি
আমার মৃত্যু পৃথিবীকে নষ্ট করে দেবে
অথচ এখন পৃথিবীর আর কোনো বিপ্লব প্রয়োজন নেই
বিপ্লবী-২৭
জোনাকির জমে থাকা স্নেহ জড়ো করে একটা বাবুই পাখি
এসো তবে তার থেকে কিছু বিপ্লব শিখি
প্রেমিক- ৩২
আগুনের ফাঁদে পা দিয়ে আধার খুজি
বিশ্বাসহীন প্রেম পোড়াতে পোড়াতে যে সুখ দিল
পরাজিত সুর্যের কোলে মাথা রেখে বিমোহিত
প্রেমিকের নিয়তি চিরকাল এমন-ই তো ছিল
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২
কালো কবিতা -৩
কিছুটা পূর্ণ হতে গিয়ে শূন্য হয়ে ফিরে এলাম
তোমার মশগুল অন্ধাকরে
দ্বিধার বসন্ত গুলো ঠিক মানবিক নয়
এবং কিছু কাটা
আমি হাত ভর্তি দ্বিধাগ্রস্থ শুন্যতা নিয়ে দাড়িয়ে আছি
তোমার মশগুল অন্ধাকরে
দ্বিধার বসন্ত গুলো ঠিক মানবিক নয়
এবং কিছু কাটা
আমি হাত ভর্তি দ্বিধাগ্রস্থ শুন্যতা নিয়ে দাড়িয়ে আছি
কালো কবিতা-২
রাত্রি যাপন শেষ হলে
যে অন্ধকার নেমে আসে
তুমি বিরহের আলোতে মুড়ে ফেল
আর আমি বিদ্রোহ করি .................
আমাদের মৃত্যু গুলো একইরকম
গল্পহীন
কালো কবিতা-১
অনুতাপহীন পাপ গুলো একে একে পুড়ে যাচ্ছে
উড়ে যাওয়া নকশিকথায় ফুটে যায় ফুল
জন্মের ঘোরে উদ্ভ্রান্ত অন্ধকার
আমাদের ভুলে ইশ্বর মশগুল
কালো যাপনে
বয়ে যায় সফেদ জীবন
শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২
কালো কবিতা-৬
এখানে একটা ব্যর্থ নদী ছিল
বালিয়ারী জুড়ে পদচিন্হ গুলো এটা বিশ্বাস করেনি
তারা এটাকে পথ বানিয়ে পরিশ্রান্ত করেছে
তারা বহু দূর হতে একটা দাবি নিয়ে এসেছে চিরায়ত বৃক্ষের কাছে
পরিশ্রান্ত পথ যেটুকু ক্লান্তি ফিরিয়ে দিল
সেখানে অনেক উত্তর ছিল
অথচ অভিমানী বৃক্ষরা আমাদের ক্ষমা করেনি
বিল্পবী-২৬
জেগে উঠা দু:খ বোধ আর বিল্পব এক নয়
কষ্টের রাশভারী উপাখ্যান থেকে আরো কিছু কোমলতা সরিয়ে নিলেও
জেগে উঠা চোখ আর জেগে উঠা স্নায়ু
এগুলো বিপ্লব নয় .....................
উদ্ভ্রান্ত সংগ্রামে কেটে যাওয়া ব্যর্থ সকাল
কতিপয় সূর্যের উপহাসে
কষ্টের তীব্র গভীর থেকে একটা নির্মম সত্য জেগে উঠাও
একবার মানুষের মত জেগে উঠো
বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১২
কালো কবিতা-৪
খোলস ছেড়ে বেরিয়েয়ে এসেছেন তিনি ......
আমার বিষন্ন দৃষ্টির ক্রোধে কিছু উপহাস
ভিতরে ভিতরে যুদ্ধ যুদ্ধ খেলি
আমি অনুভব করি ইশ্বরের হাহুতাশ
এখানে আমার কোনো মিত্র নেই
অথচ
কেবল ইশ্বর-ই আমার একমাত্র শত্রু .....
কালো কবিতা-৫
একটা পরিত্যক্ত ঈশ্বর আমাকে অস্তিত্ব দান করে যাচ্ছে
আর আমি জানালার কাচ দিয়ে বাইরে বৃষ্টি দেখি
আমার ইশ্বর কেদে যায় কেবল বুকের ভিতর
আমি সেই সাথে তাল মিলিয়ে ঝাপসা কাচে কোমল দু:খ মাখি
সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২
বিপ্লবী-২৫
একটা শ্বব্দের শক্তি নিয়ে সন্দিহান থাকি ....
আর বার বার উচ্চারণ করতে থাকি পরখ করতে
এভাবে একসময় ঘুমিয়ে পরি অথবা ক্লান্ত
বিচিন্তাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাই পুড়ে যাওয়া বসন্তে
তবু ও দ্বিধাগ্রস্থ ভাবে বিশ্বাস করি
আর সারাদিন ইশ্বরে প্রার্থনার মত জপতে-ই থাকি
বিপ্লব, বিল্পব আর বিপ্লব .........
শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১২
বিপ্লবী-২৪
পৃথিবীর সমস্ত মানুষ অসম্পূর্ণ
পৃথিবীর সমস্ত কান্না আমার জন্যে শুধু
আমি কেবল মানুষ হতে চাই
..আর ...............আমি কাদতে চাই
অথচ বিপ্লবীদের কাদতে নেই
প্রেমিক-৩১
আমি পাশা পাশি হেটে যাই দুরে দুরে থেকেও
আমি বিরহ ভার সইতে জানি না
আমি খুব কাতর কাতর থাকি
এই অমানবিক প্রেম আমি সইতে পারি না
বিপ্লবী-২৩
আমার যেটুকু দেখার সাহস আছে
আমি চোখ বন্ধ করে দেখে নেই সবটুকু
তার পর মুখ মুখী আমি আর বিচলিত তুমি
তারপর মুখোমুখি আমি আর বিব্রত তোমরা
একটা বিচ্ছিন্ন দ্বীপ জড়ো করা হলো আমার জন্যে
একটা বিপ্লব ছিটিয়ে দিয়ে যাব তোমার জন্যে
একটা চমত্কার প্রেম রেখে যাব তোমাদের জন্যে
বিপ্লবী-২২
আমাকে ঘুমের ঘোরে যেতে হলে প্রয়োজন ছিল কিছু স্বপ্ন
আমাকে পথের খোজে যেতে হলে প্রয়োজন ছিল কিছু উত্তাপ
আমাকে বিপ্লবী হতে হলে প্রয়োজন হলো কিছু পুড়ে ফেলা বসন্ত .....
আগুনের ঘরে বসবাস করে কিছু নিরুত্তাপ
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২
কার্তিক মাস
কার্তিক মাসে মানুষের মড়ক লাগে নিভৃতে
কিছু মন এলোমেলো ডুকরে কাদে
অশ্রু মিশে যায় নবান্নের বিলম্বিত বর্ষাতে
পৌষের ভাপা পিঠায় মিশে থাকা শোক
বিষণ্ণ ধোঁয়ায় ধোঁয়ায়
উষ্ণতা দিয়ে যায় সমবেদনাতে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)