রবিবার, ২৯ জানুয়ারী, ২০১২

নামলে সন্ধ্যা কাল

একটা বিকেল 
একটু পরে সূর্য হবে লাল 
আমি কেবল বিভোর থাকি দিনের মোহে 

ফুরালো দিন 
চোখের নিবির অপেক্ষা তা উজার পথে, তাকিয়ে থাকো
নামলে সন্ধ্যা কাল 

গন্ধ



একটা গন্ধ ছায়ার মত আমাকে অনুসরণ করে
আমি যেখানেই যাই যেখানেই খুলি হৃদয়
যেখানেই গোসল করে চোখ
আর যেখানেই বিক্রি হই লোভ কিংবা হিংসার কাছে

আমি ক্ষুধার্ত থাকলে গন্ধটা খুব তীব্র হয়
আমি কবিতা লিখতে বসলে গন্ধটা এলো মেল হয়ে যায়
আমি পাপ করলে গন্ধটা গুমোট বাধে
আর আমি ভালোবসলে গন্ধটাও কেমন জানি স্নিগ্ধ স্নিগ্ধ লাগে

তুমি এলে গন্ধটা থাকে না
তুমি এলে গন্ধটা তোমার গন্ধ মনে হয়


বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

পরকীয়া


আজ দুপুর বেলা একলা ছিলে
বুকের বোটায় কিসের একটা গোপন গোপন ব্যথা ছিলো
ফুলের পরাগ মৌমাছিতে লেপ্টে গেলে কি দোষ হলো

আজ দুপুর বেলায় আমি ছিলাম অন্য পুরুষ
কাঙ্গাল মনের বিষাদ গুলো গুনগুনিয়ে তোমার মনের বিষাদ নিয়ে আগুন খেলি
আমি হলাম পর পুরুষের পথের ছায়া
ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাই তোমার চোখের মহামায়া

যতটা কাল প্রেমিক ছিলাম প্রেম খুজেছি
আজ দুপুর বেলা একলা ছিলে, আজকে আমি
ফাগুনহারা অবসন্তের নাগর হলাম

শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

তুমি- ১৩


মন চাইলে খুলে ফেলো বস্ত্র
ফোটা ফোটা ঝরে পরে শরীর থেকে
এলোমোলো মৌমাছি গুলো তোমাকে মাদক ভেবে
আমাকে নষ্ট করে দিলো

আমি এই নগ্নতা নিয়ে
কলঙ্ক কেনার ব্যর্থ প্রচেষ্টা করি
মূল্যের সীমায় তোমাকে যায় না ছোয়া
মন চাইলে ঝেড়ে ফেলো কিছু প্রেম
অলস পাখির পালকের মত নিতান্ত অবহেলা করে
আমি কুড়িয়ে ছিলাম সুখে
তারা হৃত্পিণ্ড জ্বালিয়ে দিলো
ওগুলো আগুন ছিল

মন চাইলে ভালোবাসো কি বিশাল মহত্বে, ছড়িয়ে ছিটিয়ে
ফোটা ফোটা আগুনের ঘ্রাণ

মন ভালো না



মন ভালো না
জমকালো না
চোখের ভিতর চেয়ে-ই আছি চেয়ে-ই আছি
নাগর তবু চমকালোনা

রাত ভালো না
ভোর ভালো না
দুপুর ছিল আমার হয়ে একান্তেতে অলস মত
তাও এলে না

কোথায় থাকো
কিসব আঁকো
বাকা তুলির পাকা রঙ্গে আমার দুখের একটা হলুদ
ছবি আঁকো না

নাকি আবার দু:খ তুমি
আঁকতে জানোনা?

শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১২

প্রেমিক-৬


এখনো যায় নি স্পর্ষ ক্ষুধা
মেটেনি ফুলের গন্ধে প্রজাপতির অসুখ
অথচো বসন্ত কবে হয়ে গেছে অন্যের বধু
আমি আর কতটা প্রেমিক হবো

এর চেয়ে ভালো সাধক বৃক্ষ হবো
মন চাইলে ঝড় দেবো, অথবা জ্বলে গিয়ে আগুন
সেই অঙ্গার কুড়িয়ে নিয়ে একটা মালা গেথো
সৌরভে খুঁজে পেতে পারো
কতটা প্রেমিক ছিলাম

বুধবার, ১১ জানুয়ারী, ২০১২

কষ্ট নদীর ছলে


কল কল তোর গহীন নদীর জল
স্বপ্ন পাখি উড়ায় অধিক ছল
কোথায় আমি দাড়াবো এই জলে
ডুবে যাচ্ছি কষ্ট নদীর ছলে

আগুনের হুতাস


তীব্র খরা বুকে
নদী ছুলে জল মরে যায় এই পোড়া অসুখে
হৃদয় পুড়ে ছাইয়ের জোয়ার অকাল প্রেমের মাছ
খুঁজে পায় বিষন্ন বাতাস

তুমি চাইলে নিতে পর আগুনের হুতাস

দক্ষ মজুদ করি


তুমি যতটুকু দিতে পারো
নিতে পারি তার থেকে বেশি, বেহিসেবি
হৃদয়ের ঘরে মজুদ করে করে
আমি দক্ষ মজুদ করি

কষ্টের মজুদ আছে, বাহারি ব্যথা
ভালবাসা গুলো প্রেমের বেলুনে ফুলানো
আরো আছে নষ্ট বসন্ত সমূহ
তুমি আর কতটুকু দিতে পারো

আরো কিছু কষ্ট দিতে হলে ঋণ নিতে পারো
ভাসমান কিছু চুম্বন থেকে নিতে পারো আগুন
তাপর জ্বালাতে পারো
হৃদয়ে লুকোনো গুদাম ....... আমি সব কিছু নিতে পারি
আমি দক্ষ মজুদ করি


শুধু কিছু ঋণ থেকে যাব দুজনে দুজনার কাছে
জীবনের ব্যবসা পাতি আর কতটুকু মেলাতে পারি

মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১২

গোলাপের ঘ্রাণ


গোলাপের পাপড়ি টা সে ভাজেই আছে
কষ্টের বই খুলে দেখো
আজও সেখানে গোলাপের ঘ্রাণ লেগে আছে

কষ্টবনিক -২


বিক্রিত ব্যথা ফেরত হয় না
কথা থেকে কথা পর্যন্ত তোমাকে মাশুল দিতে হবে
আজকাল কথার ব্যথায় তোমাকে পোড়াবে
কিনে ছিলে যে হাটে সেতো কবেই পুড়ে গেছে তোমার উত্তাপে

কষ্ট বনিক


কষ্টটাকে কষ্ট করে খুলেই ফেললাম হৃদয় থেকে
আর কি থাকে, সবই এখন আমার হাতে
এবার হবে সওদাগিরি
তোমার থেকে সব কিনবো, শখ কিনবো, ফুল কিনবো
হাতির দাতের নথ কিনবো
ভুল বাজারে লেনা দেনা আর হবে না

আমার হাতে কষ্ট আছে অনেক দামী

তুমি-১২


পথ থেকে ছুটি নিলে ক্লান্তিরা অচেনা হয়ে যাবে তুমি
পরিচিত চোখ গুলো থেকে হতাশার হাতছানি
তারপর ভাজ করে পরিপাটি পথ
রুক্ষ সমুদ্র জোয়ারে ভেসে যাবে আগামীর রথ

তুমি উড়ে গেলে বনবাস কাধে চেপে
এখনো আগামী হলো আজকের পরিনিতি

নাবিকের জল


কাগজের নৌকাও জলে ভাসে
ফোটা ফোটা জল পরে নৌকায়, বৃষ্টির আশেপাশে
বৃষ্টির দলা গুলো উড়ে গেলে পাখি
চোখের কম্পন থেকে উত্তাল সমুদ্র গড়ে
নাবিকের মন শুধু বলে, কত পথ আর বাকি

সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

তুমি-১১


যখন তুমি একলা থাকো
তখন আমার একলা লাগে
পথের চাপা মিছিল তখন শূন্য থেকে শূন্যতর
এক বিন্দু দু:খটাকে তখন ভিশন বড় লাগে

বিন্দু বিন্দু একলা জমে
তোমার আমার ছবির ফ্রেমে
বিষন্ন মন, নষ্ট সময়, ভুল আগুনে ফাগুন জ্বলে
ভালো থাকা পুড়ে যাচ্ছে অকাল প্রেমে

যখন তুমি একলা থাকো
ভালোবেসে ভালো থেকো

একটা নীল খাম


ঠিক করলাম ব্যথা গুলোকে জড়ো করবো
একটা সবুজ প্যাকেটে
ঠিক কত গুলো হবে আর কত বড় হবে আন্দাজ করিনি
একটা নীল খাম ছাড়া কিছু-ই মেলেনি

রবিবার, ৮ জানুয়ারী, ২০১২

প্রেমিক-৫


তুমি অভিশাপ দিলে
আর আমি তার থেকেও উত্তাপ নেই
আমি প্রেমিক বিধায় এটুকু আমার প্রাপ্য

তুমি আর কিছু দিলে দিয়ে দিও
কষ্ট কিংবা অভিমান
আমি ঠিক ঠিক প্রেমিক-ই থাকবো যেটুকু তোমার যোগ্য

শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

প্রেমিক -৪


নদীর ভিতরে আরেকটা নদী
আর গভীরের পাহাড় যুগল
কোথাও ঘন জঙ্গলে প্রেম কামের নামে করে ইশ্বর সাধনা

নারী, তুমি বর দিলে প্রেমিক হবো

শুন্যের পাঠ



কষ্ট কোথায় থাকে
খুজেছি অনেক, হৃদয় ঘেটেছি কেটে
ঢুকেছি নিউরনে নিউরনে, স্মৃতির জংজাল খুটে খুটে
কষ্টের পরিচয় ভুলে গেছি কষ্টে কষ্টে

শুন্যের পাঠ শেষ করে
অত:পর ফিরে গেছি নষ্ট জীবন যাপনে


বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

তুমি-১০


তোমাকে একটা এলোমেলো স্বপ্নের মত মনে হয়
কখনো সখনো এলে আমার দিধাগ্রস্থ হয়ে যায় সময়
কখনো সখনো এলে মনে হয় এই মাত্র জাগালে
এলে মনে হয় তুমি স্বপ্নটা ভেঙ্গে দিলে
চেতনার অবচেতনে তুমি থাক অধচেতনায়

আবার এলে ঘুম থেকে সাবধানে ডেকো ভালোবেসে
যেন স্বপ্নটা আর ভেঙ্গে না যায়






বুধবার, ৪ জানুয়ারী, ২০১২

তুমি-৯


আরো কিছুদিন
আরো কিছু অপেক্ষা আমাকে খাবে
তারপর এই এক জংজাল দু:স্মৃতির পিন্ডটা
টেনে টুনে আধখানা শরীর আর নাইয়ের মত কিছুটা যৌবন নিয়ে
তোমার কাছে যাবে

আরো কিছুদিন
আরো কিছু সাজা মোর বাকি
আরো কিছু ভালবাসা এখনো তোমাতে আছে

তার পর তুমি প্রতিশোধ নিও
তারপর তুমি ভালবাসা শোধ করে দিও

প্রেমিক-৩


যা ছিল চোখের দেখা
আঁকা বাঁকা ঢেউ খেলেছিল
হয়তো কেউ একেছিল স্নিগ্ধ নদীর অবয়ব
খুঁজে পেয়ে তোমার বুকে

আমি তোমার সেই যৌবনে প্লাবন হবো
লন্ডভন্ড ঝড় প্রেমের তুলিতে একে

মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১২

আরেকটু হলে


আরেকটু হলে ইতিহাস হয়ে যেতো তোমার আমার প্রেমটা
আরেকটু হলে একটা কবির মৃত্যু হতো
আরেকটু হলে ফাল্গুন হয়ে যেতো অশ্লীল
আরেকটু হলেই ভালোবাসা বিক্রি হয়ে যেতো প্রতারক প্রেমের দামে

তুমি-৮


আমার প্রশ্ন ছিলনা কোনো
উত্তর অজুহাত তুমি দিয়ে গেলে অনেক বলে
যদি প্রশ্নই ছুড়ে দিতাম ইটের বদলে পাটকেলে
তুমি উত্তর দিতে কি বলে ?

সোমবার, ২ জানুয়ারী, ২০১২

তুমি-৭


নীরবতার কোনো ভাষা নেই
যেটুকু মানুষ ভাবে ভুল ভাবে......
নিরবতা একটা দ্বিধার স্রোত, ভেতরে ভেতরে একটা যুদ্ধ
একটা ঝড় অগোচরে বয়ে যায়

তুমি উস্কে দাও দ্বিধা অভিজাত চোখে
অন্তরদ্বন্দে বাধ ভাঙ্গে ক্ষোভের
ভালবাসা ভ্রান্ত পথিকের মতো পথ হারায়

আমি নিরব ছিলাম
আমি সম্মত ছিলাম না
তবু তুমি চলে চলে গেলে