শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

থার্টি ফাস্ট নাইট


আমার দিন দিনের মতো
রাত রাতের মতো ...... হিসাব কিতাব দিয়ে দিন বানানো দিন সাজানো
আহা আর কত দিন হবে আধারের মতো
রাত গুলো আর কত রঙিন হবে পতিতার কষ্ট চিত্কারে

প্রেমিক -২


প্রেম কে শান্ত নদীর মত মনে হলেও
প্রেম একটা ঝড়ের নাম

প্রেমের ভিতরে ভালোবাসা জন্মিয়ে প্রেমিক অমর হয়
প্রেমের ভিতরে কাম প্রেম কে অমর করে

আমার প্রেমের ভিতর থেকে তুমি সব টুকু কাম শুষে নিলে
ঝড় শেষে প্রেম আমার শান্ত নদীটির মতো ভালবাসা খানি বুকে নিয়ে
পরে রইলো স্যাতস্যাতে বিছানাতে

তোমার ভিতরে প্রেম অমর
আমি হলাম অমর প্রেমিক

প্রেমিক-১


আমি আর কত টুকু পারি
তুমি তার থেকে বেশি নিতে পারো
তুমি সব টুকু নিতে পারো .. যত টুকু দিতে পারে না মানুষ
তার থেকে বেশি আমি কি দেবো
তোমাকে দিতে দিতে নিঃস্ব হয়ে যাবো, শেষ হয়ে যাবো

শেষ হতে হতে জেনে যাবো
একমাত্র আমি-ই তোমাকে তৃপ্ত করেছিলাম
একমাত্র আমি-ই তোমার প্রেমিক ছিলাম

তুমি-৬


তোমাকে সাজতে গিয়ে সং সেজে বসে আছি আমি
তুমি হেসেছিলে, কি দারুন আপ্লুত হয়েছি আকাশ কুসুম
ভেবেছিলাম ভালবেসেছিলে

সং দেখে সবাই হাসে, এটাই সত্য চিরন্তন
হাসি থেমে গেলে এক ঝাপি দু:খ ভরা বুক
দেখি তুমি নাই আশেপাশে

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

চোর


তোমার চুম্বন থেকে কিছু উত্তাপ চুরি করে
সেই যে ফেরারী হলাম
তোমার প্রেম থেকে নিস্তার মেলে না তবুও

কতেক ভালবাসা পাঠিও হৃদয়ের জেলখানাতে
এইবার ধরা দেব প্রেম পুলিশের হাতে

                                                         মাসফিক এর সৌজন্যে 

প্রেম ভিখারী


দোকানদারী সার করেছি
মনের দায়ে আরো কিছু ধার করেছি
একলা কিছু স্বপ্ন ছিল সেগুলোকে পর করেছি
ভর করেছি প্রেমের নায়ে
এবার যাবো তোমার দ্বারে .................

ফুল কিনেছি দুল কিনেছি
চুরি ফিতা ঢাকাই কাতান
মনের মত প্রসাধনী, সব কিনেছি নিঃস্ব হয়ে
এক বাক্স প্রেম কিনেছি স্বপ্ন দিয়ে
এবার যাবো তোমার দ্বারে ..................

খুলে দেখো মনের দুয়ার
প্রেম ভিখারী কড়া নাড়ে....................

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

তুমি-৫


একটা দিন পুরো বিচ্ছিন্ন ছিল আমার জীবন যাপন থেকে
আমার সমস্ত আধার থেকে
পুরো একটা দিন ছিল আমার তোমার সাথে..
শুধু তোমার সাথে

এখনো শীতার্ত হৃদয় উষ্ণতা নেয় সেদিনের সেই তাপে
সেদিনের সিক্ত বর্ষণ গুলো এখনো কাপায় কিংবা
উপহাসে আদ্রতা দেয় হৃদয়ের মরুভুমিতে

পুরো একটা দিন তুমি কাটিয়েছিলে আমার সাথে
কখনো হেটে, গানের আড্ডায়, কবিতার কথায় কথায়
আবার কখনো বৃষ্টিতে ভিজতে ভিজতে

সেদিনের ঋণে দেউলিয়া হয়ে গেছি কবেই
তবু একবার ও আসলে না তুমি হিসেব নিতে

তুমি-৪


হাটতে হাটতে পথকে করেছি ক্লান্ত
দরজাগুলো সব চেনা জানা তাই এখন আর খুলে না
চোখ গুলো বিরক্ত, অনিচ্ছা সত্ত্বে তাকালেও কিছু দেখে না
মুখ গুলো উপদেশ দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে এখন ভেংচি কাটে
যেখানেই যাই ... আমাকে স্থান দিলো না কেউ .........
পৃথিবী খুব ছোট ঠিক তোমার হৃদয়ের মতো, সেখানে আমার জায়গা হলো না ...........

এই বার উপরে তাকাই..............
এক ফালি আকাশ সুবিশাল শুন্যতা নিয়ে অপেক্ষায় আছে
তুমি প্রেম না দিলে
চলে যাবো আকাশের কাছে ....................................

তুমি -৩


একটা প্রেম উষ্ণতা হীন
ভিতরে ভিতরে পুষে রেখেছি
সেই প্রেমটার দারুন অসুখ, ঘুমিয়ে থাকে জাগে না
তোমার ঠোটের আগুন গুলো খুব প্রয়োজন
চুম্বন তুমি দিলে না ......................................

অনাদরে একটা ফাগুন নিভেই গেলো
ভেতরে একটা সবুজ প্রেমের মৃত্যু হলো

তুমি-২


তুমি ভেবেছিলে আমি কামুক নই
আমি কি আর প্রেমিক হতে পারি ......

সমস্ত শরীর জ্বলে গিয়েছিল কমে
ভেবেছিলাম অপবিত্র হবে প্রেম ... কাম তো ভালবাসা নয় ভোগ
দৃষ্টিতে তাই কাম রাখিনি .......
এই ছিলো আমার ভুল ..............................................
এক বার ও ছুয়ে দেখোনি ..এই ছিলো তোমার ভুল .......

যদি জানতাম ভালবাসা কামেই পূর্ণতা পায়
যদি জানতে প্রেম ছিলো আগুনের মত
দেখতে কি ভীষণ প্রেমিক আমি
কি দারুন জ্বলে যেতে আমার আগুনে
কি দারুন বসন্ত হত দুই জনে মিলে

তুমি-১


চোখের ভিতর একটা আগুন জ্বেলে
জ্বালিয়ে গেলে আমার শরীর, অন্তর, সর্বস্ব
জ্বালিয়ে গেলে কামের আগুন ..................
আমি ভিতরে ভিতরে পরিচয় পেলাম প্রেমের
এর পর আমি প্রেমিক হলাম ..............
প্রেমের ভিতরে ভালবাসা গুলো ফাগুনের ফুলের মত
ফুটতে লাগলো অবিরত ...তার পর ফুল ঝরে গেলে
ফাগুনের সাথে সাথে তুমি চলে গেলে .....................
তুমি চলে গেলে ..............

এখনো ফাগুন আসে নিয়মিত
এখনো ফুল ফুটে কামের .... প্রেম হয়
শুধু ভালবাসা ফিরে না ........

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

ছাই


এখন আমি আনমনে হেটে যাই পথে পথে
কথা বলি রোদের সাথে আর বৃষ্টিতে ভিজি অযথাই
শীতার্ত পাখিদের আপ্যায়নে রাত কাটাই কুয়াশার সাথে
অথবা, ভুল করে তোমার গলিতে ঢুকে যাই

নিষিদ্ধ গলির ভিতর ঢুকে মনে হয়
এসেই যখন পরেছি জেনে যাই তোমার কুশল
জেনে যাই কেমন ছিলে, কেমন আছো
অথবা, কি ভিশন জ্বলি একবার দেখাই

প্রতিবার দরজা খুলে
তুমি শুধু খুঁজে পাও কতেক ছাই

রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

নাসা



তোমাদের আছে আনবিক বোমা
পেন্টাগন আর নাসা
আমাদের আছে অন্তর জুড়ে
মানবিক ভালবাসা

                        মানিক রহমান এর সৌজন্যে 

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১

ভোতা মানুষ


আমার ক্রোধ গুলো
আমি সাজাতে পারিনা তেমন
যেমন করে মুখ বুজে সয়ে যেতে পারে
জনসাধারণ

টক শো


তুমি দারুন দারুন সব কথা কও
আমার মজা লাগে.... আমি হোগা মাথা কিছু-ই বুঝিনা
তবু ও মজা লাগে... তোমার সব কিছু-ই আমার মজা লাগে
সবচে বেশি মজা লাগে তোমারে টেলিভিশনে যহন দেহি ....
আমি সিরিয়াল ফালাইয়া থুইয়া তোমারে দেহি .. খালি তোমারেই দেহি
আমি কমেডি সার্কাস এর থেইকা ও বেশি তোমারে দেইখাই হাসি
আমি হোগা মাথা কিছু-ই বুজি না তবুও হাসি ........ আমার খুব মজা লাগে...

খালি মজা লাগে না বড় বড় রাইত গুলা ...... শেষ আর হয় না
খালি তোমার পয়সা উসুল হয় ...
আমারে খালি তহনই তোমার মজা লাগে

শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১১

তোমাতে তবুও প্রেম হলো না


পালাবার কোনো পথ ছিল না .
অপরাধী প্রেম অনুতাপ নিয়ে লুকিয়ে ছিল প্রেমের ভিতরে
তোমাতে তো তাই প্রেম হলো না
সবকিছু গেলো সে প্রেমের তরে ... প্রেমিক তোমার
সার্থক হলো.... সার্থক হলো ..... আজীবন ভর প্রেম করে গেলো
তোমাতে তবুও প্রেম হলো না

পালাবার যদি পথ থাকতো... দুরে থাকতাম
একবার প্রেম তোমাকেই করে দৌড়ে পালাতাম
পালাবার যদি পথ থাকতো
আমিই তোমার একমাত্র প্রেমিক হতাম

কালো কবিতা-১৯



এইবার হবে
তোমার সমস্ত কোষে কোষে, স্নায়ুর ভিতর
আমার একটা কিছু হবে

না থাকার মতো করে


তুমি দেখো নাই তুমি চেন নাই
তুমি জানো নাই আর জানবে না কখনো
ভালবাসা.... তোমারে ভালোবেসে যাবো গোপন করে

আমি থাকি সবসময় তোমার পাশে
না থাকার মতো করে......


আমদানি


এইবার জেগে উঠবে
জেগে উঠবে তারা বিদেশী নর্তকীর
গোস্তের উত্তালে .............. এই বার হবে জম জমাট
লড়াইয়ে.... দেশী গনীকারা কোথায় যাবে?
হায় হায় কোথায় যাবে....................
মুখ বন্ধ সুশীল সমাজ ..........
চোখ খোলা রাখে.......... গোস্তের উত্তালে ......

রাশি চক্র


আমি সিংহ তুমি মিথুন ছিলে
অথচ কি ভুল.... তুমি-ই আমায় খেলে
রাশিচক্র ভুল.... ভুল নাহলে কি হায়
খাদ্য খাদকেরে খায়?

তুমি খেলে এমন তাচ্ছিল্লে
খেলে না আসলে জুঠা করে দিলে
শুশ্রুষায়, সোহাগে যতনে
অবশেষে ছুড়ে ফেলে দিলে
রাশিচক্র ঠিক.... ঠিক না হলে কি হায়
মিথুনে মিথুন মিলে যায়?

এখন আর জুঠারে কে খায়?

পারফিউম


চোখের ভিতরে দেখো
দেখো কঠিন চোয়ালে,
পোড়া চামড়ায় একবার ছুইও,
খুব কাছাকাছি এসে একবার শুকে দেখো
মোর ঘামের গন্ধ টুকু, কৃষক শ্রমিকের

কিছু কি চেনা চেনা মনে হয়? ইটারনিটি কিংবা স্যানেলের

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

বিদ্রোহে


এইবার দেখে নেবো অসীম সাহসে
উত্তাল সমুদ্র জাগে এই বনবাসে
এইবার হবে জীবনের জুয়া হতাশার দেশে


মৃত্যুকে পুষে নিয়ে বুকের ভিতরে
আমি ঠিক ধরে যাব জীবনের বাজি
তোরা কে কে যাবি বিদ্রোহে আয় কে কে রাজি

সুযোগ পেলে কৃষক হতাম


ফুল বানতাম ফল বানাতাম
হলুদ রঙের বন বানাতাম
বীজ বুনতাম সুখ ফসলের
স্বপ্ন গুলো নবান্নেতে ছড়িয়ে দিতাম

সবুজ সবুজ ভালবাসা তোমার কাছে হাত পেতেছে
হাত পেতেছে, মহারানী........
দেবে তোমার জায়গা খানি ?
বীজ বুনতাম সুখ ফসলের

আমি যদি সুযোগ পেতাম
কবি না হয়ে কৃষক হতাম

খেলা


ভেতরে ভেতরে খেলে যাচ্ছি ভাঙ্গা গড়ার খেলা
ভাল্লাগেনা তোমার অবহেলা
আবার বানাই আবার ভাঙ্গি বানাই ভাঙ্গি
অকাল আমার কাল হয়ছে বিষন্ন এই বেলা

বান্ধবলো


তোমারে না কইছি উত্তরমিহি পাও দিয়া ঘুমাইতে নাই
কইছিলাম না দাত দিয়া নখ কাইটটো না
.................................মনে নাই ?
আমি জানি আমার কতা তোমার কিচ্ছু মনে নাই

গত রাইতের অন্ধকারে কই অছিলা, ভুইল্লা গেছ?
বান্ধবলো, কেমুন আছো?

অপেক্ষায় থেকো শুধু


অপেক্ষায় থেকো শুধু
অপেক্ষার অদৃষ্টে বিপথে খুজোনা আমায়
বিচলিত আলোড়ন তুলে
অযথা খুজোনা তারে, যে হারায় হারাবার স্বপ্নের পথ ধরে

খুঁজে পেলে দেখবে, আমিওতো ছিলাম অপেক্ষায়

যদি নাগাল না পাই


আমি যখন তাকাই দূরবর্তী কোনো দূরে
ভয় পেয়ে যাই খুব, যদি নাগাল না পাই তোমার.

একান্ত বিষন্ন ভাবে
অযথাই নিজে কে খুড়ি আত্মগোপনে
নিজেকেই বিস্তৃত করি ভুল জুড়ে, সীমাহীন সীমানার দিকে
এলোমেলো এগুতে এগুতে

মনে হয় শুধু কত দূরে
ভয় পেয়ে যাই খুব, যদি নাগাল না পাই তোমার.

বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

আমি তোমায় সকাল দেবো সকাল হলেই

সব সকাল ই শুভো থাকে
কোনো কোনো সকালে শুধু আমরা অশুভ থাকি
তোমাকে সেরকম কোনো সকাল দেবো না আমি
আমি যা দেবো আমার কাছে তা সব চাইতে দামী

আমি একটা সকাল দেবো সকাল বেলা
তুমি কি জানো আমার কবে সাকাল হবে?
আমি তোমায় সকাল দেবো সকাল হলেই.
কত কাল যে দেখে যাচ্ছি সকালের পথ

সকাল হলে আমি হব প্রকাশিত
ফুল গুলো সব উঠবে ফুটে দেখতে আমায়
পাখিরা সব ঝগড়া করবে
আমার তরে স্বাগত গান গাইবে বলে 
পাখিরা সব ঝগড়া করবে কিচির মিচির

আমি সেই সকাল টাকে তোমায় দিবো
প্রকাশিত হব শুধু তোমার জন্যে
কেন জানি আমার শুধু রাত কাটে না
আধার থাকে অপেক্ষাতেই সকালের পথ

আমি তোমায় সকাল দেবো সকাল হলেই.

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

আমি হলে


আমি হলে বসন্তকে বদলে দিতাম
আমি হলে শীত হতো না, সারাটা কাল হেমন্ততে ছড়িয়ে দিতাম
আমি হলে বর্ষা হতো কালেভদ্রে, বৃষ্টি হত সবুজ রঙের
আমি হলে আমার মতো সবকিছুকেই রাঙিয়ে নিতাম তোমার রঙে

আমি যেমন ডুবে থাকি তোমার কালে
আমি হলে
সেটাই হতো একমাত্র বসন্তকাল

মরুভূমি


আমি তোমায় বানাবো না
মেলাবো না, জোড়াবোনা,  ভাঙ্গবো শুধু
আমার আছে মরুভূমি একটা ধুধু

সেখানে জল তুমি শুধু তোমার মত
আমার ভিতর তৃষ্ণা চলে অবিরত
আমি শুধু ভাঙ্গন ডাকি তীব্র ভাঙ্গন
মুরুভুমির ভাঙ্গন তুমি দেখবে কত

আমি শুধু ভাঙ্গতে জানি
এক জনমে আমি ছিলাম নদীর মত

সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১

শীতার্ত বেড়াল


ভেবেছিলাম বেড়াল হয়ে তোমার ঘরে ঢুকব এবার
হাত বুলাবে কোমল পিঠে , কোমল হাতের আগুন জ্বেলে 
প্রেম দেবে এই তীব্র শীতে 
ভেবেছিলাম বেড়াল হব 

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১

কখনো ভাবি নাই, সাড়া দিতে হবে



মঝে মাঝে আমি একটা ডাক শুনি
বহুদূর হতে ভেসে আসে অথচ মনে হয় খুব কাছাকাছি

আমি ঠিক জানি না সে কিসের ডাক
আমি উপুযুক্ত বিশেষণ খুজি
কিন্তু ঠিক মেলাতে পারিনা কোনো কিছুতেই
আমি ব্যর্থ হই

একবার খোজ নিতে গিয়ে
ফিরে এসেছিলাম বহুদূর গিয়ে
কখনো সখনো চেনা গন্ধ
অচেনার মত মনে হয়েছে সেই ডাকটাকে
চিনতে আমি ব্যর্থ হই আবার

মস্তিস্কের অতলে ঢুকেছি বার বার
চিনতে আমি ব্যর্থ হই আবার

এই ভাবে ব্যর্থ হয়েছি বারবার
বিব্রত হয়েছি সেই ডাকের কাছে
অথচ, কখনো ভাবি নাই
সাড়া দিতে হবে

এই বর্ষায়


কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল মনের ভিতর.
মন আমার কোমল পলি উর্বর

এই বর্ষায় একটু না হয় আমায় দেখে যেও
ভালবাসার চারা গাছে একটু যত্ন নিও.

দুঃখ-১


আমি কাঁটা
আমি ফুলবনে গিয়েছিলাম ভুলে
বসন্ত কি আর আমার হওয়ার?

কালো কবিতা-২০


তোমার ভেতরে ঢুকি
ভেতরের সব এলোমেলো করে
তোমাকেই শুধু খুজি!!!

তুমি -৩৭

তখন তুমি আকাশ দেখো
তখন আমি তোমার নীল শাড়ী দেখি
তখন আমি ভুলে যাই আকাশ নীল
তখন আমি আকাশ খুজি তোমার চোখে.

দুরত্ব

খুব কাছাকাছি থাকো
বারুদ থেকে আগুনের দুরত্ব যত
প্রতিটা উত্তাপ নিঃশ্বাসে তোমার অস্তিত্ব টের পাই
নষ্ট ফাল্গুনের দিনে আমাদের এইতো দুরত্ব 

শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১১

আমি-ই তোমার এক মাত্র সবুজ ব্যথা .


এখন তুমি কেমন আছো?
কেমন করে এখন এখন তুমি স্বপ্ন দেখো?
তোমার চোখে নিজের করে যেই স্বপ্ন দেখেছিলাম
সেই স্বপ্নে এখন তুমি কেমন আছো?

আমার কথা থাকলো না হয় বুক সেল্ফ-এ
কিংবা কাঠের আলমিরাতে
ঘুনে খবে? খাক না তবে.......
স্বপ্ন চোরের সাজা হবে এইটুকুতেই .........

ভালো থেকো কেমন করে বলতে পারি
যার গেছে সেইতো জানে যাওয়ার ব্যথা
আমি জানি তোমার সকল দু:খের কথা
আমি-ই তোমার এক মাত্র সবুজ ব্যথা .

তোমার ব্যথা, আমার কথা, ভালো থাকা
পৃথিবীটা বুঝবে না যে এসব কথা
আমি-ই তোমার এক মাত্র সবুজ ব্যথা.

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১১

আমার কাছে বড্ড শখের অনেক গুলো দু:খ আছে


আমার জন্য ১৬ ও যা ২১ ও তা 
কিংবা বলি বিজয় ও যা ভাষা ও তা 
আমার কি আর সময় আছে মেলাবো এই হিসাব কিতাব.

আমার কাছে বড্ড শখের অনেক গুলো দু:খ আছে 
তাই নিয়ে রাত তাই নিয়ে ভোর, ভাবছেন কি দিনের কথা বলছি না যে?
কি হবে ভাই, দিন তো আমার অন্ধকারের স্বপ্ন খাচায়. 

তাইত যেসব দিবস আছে ....
আমার কাছে তাদের কি আর মুল্য আছে?

আমার শুধু বড্ড শখের অনেক গুলো দু:খ আছে 

লিংকন ভাইকে উদ্দেশ্য করে লেখা

পা ছুয়েছে জল.

পা ছুয়েছে জল.
জলের বুঝি প্রাণ টা এবার জলেই গেল. 
তল খুজো না অতল জলে 
কোথায় জানি জলের তলে আগুন জ্বলে 
সেথায় আমার ফাগুন জ্বলে........

নেবোনা

ফুল গুলো সব নেবোনা 
তোমার সাথে কি আর হবে বেচা কেনা ?
এই বাজারে আমি কি আর তোমার মতন এমন দামী 
ঘাস গুলো সব সবুজ থেকে বাদামী রং এই ধরেছে 
আমি এখনো গরুর পেটে যাইনি তবে 
এই জনমে হবে ই না যে তোমায় চেনা ....

আমার সাথে তোমার ফুলের গন্ধ টুকু
গরুর পেটে গেলই বুঝি
গরুর পেটে গেলই বুঝি ভালবাসা !!!

লালের ব্যথা

লালে আমার এলার্জি হয় 

লালে আমি লালায়িত পশুর মত

লালে আমি অন্ধ হয়ে অন্ধকারে 

লালে আমার লতায় পাতায় বসন্ত পায় 

লালে আমার সবুজ খানি কোথায় জানি হারিয়েই যায়