রি হোসাইনের কবিতা
রি হোসাইন, বাংলাদেশের কবি ও লেখক
পৃষ্ঠাসমূহ
প্রচ্ছদ
ছোট গল্প
কালো গল্প (চলিত)
অনুবাদ কবিতা
যোগাযোগ
শুক্রবার, ৩১ মে, ২০১৩
মৌমাছি ভুলে গেছে মাধু
মৌমাছি ভুলে গেছে মাধু
তার চেয়ে ভালো নেই, এক মুঠো ক্ষুধা নেই
এই ফুল সেই ফুল, ভুলে গেছি ফাল্গুন
পিপাসার ভ্রম নিয়ে মরুভূমি ধুধু
শনিবার, ২৫ মে, ২০১৩
বিভ্রান্ত বেড়াল
একটা বেড়ালের চোখে চোখ পরে গেলো
যে, নিঃশব্দ আমাকে অনুসরন করছিলো
তাই দেখে আমিও শব্দ করে ফেলি বেড়ালের-ই সুরে
কি আশ্চর্য রকম বেড়ালের মতই আমার স্বর
বিভ্রান্ত বেড়াল
আমাকে বিভ্রান্ত করে দীর্ঘক্ষণ
সেই কথপোকথন চালিয়ে গেলো
রবিবার, ১৯ মে, ২০১৩
কালো কবিতা-৫৭
বলেছিলে কবিতার একটা যাদুকরী গুন আছে
এরা রাত্রের স্থায়িত্ব কমিয়ে দেয়
আমি দীর্ঘ রাত গুলো যাদু দেখবার আশায় আশায় কাটিয়ে দিয়েছে
নিষ্পাপ কবিতারা রাত্রির বয়েস চুরি করেনি
স্বর্গের মত অন্ধকারের ভিতর আমাকে ঢুকিয়ে দিয়েছে
তার পর থেকে আমি আর দিন দেখিনি
বুধবার, ১৫ মে, ২০১৩
তুমি-৪৫
তুমি যখন আমার সবুজ ব্যাথাটাকে উস্কে দেও
ওটা তখন এতো তীব্র লাল হয়ে যায় যে
রক্তজবা তোমার খোপায় বসে লজ্জায় মরে
সেও তখন ঘাস হতে চায় তোমার পায়ের তলের
যতবার তুমি এইভাবে হৃদয় মাড়িয়ে যাও
ততবার আমার সবুজ ব্যাথাটা প্রেম হয়ে যায়
কালো কবিতা-৫৬
ঠিক আছে, আমি আর জন্ম নবো না
তার পরিবর্তে একটা অন্ধকার কবিতা লিখে রাখবেন
হারিয়ে যাওয়া কলমের কালি আর বিষন্ন কাগজ
একটা রাত্রিকে ধারন করুক
যদিও বা কেউ পড়বেনা
যদিও বা কাগজে সূর্য আঁকা থাকবেনা
কালো কবিতা কেউ পড়বে না
ঠিক আছে, আমি আর জন্ম নেবো না
বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩
বাচাল
একদিন আমিও কথা বলবো না আর
একটা বাচাল হারিয়ে যাবে অচল সময়ে
সীমাহীন নিস্তব্ধতা তুমি পেয়ে যাবে
আর স্বস্তির নিঃশ্বাস জুড়ে কিছু কি অস্বস্তি .........
তার পর তুমিও চিৎকার করে উঠতে পারো
তারপর ভেঙ্গে যাবে নিরব পাহাড়
তারপর তুমিও বাচাল হবে
একদিন আপনিও বাচাল হবেন
বুধবার, ৮ মে, ২০১৩
পলাতক
আমি যাদের হারিয়ে ফেলেছি
তাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে খুজে পেলে
আমি পলাতক চোখ দেখে ভয়ে পেয়ে গেলে
তারা পলাতক, তারা হারিয়ে গেছে
তারাই আমাকে খুজে ফেরে
অথচ
পালিয়ে বেড়াচ্ছি
সেই কবে থেকে
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
হোম
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)