রবিবার, ২৪ জুন, ২০১২

তুমি-২৬



হাতের মুঠোয় আকাশ ধরে ঝাকিয়ে দিলাম
বৃষ্টি হলো .... প্রেম হলো না
কেমন কেমন বর্ষা ঋতু চোখের জলে ভাসিয়ে দিলাম
উঠান তোমার প্রেম বন্যায় হাবুডুবু
তুমি কেবল জল ছুলে না

সারাটা কাল বৃথা-ই গেল
ঝর অঝোরে বৃষ্টি হলো
প্রেম হলনা .......
তুমি কেবল জল ছুলে না

কদম ফুলের পরাগ গুলো নষ্ট হলো

প্রেমিক- ২২


বৃষ্টি আর প্রেম নিয়ে আমি বিভ্রান্তি তে থাকি
যখন বৃষ্টি ঝরে তখন মনে হয় প্রেম মূলত তোমাকে পেতেই হবে
অথচ তোমার বিরহে জ্বলেই আমি প্রতিবার প্রেমিক হই

তোমার বিরহে  জ্বলে-ই প্রেমিক মেঘ হয়ে উড়ে যাবো
আর তুমি বৃষ্টির ঘ্রাণে আমার প্রেম খুঁজে নিও

তুমি-২৫



ঋতু বদলেছে
এখন বৃষ্টি ছুয়ে তোমার অশ্রু অনুভব করি
বিশ্বাস কর আমি ভালো নেই

আগামী বর্ষণে কিছু সান্তনা খুঁজে নিও
বৃষ্টির জলে যেটুকু-ই ভিজো আমাকে অনুভব করে দেখো ......

এখন তোমার বর্ষাকাল গুলো
ঠিক আমার বর্ষাকালের মত
এখন তোমার অশ্রু গুলো ঠিক আমার-ই অশ্রুর মত ....

শুক্রবার, ১৫ জুন, ২০১২

বিপ্লবী-১৯




এখনো তোমাতে কিছু দুর্লভ কালো স্বপ্নের বীজ অংকুরিত হয়
তোমার চেহারাটা ইদানিং খুব দেখা যায় লাল কালো রঙিন পর্দায়
মনে হয় শুধু ভুলে গেছো মানুষের রক্তের রং
ইদানিং তুমি ভুলে যাওয়া পরিচয়ে নতুন সজ্ঞা বসাও

আমাকে শিখিয়োনা
কত খানি চোখ বুজে অন্ধ হতে হয়
কত গুলো লাল চোখে বিপ্লব হয়

রবিবার, ১০ জুন, ২০১২

বিপণন

আমি আমার মৃত্যু বিক্রি করতে চাই
যখন সেটা একটা কবিতা হবে, তুমি আপ্লুত কান্নার সুযোগে
কিছু কিছু সুখ পাবে
কখনো সেটা ঝর  বৃষ্টি হবে
তোমার অশ্রু গুলো শুষে নিয়ে আপন প্লাবনে

আমি চাই সেটা একটা বিপ্লব হবে
জোয়ার ও  যৌবনে একাকার

বুধবার, ৬ জুন, ২০১২

তুমি-২৩


কিছু হলেই মানুষ ভাঙ্গ
একটু হলেই ভেঙ্গে যেত মরু ভূমি
একটু হলে মরিচিকার প্লাবন তোমায় ভাসিয়ে নিতো

ভুল শুকালে আবার এসো
হাহাকারের বর্ষা দিয়ে ভাসিয়ে দেব

তুমি-২৪

এত কিছু জানা ছিল না শুষ্ক ঠোটে
সেখানে শিমুলের বাসা হাক ডাকে ভালোবাসা
তোমার চুম্বনের লালসা পোড়াচ্ছিল

ছুয়ে যাওয়া আগুনের বর্ষণে ভেসে যাই

শুক্রবার, ১ জুন, ২০১২

ব্যয়


বিকৃত অশ্রু গুলোও মুক্তোর মত
কেননা সেখানেও পরিহাস ছিল, পাপ ছিল
এর পরও আমি কাঁদি.. খানিকটা জল সেখানেও ঝরে

কালো কবিতা-১০


মাঝে মাঝে মানুষ হতে ইচ্ছে করে
ইচ্ছে করে মানুষের মত ডাকাত হতে কিংবা পবিত্র
অবিরাম অংক করে করে মানুষেরা যেভাবে হাসে
ইচ্ছে করে একবার হিসেব করে দেখি
অথচ আমি হিসেবের বেহিসেবে চমকে উঠি


অনুধাবন না করেই আমাকে স্পর্শ করেছ
তুমি সেই থেকেই  অভিশপ্ত