শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

সম্পুরক


অর্থহীন সুন্দরী নারী আর আমার মৃত্যু
অনেক সম্পুরক প্রশ্নের জন্ম দিয়ে যাচ্ছে
কিংবা প্রেম ...... আর আমি উদ্ভ্রান্ত স্বপ্নের পরিনাম নিয়ে দিধাগ্রস্থ

কিছু খাদ্যের ঘ্রাণ রেখে যেতে হবে
আমি মানসিক ভাবে মানবিক হতে গিয়ে
বিসর্জন দিয়েছিলাম সুন্দরী তারে ........
অথচ মৃত্যু না ছাড়ে আমারে ....আমি উদ্ভ্রান্ত স্বপ্নের পরিনাম নিয়ে দিধাগ্রস্থ


আমার জন্মের দায় আমি প্রেম কেই দিতে চাই
কিন্তু আমার জন্ম ছিল খাদ্যের সীমাবদ্ধতায়

অর্থহীন সুন্দরী নারী আর আমার মৃত্যু
অনেক প্রশ্নের উত্তর না দিয়ে-ই চলে যায়

বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

কালো কবিতা-৭



আমি ভুল করে বিপ্লবী চোখ খুজি ব্যর্থ শহরে
হাহাকার জেগে থাকা বিষন্ন বহরে
তাড়া খাওয়া মানুষের ভীর দেখে আমি বার বার ভুল করি......

আসলে বিপ্লব নয়
কোনো বিপ্লব পরাজিত মানুষের নয়

বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২

অংক



অসংখ্য সংখ্যালঘু মানুষ আমাকে ঘিরে ফেলেছে
আর আমি একা
আমি তো একা-ই

আমি যখন একা তখন আমার মনে হলো আমি মানুষ না
অথবা তোমরা মানুষ না
অন্তত তোমাদের মতে .... তোমাদের চোখে চোখ আমি রাখি নির্দ্বিধায়
আমাদের প্রশ্ন গুলো হোচট খেলে
একটা সারাদিন বৃষ্টি হবে .... তার পর অবিরাম
আমার উপরে ফেলা চোখ থেকে জল ঝরে যাবে

সংখ্যালঘুর হিসাব তোমরা মেলতে পারবে না

ব্রে



ছড়িয়ে থাকা তাসের বান্ডিল
উল্টানো ইস্কাবনের বিবি, পরিত্যক্ত বিছানায়
প্রতিবার সর্বস্ব খোয়ানোর বাতিকে পরাজিত হয় প্রেম

এমন ও খেলাও নাকি আছে তেরটা হৃদয়
দিয়ে একটা কালো প্রেম নাকি জয় করা যায়
প্রতিবার-ই আমার কিছুটা হৃদয় ফসকে যায়

হৃদয়হীন পুরুষেরা চিত্কার করতে থাকে
ব্রে..... ব্রে.....ব্রে .....
জয়ী হওয়া পুরুষেরা চিত্কার করতে থাকে
ব্রে..... ব্রে.....ব্রে .....

প্রতিবার সর্বস্ব খোয়ানোর বাতিকে পরাজিত হয় প্রেম

বুধবার, ২২ আগস্ট, ২০১২

কালো কবিতা-৮

কালো কবিতা-৮

তোমার কুমারিত্ব কে শ্রদ্ধা করিনি
সততার বিশ্বাসে চুম্বন ছেড়েছি বাতাসে
ঘন রাতেও তোমার ঘরের বাতি নিভলো না
বেচারা প্রেম উবে গেল কামের হুতাশে

প্রেমিক-৩০ (জলপরী)



অভিযান ফেলে রেখে একজন নাবিক
একটি জলপরীর প্রেমে পড়ে ........
আর সেখানে ধ্রুপদিরা থেমে যায়

কতকাল পরে
জলপরী আসে
নাবিকের বেধে রাখা নোঙ্গরের আশে পাশে
নাবিকের চোখ হতে নক্ষত্র খসে যায়

ল্যাংস্টন হিউজেস এর থেকে ভাব ধার করে

মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১২

প্রেমিক-২৯

তোমাকে পড়ে শোনাব কবিতার কিছু অংশ বিশেষ
কিন্তু পুরো কবিতা টা তোমার জন্যে না
বাকিটা শুধু আমার জন্যে .... একান্ত
বাকিটা শুধু দু:খ দিয়ে মোড়ানো ..............

একদিন প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে দু:খ দেবনা .....
একদিন আমি তোমার প্রেমিক হয়েছিলাম ......

সোমবার, ২০ আগস্ট, ২০১২

প্রেমিক-২৮


পরাগের ভুল থেকে যে প্রেম গড়িয়ে এলো আমার দুয়ারে
সেখানে আমার ও কিছু পাপবোধ ছিল....... আর দ্বিধা
আমার ও কিছু অযোগ্যতা ছিল .... অনুরাধা ............

প্রেমিক -২৭


মনে কর একটা নির্বাসিত দ্বীপে আমি
আর তোমার সমুদ্রতটে ভেসে বেড়ানো শেওলা রা আমাকে ঘৃনা-ই করে
যাবত যাযাবর ছিলাম সুখের হুতাশে .. এ আমার কি হলো
একটা স্থবির প্রেম চেপে গেল ঘাড়ের উপর
অথচ তোমার সমুদ্রতটে ভেসে বেড়ানো শেওলা রা আমাকে ঘৃনা-ই করে

প্রেমিক- ২৬


এখনো ঘৃনাকে অস্বীকার করেই বেচে আছি
তার চেয়ে বড় কথা রাতারাতি বৃষ্টির মোহে পরিনা
যথারীতি কিছু যাযাবর সঙ্গী জুটেছে

কিছু কিছু দীক্ষার ভারে
এখন কিছুটা অস্থির, আর কিছু বসন্ত ভুক হতে চাইলে
এখনো প্রশ্রয় পাবে প্রেম

এখনো পথের চোখে আপন চোখ পড়লে চমকে উঠি
তোমার চোখ তুমি কত চোখে ধারণ করেছ কে জানে
অথচ ঘৃনাকে অস্বীকার করেই বেচে আছি.........

ব্যর্থ ইতিহাস



প্রতিদিন রোজ ফুল তুলে ফিরে যায় তরুণী
আমাদের জানা ছিল সে আমার জন্যে নয়
ফুলের ও পরাগ থাকে, কিন্তু সে জানতনা সব .......

আর তাই ঘ্রাণ দিত প্রাণ ভরে মোরে
আমি খুব দ্বিধায় থাকি নিশ্বাসে প্রশ্বাসে ........
যদিও স্বর্গ সাজাতো নারী, আমি ইশ্বর হতে চাই নি
তবু কি নিপুন প্রেম ছিল আমাদের বিশ্বাসে

আমাদের জানা ছিল সে আমার জন্যে নয়
আমাদের প্রেম ছিল, ইতিহাস গুলো নয়

ইতিহাস ভেঙ্গেচুরে



একটি ভাঙ্গা কাঁচের টুকরায় একটি বসন্ত ছিল
আর সেখানেও হাহাকার ছিল জন্মের
তোমাকে প্রজন্ম নাম দিয়ে আমি ইতিহাস হব ..... ইতিহাস ভেঙ্গেচুরে

এবং সবুজ বৃক্ষগুলো ও তার রঙিন ফুল, যাকে বসন্ত বাল যায় কিংবা বলে থাকি
ভাঙ্গা কাঁচের টুকরা আবার ভাঙ্গি .....
যথারীতি প্রজন্ম ..জন্ম ...প্রজন্ম
যথারীতি ইতিহাস

এখনো বসন্ত দেখি
ইতিহাস ভেঙ্গেচুরে
কবেকার প্রাকৃতিক নিয়ম থেকে

(রবার্ট ফ্রস্ট এর কবিতা থেকে ভাব ধার করে )

অভিবাস


ভেজানো দরজায় কিছু স্বপ্ন রেখে দিলে
আর কিছু জন্ম অতিক্রান্ত হতে হতে
সে স্বপ্নের ভিতর-ই ক্লান্ত

সেখানে মানুষ
যাযাবর হতে চায় মৃত্যুর সুখে

বসবাস দাড়িয়ে-ই থাকে ঈশ্বরের হাত ধরে

কালো কবিতা-৯



আমার ভিতরে যে অভিমানী ঈশ্বর আছেন
আমি তোমাদের সেটা খুলে দেখাবো
চিরে ফেলা হৃদয় থেকে যেটুকু রক্ত ঝরবে
সেটুকু আমার দাবি
দাবি থেকেই যাবে ...... ঈশ্বর যদি তার দায় নিতে পারে
আমি তোমাদের সেটা খুলে দেখাবো

অথচ আমার চোখে
ইশ্বরের অশ্রু ঝরে

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

রোগ



চশমা পরার খুব শখ ছিল এক কালে
অথচ আমার চোখের কোনো রোগ ছিল না .......
আরো বেশি সমস্যা হলো, পাওয়ারলেস চশমা গুলো বড্ড বেমানান মনে হতো আমার চোখে
আমার ভিতরে হাহুতাশ ছিল, আক্ষেপ ছিল ..................

একবার উশৃঙ্খল একটা বৃষ্টির ফোটা আমার চোখে আশ্রয় নিয়ে ছিল
আর আমি ব্যবস্থাপত্রে একটা চশমা উল্লেখ করতে তাকে ব্যবহার করেছিলাম

বিপ্লবী-২১



মেপে মেপে সময় খরচ করেছি
মেধাকে বিশ্লেষণ করেছি খন্ড খন্ড করে
তার পর বিপ্লব নিয়ে পথে নেমেছি
ভন্ডের চোখ গুলো উজ্জল থেকে উজ্জল তর , এক একটা ধ্রুপদী নক্ষত্রের নকল
আমি হায় দিশেহারা পথিক হেটে-ই চলেছি 

এক ফোটা মৃত্যুর বৃষ্টি হোক
তোমাকে বিপ্লব দেবো
তোমাদের বিপ্লব দেবো
আমাকে ও দেবো প্রসারিত গর্বের বুক

শনিবার, ৪ আগস্ট, ২০১২

তুমি- ২৮

এখনো বৈশাখী বিকেলের ঝড় আশ্রয় খুঁজে দিগ্ব বেদিগ্ব
বিদিশার ও কিছু ধুলো উড়া কষ্ট থাকে
অথচ তোমার আচল ....
কি প্রসস্থ বিশ্ব লুকিয়ে রাখে .........

বিস্মিত ঝড়ের প্রলাপ
প্রেমিক হৃদয়ে লুকায়
খুঁজে নিও সেই তোলপার
কদচিত অনুকম্পায়