শনিবার, ২৪ আগস্ট, ২০১৩

কালো কবিতা- ৬৫



মৃত্যু আমার বুকের উপর শুয়ে ছিলো কিছুক্ষণ
তরতাজা রক্তের ঘ্রান বেদনা কাতর
আরো বেশী কাতর সোডিয়াম অন্ধকার

মুক্তি পেয়েছিলো; অচেনা যুবক চোর
আমার চার পাশ ঘিরে ওড়াউড়ি করে
মৃত্যুর চেয়েও কালো; এক মহৎ অন্ধকার

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে।



একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে
আমি সারাদিন খুজেছি 
একবার বৃষ্টিতে ভিজে আবার বিপ্লবী মিছিলে 
সারাদিন খুঁজেছি কদম তলার উজানে 
টিয়া পাখী উড়ে গেছে সেখানেও 
মাছের বাজারে খুঁজেছি, কাচা মাছের গন্ধ এখোনো গায়ে 
কালো পাড়ার চোরা গলি তন্ন তন্ন করে 
বুড়িগঙ্গার ঘোলা জলে দুফোঁটা অশ্রু ফেলেছি 
৩২ তলা সিঁড়ি বেয়ে অফিসের ছাঁদে উঠে
হাপিয়ে হাপিয়ে খুঁজেছি
মধুমতি সিনেমা হলে, ৮নম্বার যাত্রাবাড়ীর লোকালে
খুজে খুজে শহর ছেড়ে গ্রামে; মদিনাদের উঠানে
নওপাড়া পদ্মার পারেও তুমি ছিলে না

একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে
সেদিন আর কোন কবি কবিতা লিখতে পারেনি

বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

প্রেমিক-৫২



এলোমেলো প্রেম ছিটিয়ে প্রতারক সূর্যটা দুপুর ডেকে আনে

আমার আহত ক্ষুধা বিব্রত উত্তাপ খেতে চায়
ফিরে আসা সন্ধ্যার সুখ তোমাতেই পরাজিত হয়
প্রতিবার প্রেয়সী আমার; অন্ধকার বর দিয়ে যায়
যতবার সূর্যটা প্রতারণা করে যায়

প্রেমিক-৫১



এই রাত শেষ রাত বিশুদ্ধ প্রেমের মত!!! 

নষ্ট চাঁদের খোঁজে আজন্ম আঁধার আমার 
দূষিত গোলাপ দিয়ে অভিসার সাজিয়েছো 
সব কিছু শেষ হয়ে গেলো; সূর্যটা লজ্জিত!

সোমবার, ১২ আগস্ট, ২০১৩

চক্রান্তি



সারাদিন সূর্যের বিরুদ্ধে চক্রান্ত করি 
দুপুর গুলো প্রবল প্রতিপক্ষ 
বিকেলের জয় তোমাকে উৎসর্গ করে 
উদযাপন করি সন্ধ্যা বেলা 

অন্ধকারগুলো আমাকে স্বপ্ন দেখায় ! 
সেই স্বপ্ন দেখায় !!!

অভিসার



একটা নির্লজ্জ আকাশ আমার দিকে চেয়ে থাকে 
বীভৎস সূর্যের চোখ গুলো তীব্র দুপুর 
সব কিছু সয়ে গেছে সেই কবে থেকে 
নির্ভীক লাল চোখ 

আর যদি এসেই গেছো অন্ধকার জড়িয়ে 
একমুঠো তারা ছড়িয়ে ছিটিয়ে দেবো ভালোবেসে !
জানি তবু নির্লজ্জের মত সূর্য হয়ে যাবে.........

শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

সব কিছু নেহায়েত ব্যর্থ নয়



যে কাদামাটি পাথর হয়ে গেছে
কোথাও বা পোড়া ইট
অথচ আশ্চর্য শীতল

সব কিছু নেহায়েত ব্যর্থ নয়
রুগ্ন আঙ্গুলের ভাঁজে একটানা উত্তাপ
হয়তোবা স্বপ্নও লিখতে জানে