একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে
আমি সারাদিন খুজেছি
একবার বৃষ্টিতে ভিজে আবার বিপ্লবী মিছিলে
সারাদিন খুঁজেছি কদম তলার উজানে
টিয়া পাখী উড়ে গেছে সেখানেও
মাছের বাজারে খুঁজেছি, কাচা মাছের গন্ধ এখোনো গায়ে
কালো পাড়ার চোরা গলি তন্ন তন্ন করে
বুড়িগঙ্গার ঘোলা জলে দুফোঁটা অশ্রু ফেলেছি
৩২ তলা সিঁড়ি বেয়ে অফিসের ছাঁদে উঠে
হাপিয়ে হাপিয়ে খুঁজেছি
মধুমতি সিনেমা হলে, ৮নম্বার যাত্রাবাড়ীর লোকালে
খুজে খুজে শহর ছেড়ে গ্রামে; মদিনাদের উঠানে
নওপাড়া পদ্মার পারেও তুমি ছিলে না
একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে
সেদিন আর কোন কবি কবিতা লিখতে পারেনি