স্বপ্নের মারপ্যাঁচে জঞ্জাল; তুমি যাদুকর
যাদু করো
আর যাদু করে করে জঞ্জালে মারপ্যাঁচে
আরো আরো অভিভূত কর
আমি দিনকে দিনকে রাতের ছায়ায়
আমি পরে থাকি স্যাতস্যাতে বিছানায়
আর জঞ্জাল শ্যাওলায়
বিছানো মায়াজাল; তুমি মায়াবতী
আমাদের অনুদান দিয়েছো কালো সময়
মায়াবতী যাদুকর; নিদারুণ স্বপ্নময়!