আমাদের কোন অতীত নেই
আমরা চির বর্তমানে বসবাস করি
আর কেবল ভবিষ্যৎ লিখে রাখি.....
আমরা মৌলিক সংখ্যার মতো, অসীমের অবিচ্ছেদ্য অংশ
যতবার একে অপরের প্রেমে পড়ি
বারবার সময়কে ভেঙেচুরে গড়ি.....
আমাদের কোন গতিপথ নেই,
আলো কিংবা অন্ধকার নেই;
কোন ইতিহাস নেই, কোন বিচ্ছেদ নেই;
অথচ, অমোচনীয় দূরত্বের অভিশাপে
আমাদের মিলন হয় না কখনো
আমাদের এই যাপনের নামই ...... প্রেম!