রবিবার, ১০ জুন, ২০১২

বিপণন

আমি আমার মৃত্যু বিক্রি করতে চাই
যখন সেটা একটা কবিতা হবে, তুমি আপ্লুত কান্নার সুযোগে
কিছু কিছু সুখ পাবে
কখনো সেটা ঝর  বৃষ্টি হবে
তোমার অশ্রু গুলো শুষে নিয়ে আপন প্লাবনে

আমি চাই সেটা একটা বিপ্লব হবে
জোয়ার ও  যৌবনে একাকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন