রবিবার, ১০ জুন, ২০১২

বিপণন




আমি আমার মৃত্যু বিক্রি করতে চাই
তুমি আপ্লুত কান্নার সুযোগেও
কিছু সুখ পাবে.....

আমার মৃত্যুটা ঝড়-বৃষ্টি হবে
তোমার অশ্রƒ শুঁষে নিয়ে আপন প্লাবনে
যখন সেটা একটা কবিতা হবে, 
এতে আমার মৃত্যুর দাম শোধ হবে.....

আমার মৃত্যুটা একদিন বিপ্লব হবে
জোয়ার ও যৌবনে একাকার
শোষকের পতন আনবে;
তুমি মুক্ত বাতাস পাবে 
তোমার উল্লাসে উল্লাসে
যখন সেটা ইতিহাস হবে 
এতে আমার মৃত্যুর দাম শোধ হবে.....

আমার মৃত্যুর মূল্য কত?
আমার মৃত্যুই ঠিক দেবে.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন