শনিবার, ৭ জুলাই, ২০১২

প্রেমিক-২৪



ভাঙ্গা দরকার কিছু হিমায়িত স্বপ্নের আকাশ
মেঘ বৃষ্টি ঝরে গেলে অশ্রু অসীম হোক
কত খানি বিভোর ছিল আমার নির্বোধ চোখ 
শরতের ফুল  আমি ভুল চোখে
ভুল রং গুলো মেখে মেখে
একেছি পার্বন শুনেছি উত্সবের গান

অথচ বৃষ্টির দায়
কিছু থেকেই যায় হিমায়িত প্রেমের গায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন