শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২

কালো কবিতা-৬



এখানে একটা ব্যর্থ নদী ছিল
বালিয়ারী জুড়ে পদচিন্হ গুলো এটা বিশ্বাস করেনি
তারা এটাকে পথ বানিয়ে পরিশ্রান্ত করেছে
তারা বহু দূর হতে একটা দাবি নিয়ে এসেছে চিরায়ত বৃক্ষের কাছে

পরিশ্রান্ত পথ যেটুকু ক্লান্তি ফিরিয়ে দিল
সেখানে অনেক উত্তর ছিল

অথচ অভিমানী বৃক্ষরা আমাদের ক্ষমা করেনি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন