শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

কালো কবিতা ৮৪


তুমিতো জানোই..
প্রজম্নের লালনে কতটা অড়ষ্ট আমি
কতটা দুর্বল আমি....
তবে কি অবিশ্বস্ত ইশ্বরের কাছে
নিরেট মূল্যহীন আমি....
অথচ, তুমি তো জানোই কি বিরামহীন ভাবে
চুকে যাচ্ছি জীবনের দাম
তুমিতো জানোই এ ব্যাথা কত অবিরাম...
একদিন হিসেবের খাতা খুলে
মুখোমুখি হবো ইশ্বর আর আমি
তুমি তো জানোই, ঋনী ছিলো কে?
বিনিময়ে জরাজীর্ণ বেচে থাকা
সে কেবল নিয়েই যাচ্ছে শুধু
তুমিতো জানোই; সবটুকু রুপকথা।
অভিমান ছিলো ইশ্বরের সাথে
ইশ্বরও অভিমানী ছিলো 
অথচ জানোইতো, কি নির্বোধ এই খেলা
আমরা খেলে যাচ্ছি.... খেলেই যাচ্ছি
একে অপরে অবহেলা..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন