মঙ্গলবার, ৮ মে, ২০১২

যে কথা গুলো ভাঙ্গতে হবে


যে কথা গুলো ভাঙ্গতে হবে
সেগুলো একে একে নরম রাবারের মত হয়ে যাচ্ছে থলথলে
পেচিয়ে যাচ্ছে .... আমার সমস্ত শক্তি এখন অর্থহীন
সুযোগের ব্যবহার করে ফেলা তোমার আদতে
আরো কিছু শ্রবণ ... আমি কেবল পেচিয়ে যাচ্ছি
জালে আটকে পরা মাছের মত
এলোমেলো কবিতার শক্তি ফুরোচ্ছে দ্রুত

কথা গুলো আমাদের বিভ্রান্ত করে
কথা গুলো মানুষের কথার মত এবং প্রথমত নিখাদ শক্ত
কথা গুলো অনুরূপ দর্শনে মহান প্রতিম
অথচ সেগুলো মিথ্যে ... সেগুলো মিথ্যে ?
কথা গুলো ভাঙ্গতে হবে ... ভাঙ্গতে হবেই .....

তর্কের খাতিরে আর তর্ক করবো কত
আমার সমস্ত শক্তি এখন অর্থহীন
এলোমেলো কবিতার শক্তি ফুরোচ্ছে দ্রুত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন