রবিবার, ১৩ মে, ২০১২

মা

একটা মা বিড়াল
তার সন্তানকে খেয়ে নিচ্ছে
জীবন্ত,
হ-ত্যা না করেই
মিশিয়ে নিচ্ছে নিজের ভিতরেতে...!!!
কারন এই মা জানে
দূর্বলের কোন স্থান নেই পৃথিবীতে!!!
আমার মা হয়তো জানতো না
আর তাই, আমাদের উদযাপন গুলো
শেষ হয় শুধু আহাজারিতে ......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন