বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

কালো কবিতা-৫৫



সমস্ত অন্ধকার এমন ভাবে গিলে ফেলোছো যে,
এখন আর ভাবার সুযোগ নেই কোনো অন্ধকার ছিলো

যেহেতু অন্ধকার নেই কিংবা ছিলো না
তাই আলো বলতে কোনো অনুভুতি নেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন