শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪

প্রেমিক-৫৭


এই দ্যাখো আমি ফিরে গেছি
ফিরে গেছি ফ্যাকাসে নিল হয়ে
দূর হয়ে গেছি পর হয়ে গেছি 
দ্যাখো এইবার কত অচেনা অচেনা লাগে

এখন আর ব্যাথাতেও নেই
ভুল ভাল কথা গুলো মনে করে দ্যাখো, আমি সেখানেও নেই
দুপুরে বিষন্ন সিঁড়ি বেয়ে উঠে দেখো
সুন্ সান নীরবতা রেখে এসেছি
একা একা সাওয়ারের তলে- তুমি একান্ত নিজের
চিটে পড়া বেসিনের আরশিতে -
চিৎকার করে দ্যাখো- আমি নেই

যৌথ বালিশের জড়ানো বাহুডোরে
মাঝরাতে আভিসার চুম্বনে
ধাবমান স্বপ্নের বুননে এরপর শুভ্র সকালে
দ্যাখো সব ঠিক ঠাক আছে তোমার; আমি নেই
সেখানে আমি একেবারে নেই

ব্যাস্ত দিনের সূচি আর কলিগের উদগ্রীব দৃষ্টি
বিরক্তির দাঁড়কাক হয়ে বসে থাকা ক্লায়েন্ট
ধোয়াটে ফানুস উড়ানো গন্ধহীন কফির কাপের তৃপ্ত চুমুক
ভুল করে কি কি যেনো মনে পরে যাওয়া
ভয় নেই... আমি নেই ...
হঠাৎ ঝড়ে যাওয়া আনাহুত অশ্লীল বিকেলে বৃষ্টিতে
পরকীয়া মাখানো নাটক- আর রগে রগে ছলাকলা
সোশ্যালিস্ট সেজে থাকা তোমার কর্পরেট যাপনে
ভয় নেই... আমি নেই ... আমি ফিরে গেছি কবেই

টগবগে প্রেম নিয়ে বহুবার দরজার সামনে এসে
যেহেতু স্পর্ধা হারিয়ে ফেলেছি; তারপর মেনে নিয়েছি
এই প্রেম তোমার যোগ্য ছিলোনা;
অতঃপর ফিরে গেছি ফ্যাকাসে নিল হয়ে
দূর হয়ে গেছি তোমার চির প্রেমিক হয়ে!

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪

তুমি- ৫১


ধরাছোঁয়ার কাছাকাছি বড় হয়ে যাও
একদিন বেলুনে বাতাস আমিও ফুঁকেছি
আরো যত জন আসে যায়; তারাও ফুঁকছে;
ধরাছোঁয়ার বাইরে বড় হয়ে যাও; তুমি শুধু বড় হয়ে যাও
আমি ছোট, নাগালের বাইরে আরো ছোট;

আমি খুব ছোট হতে হতে ধুলি কনা হয়ে
প্রস্তুত হবো ঝড়ে উড়ে যেতে ;
তুমি যত উড়ে দূরে যাও;
আমি তবু থেকেই যবো ফানুসের নাগালেতে

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

প্রেমিক-৫৬



বহুদুর উড়ে যাওয়া পাখির দ্বিগবেদ্বিগ
আমাদের প্রেম; দিশেহারা সিমানার শেষে
তারপর নির্বোধ দুঃখ বিলাসে
আবিরত ফিরে ফিরে আসা

প্রেম হাতে দাঁড়িয়ে থাকিনি তোমার দরজায়
স্পর্শ করিনি নির্বোধ যাদুকরী
ভিতরের ভিতরটাতে ঋণ আর প্রণদোনা জমে জমে
দেউলিয়া ভালোবাসা

সোমবার, ১৮ আগস্ট, ২০১৪

কালো কবিতা-৭৪



বেঁচে থাকা বোধ টাকে অস্বস্তির ঘুম দিয়ে গিলে ফেলি 
ইদানিং প্রতি রাতে; রাতারাতি মৃত্যুর সুখ পেতে চাই 
কেউ কেউ জেনে গিয়েছিলো কি; আধার যে কত অসহায়?
আরো খুব পরিণত রাত খুঁজে খুঁজে; শৌখিন ঘুম কেটে যায়

সোমবার, ৩০ জুন, ২০১৪

কালো কবিতা- ৭৩



যেহেতু জেগে উঠার স্বপ্ন দেখি 
তার অর্থ আমি ঘুমিয়ে আছি !!!

আমাদের খেয়ে নিচ্ছে প্রাণপণ ক্লান্ত
সজারু কাঁটার বালিশে শান্ত শান্ত 
অনুভূতিহীন জেগে উঠা তারপর আত্ম চিৎকার ...

তার অর্থ আমরা গভীর ঘুমে ঘুমিয়ে আছি!

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

কালো কবিতা-৭২



স্বপ্নের নিচে তালপাখা লাগিয়ে দিয়েছি 
এইবার আরামছে ঘুমাও!!!

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪

কালো কবিতা-৭১



স্বপ্নের মারপ্যাঁচে জঞ্জাল; তুমি যাদুকর 
যাদু করো 
আর যাদু করে করে জঞ্জালে মারপ্যাঁচে 
আরো আরো অভিভূত কর

আমি দিনকে দিনকে রাতের ছায়ায়
আমি পরে থাকি স্যাতস্যাতে বিছানায়
আর জঞ্জাল শ্যাওলায়
বিছানো মায়াজাল; তুমি মায়াবতী

আমাদের অনুদান দিয়েছো কালো সময়
মায়াবতী যাদুকর; নিদারুণ স্বপ্নময়!

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

কালো কবিতা-৬৯



আমার পরিচয় দিতে গিয়ে আমি কেমন জানি ধাক্কা খাই বারবার
আমি ঠিক যা যা বলি
কেনো জানি মনে হয় সব শেখানো বুলি 
তারপর এতি উতি খুঁজি; 
এতি উতি কি জানি খুঁজি 


একদিন আমি আমার আত্মার সাথে দেখা করতে যাবো
এক দিন আমি আমার খোজ নেবো; ভালো মন্দ কুশল জেনে নেবো