ধরাছোঁয়ার কাছাকাছি বড় হয়ে যাও
একদিন বেলুনে বাতাস আমিও ফুঁকেছি
আরো যত জন আসে যায়; তারাও ফুঁকছে;
ধরাছোঁয়ার বাইরে বড় হয়ে যাও; তুমি শুধু বড় হয়ে যাও
আমি ছোট, নাগালের বাইরে আরো ছোট;
আমি খুব ছোট হতে হতে ধুলি কনা হয়ে
প্রস্তুত হবো ঝড়ে উড়ে যেতে ;
তুমি যত উড়ে দূরে যাও;
আমি তবু থেকেই যবো ফানুসের নাগালেতে
প্রস্তুত হবো ঝড়ে উড়ে যেতে ;
তুমি যত উড়ে দূরে যাও;
আমি তবু থেকেই যবো ফানুসের নাগালেতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন