এই দ্যাখো আমি ফিরে গেছি
ফিরে গেছি ফ্যাকাসে নিল হয়ে
দূর হয়ে গেছি পর হয়ে গেছি
দ্যাখো এইবার কত অচেনা অচেনা লাগে
ফিরে গেছি ফ্যাকাসে নিল হয়ে
দূর হয়ে গেছি পর হয়ে গেছি
দ্যাখো এইবার কত অচেনা অচেনা লাগে
এখন আর ব্যাথাতেও নেই
ভুল ভাল কথা গুলো মনে করে দ্যাখো, আমি সেখানেও নেই
দুপুরে বিষন্ন সিঁড়ি বেয়ে উঠে দেখো
সুন্ সান নীরবতা রেখে এসেছি
একা একা সাওয়ারের তলে- তুমি একান্ত নিজের
চিটে পড়া বেসিনের আরশিতে -
চিৎকার করে দ্যাখো- আমি নেই
ভুল ভাল কথা গুলো মনে করে দ্যাখো, আমি সেখানেও নেই
দুপুরে বিষন্ন সিঁড়ি বেয়ে উঠে দেখো
সুন্ সান নীরবতা রেখে এসেছি
একা একা সাওয়ারের তলে- তুমি একান্ত নিজের
চিটে পড়া বেসিনের আরশিতে -
চিৎকার করে দ্যাখো- আমি নেই
যৌথ বালিশের জড়ানো বাহুডোরে
মাঝরাতে আভিসার চুম্বনে
ধাবমান স্বপ্নের বুননে এরপর শুভ্র সকালে
দ্যাখো সব ঠিক ঠাক আছে তোমার; আমি নেই
সেখানে আমি একেবারে নেই
মাঝরাতে আভিসার চুম্বনে
ধাবমান স্বপ্নের বুননে এরপর শুভ্র সকালে
দ্যাখো সব ঠিক ঠাক আছে তোমার; আমি নেই
সেখানে আমি একেবারে নেই
ব্যাস্ত দিনের সূচি আর কলিগের উদগ্রীব দৃষ্টি
বিরক্তির দাঁড়কাক হয়ে বসে থাকা ক্লায়েন্ট
ধোয়াটে ফানুস উড়ানো গন্ধহীন কফির কাপের তৃপ্ত চুমুক
ভুল করে কি কি যেনো মনে পরে যাওয়া
ভয় নেই... আমি নেই ...
হঠাৎ ঝড়ে যাওয়া আনাহুত অশ্লীল বিকেলে বৃষ্টিতে
পরকীয়া মাখানো নাটক- আর রগে রগে ছলাকলা
সোশ্যালিস্ট সেজে থাকা তোমার কর্পরেট যাপনে
ভয় নেই... আমি নেই ... আমি ফিরে গেছি কবেই
বিরক্তির দাঁড়কাক হয়ে বসে থাকা ক্লায়েন্ট
ধোয়াটে ফানুস উড়ানো গন্ধহীন কফির কাপের তৃপ্ত চুমুক
ভুল করে কি কি যেনো মনে পরে যাওয়া
ভয় নেই... আমি নেই ...
হঠাৎ ঝড়ে যাওয়া আনাহুত অশ্লীল বিকেলে বৃষ্টিতে
পরকীয়া মাখানো নাটক- আর রগে রগে ছলাকলা
সোশ্যালিস্ট সেজে থাকা তোমার কর্পরেট যাপনে
ভয় নেই... আমি নেই ... আমি ফিরে গেছি কবেই
টগবগে প্রেম নিয়ে বহুবার দরজার সামনে এসে
যেহেতু স্পর্ধা হারিয়ে ফেলেছি; তারপর মেনে নিয়েছি
এই প্রেম তোমার যোগ্য ছিলোনা;
অতঃপর ফিরে গেছি ফ্যাকাসে নিল হয়ে
দূর হয়ে গেছি তোমার চির প্রেমিক হয়ে!
যেহেতু স্পর্ধা হারিয়ে ফেলেছি; তারপর মেনে নিয়েছি
এই প্রেম তোমার যোগ্য ছিলোনা;
অতঃপর ফিরে গেছি ফ্যাকাসে নিল হয়ে
দূর হয়ে গেছি তোমার চির প্রেমিক হয়ে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন