তোমারতো জানাই আছে
একদিন সাম্যবাদও পুরনো হয়ে যাবে
গোলাপের রঙ বদলাবে, হয়ে যাবে বেগুনী
বৈষম্য বিক্রি হবে সমতার মোড়কে
তুমিতো জানোই
একদিন চিরন্তনও শেষ হয়ে যাবে
ধ্বসে পড়বে নীতি পাহাড়
অথচ, তুমি জানোইনা
আমরা একটা অতীতে বসবাস করছি
একদিন তুমি খুঁজে পাবে প্রেম, অথচ
তুমিতো জানোই যে, তুমি জানো না
তোমার জন্য আমার এই প্রেম,
সময়ের মত; আবহমান
এবং তার কোন মহাকাশ নেই
তুমি জানো না
এ এক অনন্ত বর্তমান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন