শুক্রবার, ৯ মার্চ, ২০১৮

উপাগত

.
সব শেষে যখন চোখে ঘুম চলে আসে;
আমার আসলে ঘুম আসে না; 
এক এক করে এরা আসে আর যায়;
কেউ কেউ চেনা কিংবা কেউ কেউ অচেনা;
সবাই কেবল যার যার পরিচয় দিয়ে যায়;
ঠিক ঘুমিয়ে পরার আগে আমি জানতে পারি,
আসলে এরা কেউ আমার পরিচিত নয়।
.
তারপর আমার ঘুম হয়, ভালো; অনেকটা সুখের;
কারন আমি এদের পরিচয় জানি;
আমি জানি, এরা কেউ আমার পরিচিত নয়।
.
তারপর এক একটা নিষ্পাপ সকালে
যখন আমার পবিত্র ঘুম ভেঙে যায়
কোথাকার জেনো পরিচিত কোলাহলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন