শনিবার, ১৯ জুলাই, ২০২৫

জলবায়ু

এই জলবায়ু, এ কঠিন ঋতুচক্র আমার,

আগলে রেখেছি সব ইতিহাস অভিমানের।
থামিয়ে দমিয়ে রেখেছি ভীষণ বন্যার্ত স্রোত,
ভাঙাচোরা তবুও ঠায় দাঁড়িয়ে জড়িয়ে ওতপ্রোত।
হাতে হাত রেখে বুনেছিলাম এ ব্যাকুল বাঁধ,
চিবুকের ঘ্রাণে রেখেছিলাম আমার প্রেমোন্মাদ।
তোমার তো জানাই আছে কখন বৃষ্টি হয়,
তুমি তো জানোই, আর্দ্র বাতাসের পরিচয়...

©রি হোসাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন