বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

তীব্র নিন্দার খেলা

আমি মরছি...

আর তুমি নিন্দা জানাচ্ছো
তীব্র নিন্দা...
তীব্র থেকে তীব্রতর...
আর আমি, মরছি আর মরছি
গুলিতে, বুটের তলায় পিষে
মৃত্যু সংখ্যার সাথে সাথে তোমার নিন্দার তীব্রতা বাড়ছে
তোমার উদ্বেগ-উৎকণ্ঠায় অনুপ্রাণিত হয়ে
মৃত্যুর সংখ্যা আরও, আরও বাড়ছে
আরও বাড়ছে তোমার নিন্দার তীব্রতাও
এ এক খেলা
নিন্দা আর মৃত্যুর
কিন্তু এ খেলায় পরাজয় তোমারই হবে
একদিন মরতে মরতে আমরা সব মরে যাবো
তারপর মৃত্যুর জন্য কেউ থাকবো না
তোমার নিন্দার তীব্রতাও আর বাড়বে না
©রি হোসাইন

জাতিসংঘের প্রতি - জুলাই অভ্যুত্থানের সময় লেখা কবিতা -
১লা আগস্ট ২০২৪ এ লেখা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন