আমি মরছি...
আর তুমি নিন্দা জানাচ্ছো
তীব্র নিন্দা...
তীব্র থেকে তীব্রতর...
আর আমি, মরছি আর মরছি
গুলিতে, বুটের তলায় পিষে
মৃত্যু সংখ্যার সাথে সাথে তোমার নিন্দার তীব্রতা বাড়ছে
তোমার উদ্বেগ-উৎকণ্ঠায় অনুপ্রাণিত হয়ে
মৃত্যুর সংখ্যা আরও, আরও বাড়ছে
আরও বাড়ছে তোমার নিন্দার তীব্রতাও
এ এক খেলা
নিন্দা আর মৃত্যুর
কিন্তু এ খেলায় পরাজয় তোমারই হবে
একদিন মরতে মরতে আমরা সব মরে যাবো
তারপর মৃত্যুর জন্য কেউ থাকবো না
তোমার নিন্দার তীব্রতাও আর বাড়বে না
©রি হোসাইন
জাতিসংঘের প্রতি - জুলাই অভ্যুত্থানের সময় লেখা কবিতা -
১লা আগস্ট ২০২৪ এ লেখা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন