শনিবার, ২৫ মে, ২০১৩

বিভ্রান্ত বেড়াল


একটা বেড়ালের চোখে চোখ পরে গেলো
যে, নিঃশব্দ আমাকে অনুসরন করছিলো
তাই দেখে আমিও শব্দ করে ফেলি বেড়ালের-ই সুরে
কি আশ্চর্য রকম বেড়ালের মতই আমার স্বর

বিভ্রান্ত বেড়াল
আমাকে বিভ্রান্ত করে দীর্ঘক্ষণ
সেই কথপোকথন চালিয়ে গেলো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন