বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

বাচাল



একদিন আমিও কথা বলবো না আর

একটা বাচাল হারিয়ে যাবে অচল সময়ে
সীমাহীন নিস্তব্ধতা তুমি পেয়ে যাবে
আর স্বস্তির নিঃশ্বাস জুড়ে কিছু কি অস্বস্তি .........

তার পর তুমিও চিৎকার করে উঠতে পারো
তারপর ভেঙ্গে যাবে নিরব পাহাড়
তারপর তুমিও বাচাল হবে
একদিন আপনিও বাচাল হবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন