বুধবার, ৮ মে, ২০১৩

পলাতক



আমি যাদের হারিয়ে ফেলেছি
তাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে খুজে পেলে
আমি পলাতক চোখ দেখে ভয়ে পেয়ে গেলে

তারা পলাতক, তারা হারিয়ে গেছে
তারাই আমাকে খুজে ফেরে


অথচ
পালিয়ে বেড়াচ্ছি
সেই কবে থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন