শুক্রবার, ২৮ জুন, ২০১৩
বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৩
বিপ্লবি-৪৩
একদিন দেখিয়ে দেবো
সব কিছু স্তব্ধ করে
আমিও শব্দ করে হাসতে জানি
সোমবার, ১৭ জুন, ২০১৩
কালো কবিতা-৬২
প্রেম থেকে দীর্ঘ দুপুরের দুরত্ব মেপে যাচ্ছি
দীর্ঘ দুপুরটা ক্ষুধার কাছেও আসহায়
এই ভাবে রৌদ্র গিলতে গিলতে জ্বলন্ত সূর্যটা গিলে ফেলি
এরপর তুমি জানতে চাইছো কেমন আছি
তাহলে বলি
দীর্ঘ মৃত্যুর কাছে আসহায় যাবজ্জীবন
শনিবার, ৮ জুন, ২০১৩
তুমি- ৪৬
গোলাপের বিব্রত বোধ
কাঁটা বিধিয়ে দিলো
তুমি খোপা জুড়ে ভালোবাসা নিও
কালো কবিতা-৬১
যেখানে সমুদ্র থাকার কথা
সেখানে সূর্য এঁকে রাত্রির রুপকথা
সে কেমন বিরহ গাথা
অবাধ চোখের জলের নিঃশব্দ স্বাধীনতা
কালো কবিতা- ৬০
একটা বিত্তহীন ঘোড়ার পিঠে চড়েছিলাম
একজন বিষণ্ণ দৌড়বিদ সেজে
কেউ জানতো না অন্ধ ছিলাম
আমার পথ খোড়া বলে
বিজয় ছিনিয়ে নিলে
অন্যায় ছিলো সবকিছু
তবু কিছু ভুল হয়ে গেলো
কালো কবিতা-৫৯
তোমার কাছে ক্ষীণ থেকে ক্ষীণতর বিন্দুর মত
কিংবা অবহেলিত বিষণ্ণ
আজ অবধি শব্দ গুলো দিশেহারা
আর ছটফটে রাত্রিও পরাজিত হলো না
আমার শোকার্ত আলো
একটা দিশেহারা কবিতার অন্ধকারে হারিয়েছিলো
বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৩
কালো কবিতা- ৫৮
এরকম দুপুর
মৃত্যুর কাছি কাছে থেকে এসেছে
আমি বার বার ভাবি নিরবতা ভেঙ্গে উত্তাপ হয়ে যাই
আমার নিরবতা বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনায়
মঙ্গলবার, ৪ জুন, ২০১৩
হাইকি- শ্রমিকার নুপুর
বিষণ্ণ বাতাসে
শুদ্ধ রক্ত মেশা
শ্রমিকার নুপুর
হাইকি- শুদ্ধ যুদ্ধ খেলা
নিঃশব্দ রক্ত
জামকালো তুফানে
শুদ্ধ যুদ্ধ খেলা
জামকালো তুফানে
শুদ্ধ যুদ্ধ খেলা
রৌদ্রের হাইকু
১
একটা রৌদ্দুর
মুঠো মুঠো ভরে
ছড়িয়েছে বহুদুর
২
ভাঙ্গা কাচেরে ফাকে
দুপুরের বেলা
উত্তাপ ঝাকে ঝাকে
৩
জড়ো কারা তাপ
একাকার রোদে
তোমার-ই অভিশাপ
৪
নুন জলা ঘামে
ক্লান্ত দুপুর
রোদ জমে জমে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)