শনিবার, ৮ জুন, ২০১৩

কালো কবিতা-৫৯



তোমার কাছে ক্ষীণ থেকে ক্ষীণতর বিন্দুর মত
কিংবা অবহেলিত বিষণ্ণ
আজ অবধি শব্দ গুলো দিশেহারা
আর ছটফটে রাত্রিও পরাজিত হলো না

আমার শোকার্ত আলো
একটা দিশেহারা কবিতার অন্ধকারে হারিয়েছিলো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন