সোমবার, ১৭ জুন, ২০১৩

কালো কবিতা-৬২


প্রেম থেকে দীর্ঘ দুপুরের দুরত্ব মেপে যাচ্ছি
দীর্ঘ দুপুরটা ক্ষুধার কাছেও আসহায়
এই ভাবে রৌদ্র গিলতে গিলতে জ্বলন্ত সূর্যটা গিলে ফেলি

এরপর তুমি জানতে চাইছো কেমন আছি
তাহলে বলি
দীর্ঘ মৃত্যুর কাছে আসহায় যাবজ্জীবন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন