মঙ্গলবার, ৪ জুন, ২০১৩

রৌদ্রের হাইকু



একটা রৌদ্দুর
মুঠো মুঠো ভরে
ছড়িয়েছে বহুদুর


ভাঙ্গা কাচেরে ফাকে
দুপুরের বেলা
উত্তাপ ঝাকে ঝাকে


জড়ো কারা তাপ
একাকার রোদে
তোমার-ই অভিশাপ


নুন জলা ঘামে
ক্লান্ত দুপুর
রোদ জমে জমে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন